কালোজিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা-কালোজিরা খাওয়ার নিয়ম হাদিস


কালোজিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা আমরা কম বেশি বিস্তারিত জানিনা। কালোজিরা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। কালোজিরা অনেক রোগের প্রতিকার এবং শরীরের শক্তি বাড়ানোর জন্য প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন ও স্বাস্থ্য জ্ঞান সম্পন্ন একটু মূল্যবান ভেষজ।

কালোজিরা-চিবিয়ে-খাওয়ার-উপকারিতা

এটা দেখতে ছোট হল এর অসংখ্য পুষ্টিগুণে ভরপুর। আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানব কালোজিরা কি, এর চিবিয়ে খাওয়ার উপকারিতা, পুষ্টিগুণ, সঠিকভাবে খাওয়ার নিয়ম এবং কালোজিরা খাওয়ার হাদিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

পেজ সূচিপত্রঃ কালোজিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা-কালোজিরা খাওয়ার নিয়ম হাদিস

কালোজিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা সম্পর্কে

কালোজিরা, যার বৈজ্ঞানিক নাম Nigella sativa। আমাদের দেশে বহু পরিচিতি একটি প্রাচীন ভেষজ বীজ। ছোট ছোট কালো রঙে এ দানা দেখতে সাধারণ মনে হল এর মধ্যে লুকিয়ে আছে ওষুধি গুণ। প্রাচীনকাল থেকে এটি আয়ুর্বেদিক, ইউনানি এবং গ্রিক চিকিৎসা পদ্ধতি হিসাবে ব্যবহৃত হয়। এমনকি ইসলাম ও কালোজিরার গুরুত্ব অপরিসীম। কারণ হাদিসে এটিকে রোগ নিরাময়ের বিশেষ উপাদান হিসেবে উল্লেখ করা হয়েছে।

রাসুল (সাঃ) বলেছেন, তোমরা কালোজিরা নিজেদের জন্য ব্যবহার কে বাধ্যতামূলক করে নাও কেননা মৃত্যু ব্যতীত সকল রোগের নিরাময় এর মধ্যে রয়েছে। আয়েশা (রাঃ) আমাদের নিকটে বর্ণনা করেছেন যে নবী-রাসূল (সাঃ) বলতে শুনেছেন, এ কালোজিরা 'সাম' ব্যতীত সকল রোগের ওষুধ। আমি বললাম সাম কি তিনি বললেন সাম অর্থ মৃত্যু।

বর্তমানে কালোজিরা রান্নার মসলা হিসেবে ব্যবহার করা হয়। তবে চিবিয়ে খাওয়ার আলাদা উপকারিতা রয়েছে। সরাসরি চিবানোর মাধ্যমে এর প্রাকৃতিক তেল, সক্রিয় উপাদান ও পুষ্টি উপাদান শরীরে দ্রুত শোষিত হয় এবং কার্যকর প্রভাব ফেলে। চলুন তাহলে নিজে কালোজিরা চিবিয়ে খেলে আমাদের শরীর ও স্বাস্থ্যের কি কি উপকার হয় সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণঃ ডায়াবেটিস বর্তমানে একটি দীর্ঘ মেয়াদী ও ক্রমবর্ধমান স্বাস্থ্য সমস্যা। যা দিন দিন মানুষের মধ্যে বেড়েই চলেছে। কালোজিরায় থাকা Thymoquinone নামক সংক্রিয় উপাদান ইনসুলিনের কার্যকরিতা উন্নত করতে সাহায্য করে। টাইপ টু ডায়াবেটিস অনেক সময় শরীরে ইনসুলিনের প্রতি সারা দেই না, যাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। গবেষণায় দেখা গেছে ডায়াবেটিস রোগী যদি নিয়মিত কালোজিরা চিবিয়ে খাই তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে।

