আমার ওয়েবসাইট সম্পর্কে

 সামিজা ৪২ ব্লগ ওয়েবসাইট সম্পর্কে জানুন

সামিজা ৪২ একটি তথ্যবহুল বাংলা ওয়েবসাইট।দক্ষতা শিখে ঘরে বসে আয় করে সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে আমাদের এ পথ চলা।সামিজা ৪২ ব্লগ ওয়েবসাইট একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা বেকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং শেখাতে, ডিজিটাল দক্ষতা অর্জনের সহায়তা করতে এবং তাদের আয়ের পথ খুলে দিতে কাজ করছে। আমাদের লক্ষ্য শুধুমাত্র একটি ব্লগ তৈরি নয় বরং এমন একটি কমিউনিটে গড়ে তোলা যেখানে তরুণেরা স্বনির্ভর হবে এবং দেশের বেকারত্ব দূর করতে অবদান রাখবে।

সামিজা ৪২ এর প্রতিষ্ঠাতা সামিজা খাতুন

আমি মোসাঃ-সামিজা খাতুন একজন প্যাশনেট ডিজিটাল মার্কেটার এবং সামিজা ৪২ ব্লগ ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। আমি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন বাসিন্দা। মধ্যবিত্ত পরিবারের প্রথম সন্তান। একটা সময় বেঁচে থাকার জন্য জীবনের মানে খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। সঠিক পরিকল্পনা এবং সৎ সাহস ও দিকনির্দেশনা থাকলে একটি সফল ক্যারিয়ার গড়া সম্ভব।

আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার নামোশংকরবাটি উজ্জ্বল পাড়া গ্রামের একজন সাধারণ মেয়ে। আমার জন্ম ১০ এ ডিসেম্বর ১৯৯৩ সালে। আমি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেছি। এরপর রাজশাহী কলেজ থেকে অর্থনীতিতে (Economics) মাস্টার্স শেষ করি। ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের জীবনে পরিবর্তন আনা এবং সমাজের জন্য কিছু করে যাওয়া।

আমরা ছিলাম অনেক ভাই বোন-চাচাতো, ফুফাতো সবাই মিলে একসাথে বড় হয়েছি। ছোটবেলায় কত যে আনন্দ করেছি। একসাথে গল্পের বই পড়া, খেলাধুলা, স্কুল যাওয়া আর নদীতে সাঁতার কাটা। সব কিছুতে যেন ছিল অন্যরকম মজা।

সামিজা ৪২ এর ভবিষ্যৎ পরিকল্পনা

চলুন আমাদের সামিজা ৪২ এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। আপনাদের যেহেতু আগে বলেছি সামিজা ৪২ একটি তথ্যবহুল বাংলা ব্লগ ওয়েবসাইট। সুতরাং আপনারা বুঝতেই পারছেন সামিজা ৪২ মূলত ব্লগিং জগতের সকল কিছু নিয়ে কাজ করে থাকে।

সামিজা ৪২-এ সদস্য হয়ে আপনি নিজেকে একজন দক্ষ ও সফল ব্লগার হিসেবে গড়ে তুলতে পারবেন। পাশাপাশি ভবিষ্যতে আপনার ব্লগিংকে একটি পেশাদার ব্যবসায়িক প্ল্যাটফর্ম রূপান্তর করার জন্য কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন।

এটা শুধু ব্লগিং কমিনিউটি যা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর জ্ঞান শেয়ার করে না বরং একটি নতুন পথের দিকে তৈরি করে। আমাদের লক্ষ্য হলো বেকার যুবক-যুবতী, শিক্ষার্থী এবং অসহায় মেয়েদের আলোর পথে নিয়ে আসা। এখানে তারা ডিজিটাল দক্ষতা শিখে হতে পারে তাদের জীবনের নতুন দিগন্তের পথ চলা।

আপনি চাইলে পড়াশোনা পাশাপাশি লেখালেখির কাজ করতে পারেন। সেই সাথে মার্কেটিং জ্ঞানকে কাজে লাগে নিজের ভবিষ্যৎ পরিবর্তনের প্রথম পদক্ষেপ নিতে পারেন।

আমাদের ভবিষ্যতে একটি পরিকল্পনা রয়েছে যে যারা লেখালেখি করতে আগ্রহে তাদের জন্য জব অফার করা। আপনারা সবাই সামিজা ৪২-এ সদস্য হয়ে পাশে থাকবে। ভবিষ্যতে সামিজা ৪২ একটি বড় ব্যবসায়িক প্লাটফর্মে পরিণত হতে পারে যেখানে আপনার অংশগ্রহণ হতে পারে সে পরিবর্তনের প্রথম পদক্ষেপ।

সামিজা ৪২ ওয়েবসাইটের লক্ষ্য

  • মানুষের মাঝে অনলাইন সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা
  • ইসলামিক জ্ঞান ও শিক্ষকের সহজভাবে সবার কাছে পৌঁছে দেওয়া
  • তথ্যপ্রযুক্তি বিষয়ে আপডেট টিউটোরিয়াল ও গাইডলাইন সরবরাহ করা
  • নতুনদের অনলাইন ক্যারিয়ার গড়তে সহায়ক ভূমিকা রাখা
  • প্রযুক্তি ও ধর্মের সম্পর্কে একটি জ্ঞান সমৃদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা

সামিজা ৪২ ওয়েবসাইটের উদ্দেশ্য

  • অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং, ব্লগিং, এফিলিয়েট মার্কেটিং, সহ বিভিন্ন আয়ের উৎস সম্পর্কে কার্যকর তথ্য দেওয়া।
  • কুরআন হাদিস ভিত্তিক নির্ভরযোগ্য ইসলামিক আর্টিকেল ও দিকনির্দেশন শেয়ার করা।
  • তথ্যপ্রযুক্তি ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার ও প্রযুক্তি বিষয়ে টিউটোরিয়াল প্রদান করা।
  • নতুন প্রজন্মকে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে শিক্ষা ও কর্মসংস্থানের উপবৃদ্ধ করা।
  • জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে সমাজকে উন্নত করার প্রচেষ্টা চালানো

তাই আসুন " ফ্রিল্যান্সিং শিখি ও বেকারত্ব মুক্ত করি" এই স্লোগানকে সামনে রেখে আমাদের নতুন পথে যাত্রা শুরু হোক এবং নিজের হাতে গড়ি আলোর ভবিষ্যৎ আমাদের সামিজা ৪২- এর সদস্য হয়ে।

সামিজা ৪২-এর সাথে যোগাযোগের ঠিকানা




এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url