 কালোজিরা খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি করেঃ বর্তমান আধুনিক যুগে এসে মানুষ যেন রোবট তৈরি হয়ে যাচ্ছে। বিভিন্ন মানসিক চাপ,পড়াশোনা, চাকরি, ব্যবসা এবং দৈনন্দিন জীবনে কাজের চাপের কারণে অনেকের মনোযোগ কমে যাচ্ছে। ভুলে যাওয়ার প্রবণতা বাড়ছে এবং স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে। এই সমস্যার প্রাকৃতিক সমাধান হচ্ছে নিয়মিত কালোজিরা খাওয়া। কালোজিরাতে থাকা থাইমোকুইনোন এবং হেলদি ফ্যাট অ্যাসিড ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান মস্তিষ্কের  কোষকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে। যা বয়স জনিত স্মৃতিভ্রংশ প্রতিরোধের সাহায্য করে। প্রাচীন চিকিৎসা শাস্ত্রে ও আধুনিক গবেষণায় দুই ক্ষেত্রে কালোজিরার স্মৃতিশক্তি বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব প্রমাণ পাওয়া গেছে।

কালোজিরা চুল পড়া রোধ করেঃ বর্তমানে চুল পড়া একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকাল দূষণ মানসিক চাপ অনিয়মিত খাদ্যভ্যাস এবং হরমোনের কারণে অনেকের চুল পড়া সমস্যা দেখা দেয়। আর সেই সাথে রয়েছে বাজারে কেমিক্যাল যুক্ত শ্যাম্পু বা হেয়ার প্রোডাক্ট অনেক সময় ক্ষতির ঝুঁকির বাড়ায়। এসব সমস্যার সমাধানের হচ্ছে কালোজিরা। কালোজিরাতে রয়েছে ওমেগা-৩, ও মেগা-৬ ফ্যাট অ্যাসিড, ভিটামিন ই জিংক এবং আয়রন যা মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এবং হেয়ার ফলিকল শক্তিশালী ও স্বাস্থ্যকর হয় চুলের জন্য। যা প্রাচীনকাল থেকে চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে।

 নিয়ন্ত্রণ করে ব্লাড প্রেসারঃ কালো জিরা ব্লাড  প্রেসার নিয়ন্ত্রণের একটি প্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করে। এতে থাকা থাইমোকুইনোন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং এন্টি ইনফ্লোমেটরি যার গুণ শরীরের প্রদাহ কমায় যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে পাঁচ থেকে সাতটি কালোজিরা বা এক চামচ কালোজিরা তেল খেলে উপকার পাওয়া যায়। তবে যারা ব্লাড প্রেসার নিয়ন্ত্রণের ওষুধ খান তারা অবশ্যই কালোজিরা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিবেন।

কালোজিরা খেলে মাথা ব্যথা কমায়ঃ মাথা ব্যথা বর্তমানে একটি রোগের প্রধান কারণ। কালোজিরা মাথা ব্যথা কমানোর জন্যপ্রাকৃতিক ওষুধের মতন কাজ করে। এতে থাকা প্রদাহ নাশক ও মাথা নাশক উপাদান মস্তিকের স্নায়ু শান্ত, রক্ত সঞ্চালনের স্বাভাবিক করে ফলে টেনশন মাইগ্রেন বা সর্দি কাশি জনিত মাথা ব্যথা কমে যায়। আপনি যদি সকালে খালি পেটে অল্প পরিমাণ কালো জিরা চিবিয়ে খাওয়া বা হালকা গরম পানির সাথে গুড়া করে খান তাহলে মাথাব্যথা অনেকটা কমে যাবে। এছাড়াও কালোজিরা তেল কপালে হালকা মালিশ করল উপকার পাওয়া যায়।

হজমের সমস্যা দূর করেঃ কালোজিরা হজমের সমস্যা দূর করতে কার্যকর একটি প্রাকৃতিক উপাদান। কালোজিরায় থাকা এন্টি ব্যাকটেরিয়াল ও এন্টিফাঙ্গাল গুণ পেটের ক্ষতিকর জীবাণু ধ্বংস করে এবং হজম এনজাইম সক্রিয় করে। পেটের গ্যাস, আসিডিটি, পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্যর মত সমস্যা কমে যায়। প্রতিদিন সকালে খালি পেটে এক চিমটি কালোজিরা মধুর সাথে খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং খাবারের দ্রুত ভেঙ্গে শরীর শোষিত হয় এছাড়া এটি পেটের ব্যথা ও আলসার প্রতিরোধ সাহায্য করে।

ত্বকের যত্নঃ কালোজিরা ত্বকের যত্নে একটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। কালোজিরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই এবং ওমেগা-৩ এবং ফ্যাট অ্যাসিড ত্বকের কোষ পূর্ণ গঠন করে ফলের ত্বক থাকে নরম ও উজ্জ্বল। প্রতিদিন কালোজিরার তেল হালকা গরম করে মুখে বা সমস্যাযুক্ত স্থানে লাগালে দাগ হালকা হয় ও ত্বক মসৃণ হয়। এছাড়া মধুর সাথে কালো জিরা গুড়া মিশিয়ে পেস্ট বানিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করলে প্রাকৃতিক উজ্জলতা ফিরে আসে।

রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধিঃ কালোজিরা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে শরীর ও স্বাস্থ্যের। কালোজিরায় অ্য অ্যান্টিঅক্সিডেন্ট ও এন্টি ইনফ্লো মনিটরি বৈশিষ্ট্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে উপস্থিত থাইমোকুইনোন উপাদানটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। ক

হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ নিয়ন্ত্রণঃ কালোজিরা হাঁপানি ও শ্বাসকষ্ট রোগ নিয়ন্ত্রণ করে। শ্বাসকষ্ট হাঁপানি ও কফ সমস্যা কালোজিরা ব্যবহার উপকারী। শ্বাসনালী পরিষ্কার করে সাহায্য করে।

কিডনি সমস্যার সমাধান করেঃ কালোজিরার কিডনির সমস্যা কমাতে সহায়ক একটি প্রাকৃতিক উপাদান হিসেবে পরিচিতি। কালোজিরায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান কিডনির কোষকে ক্ষতিকর মুক্ত রেডিক্যাল থেকে রক্ষা করে এবং ব্যথা কমায়। নিয়মিত কালো জিরা চিবানোর বা কালোজিরা তেল গ্রহণে কেটে স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এবং ইউরিক এসিডের মাত্রা নিয়ন্ত্রণের সাহায্য করে। তবে কিডনির গুরুত্বপূর্ণ সমস্যা ডাক্তারের পরামর্শ নেয়া প্রয়োজন।

চোখের সমস্যা কালোজিরার ব্যবহারঃ কালোজিরা চোখে স্বাস্থ্যের জনক আকারে একটি প্রাকৃতিক ওষুধ। এতে থাকা এনটিঅক্সিডেন্ট ও ভিটামিন এ চোখের কোষকে সুরক্ষা দে এবং চোখের ব্যাথা কমাতে সাহায্য করে। প্রতিদিন কালোজিরা চিবিয়ে খাওয়ার মাধ্যমে চোখের দৃষ্টি শক্তি উন্নত হয় এবং চোখের ক্লান্তি কমে। এছাড়া কালো জিরার তেল যদি সতর্কতার সাথে ব্যবহার হয় তবে এটি চোখে শুষ্কতা ও চুলকানি দূর করে। তবে বুড়োতার চোখের সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন।

হাঁটু ও পিঠের ব্যথা নিরাময়ঃ কালোজিরা হাঁটু ও পিঠের ব্যথা কমাতে প্রাকৃতিক একটি উপায় হিসেবে কাজ করে। কালোজিরায় থাকা শক্তিশালী এন্টিইনফ্লেমেটরি উপাদান শরীরে প্রদাহ ও স্ফীতি কমায়। যা ব্যথার প্রধান কারণ। প্রতিদিন নিয়ম করে কালোজিরা চিবিয়ে খাওয়া অথবা কালোজিরা তেল হালকা গরম করে আক্রান্ত স্থানে মাসাজ করলে পেশি শিথিল হয় এবং ব্যথা কমে যায়। তাছাড়া এটি সংবেদনশীলতা কমিয়ে চলাচলে সহজ করে তোলে। তবে যদি দীর্ঘস্থায়ী ব্যথা হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ  জরুরি।

সর্দি জ্বর নিরাময় করেঃ যাদের হাঁপানি, সর্দি বা শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য কালোজিরা চিবিয়ে খাওয়া শরীর ও স্বাস্থ্যের জন্য উপকার। এটি শ্বাসনালী প্রসারিত করে এবং জমে থাকা কফ বের করতে সাহায্য করে। প্রাচীন চিকিৎসা শাস্ত্রে কালোজিরা গরম পানির সঙ্গে খাওয়ার পরামর্শ দেয়া হয়। যা শ্বাসযন্ত্রের প্রদাহ কমায়।

উচ্চ রক্তচাপ কমায়ঃ কালোজিরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের একটি প্রাকৃতিক সহায়ক হিসেবে কাজ করে। কালোজিরা থাকায় অ্যান্টিঅক্সিডেন্ট, , থাইমোকুইনোন নামক সংক্রিয় উপাদান রক্তনালীর পেশি শিথিল করে রক্তচাপ কমায়।

আরো পড়ুনঃ সকালে খালি পেটে কি খেলে ওজন বাড়ে ও ডায়েট চ্যাট

ওজন নিয়ন্ত্রণ করেঃ কালোজিরা মেটাবলিজম বৃদ্ধি করে, যা শরীরের অতিরক্ত চর্বি পোড়াতে সাহায্য করে।বিশেষ করে যারা ডায়েট করছেন তারা কালোজিরা চিবিয়ে খেলে ক্ষুধা কম অনুভব করবেন ফলে অতিরক্ত  খাবার খাওয়ার প্রবণতা কমে যাবে।

যৌন সমস্যা সমাধান করেঃ কালোজিরা পুরুষ ও মহিলার যৌন সমস্যা নিরাময় প্রাচীনকাল থেকে ব্যবহৃত একটি প্রাকৃতিক ওষুধ। কালোজিরা থাকা থাইমোকুইনোন এবং অন্যান্য সক্রিয় উপাদান রক্ত সঞ্চালন বারে শরীরের বিভিন্ন অঙ্গ পতঙ্গের কার্যক্ষমতা উন্নতি করে। পুরুষদের ক্ষেত্রে এটি বীর্য শক্তি বৃদ্ধি, সেক্সয়াল স্ট্যামিনা ও ইরেক্টাইল ডিসফাংশন কমাতে সহায়তা করে। মহিলাদের জন্য কালোজিরা হরমোন ব্যালেন্সে সহায়তা করে এবং যৌন জীবন উন্নতি করে। প্রতিদিন নিয়ম করে কালোজিরা চিবিয়ে খাওয়া বা কালোজিরা তেল ব্যবহারে এর সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

বুকের দুধ বৃদ্ধি করেঃ কালোজিরা বুকের দুধ বৃদ্ধি করতে সাহায্য করে এমন একটা প্রাকৃতিক উপাদান হিসেবে পরিচিতি। যার প্রাচীনকাল থেকে চলে আসছে। কালোজিরা থাকা সক্রিয় যোগীগুলি শরীরের হরমোনের সঠিক স্রাবকে উৎসাহিত করে, যা স্তন্য দানকারিদের দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে।, প্রাচীনকাল থেকে নারীরা কালোজিরা চিবিয়ে খাওয়া বা কালোজিরা তেল ব্যবহার করে বুকের দুধ বৃদ্ধিতে সাহায্য পেয়েছেন। তবে দুধ বৃদ্ধির জন্য কালোজিরা পাশাপাশি সঠিক খাদ্যভ্যাস ও পর্যাপ্ত পরিমাণের বিশ্রাম গুরুত্বপূর্ণ। বুকে দুধ কম হলো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

কোলেস্টরল বা হৃদযন্ত্রের সুস্থতাঃ কালোজিরা থাকা হেলদি ফ্যাট অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্টেরল কমায় এবং ধনীতে চর্বি জমা প্রতিরোধ করে। যার ফলে রক্তে চাপ নিয়ন্ত্রণ থাকে। হৃদরোগে ঝুঁকি কমায় এবং রক্ত সঞ্চালনে ভালো হয়। এতে শরীর ও স্বাস্থ্য দুটাই ভালো থাকে।

ক্যান্সার প্রতিরোধক সহায়তা করেঃ কালোজিরা ক্যান্সার প্রতিরোধে শক্তিশালী প্রাকৃতিক উপাদান হিসেবে পরিচিতি। কালোজিরায় থাকা থাইমোকুইনোন নামক সক্রিয় যৌগটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ক্যান্সার এজেন্ট যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দেয় এবং সেলের ক্ষতি থেকে শরীরকে রক্ষা করে।

গবেষণায় দেখা গেছে কালোজিরা বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন স্তন ক্যান্সার, ফুসফুস ক্যান্সার ও কোমল ক্যান্সার বিরুদ্ধে প্রতিরোধ ভূমিকা রাখতে পারে। নিয়মিত কালোজিরা চিবিয়ে খাওয়া বা কালোজিরা তেল ব্যবহার শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে এবং ক্যান্সারে ঝুঁকি কমায়। তবে এটি ক্যান্সার চিকিৎসার বিকল্প নয় বরং একান্ত সহায়ক। গুরুতর ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেয়া আবশ্যক।

কালোজিরা খাওয়ার নিয়ম হাদিস

ইসলামের পবিত্র গ্রন্থে কোরআন ছাড়াও নবী মোহাম্মদ (সাঃ) এর বাণী ও কাজ যা আমরা হাদিস নামেই জানি। সেই সূত্রে মানব জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে দিকনির্দেশনা ও চিকিৎসা গত উপদেশ রয়েছে। হাদিস আমাদের শিখায় যে প্রাকৃতিক সৃষ্টি করা অনেক বস্তু মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে চিকিৎসার একটি মাধ্যম হিসেবে রয়েছে। তার মধ্যে কালোজিরা হচ্ছে অন্যতম।

সর্বপ্রথম হযরত আবু হুরাইয়া (রাঃ) থেকে বর্ণিত এক বিখ্যাত হাদিসে নবী করিম (সাঃ) বলেছেন,' কালোজিরা প্রতিটি রোগের জন্য ওষুধ আল্লাহ ছাড়া কেউ এটি থেকে রোগ ছাড়াতে পারেনা'। এখানে প্রতিটি রোগের জন্য ওষুধ কথাটি অত্যন্ত শক্তিশালী ও ব্যাপক অর্থে বহন করে। কালোজিরার মধ্যে এমন একটা বৈশিষ্ট্য রয়েছে যা শরীরের বিভিন্ন সমস্যা ও অসুস্থতা নিরময়ে সাহায্য করে।

যদিও এটি সব রোগের নিরাময় নয় তবে এর উপকারিতা বহু ধরনের রোগের প্রমাণিত। নবী করিম (সাঃ) নিজেও বিভিন্ন প্রাকৃতিক ওষুধ ব্যবহার করতেন। কালোজিরা এমন একটা উদাহরণ যা আল্লাহর সৃষ্টি এবং মানবজাতির জন্য উপহার।' আল্লাহু ছাড়া কেউ এটি থেকে রোগ সারাতে পারেনা' আমাদের মনে করে দেয় চিকিৎসায় একটি মাধ্যম মাত্র। রোগ-নিরাময়ের আসল কর্তা আল্লাহ।

ইসলামিক জীবনে স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুস্থ শরীর ছাড়া কোন ব্যক্তি তার পবিত্র ইবাদত যথাযথভাবে পালন করতে পারেনা। এজন্য শরীরে যত্ন নেয়া এবং প্রাকৃতিক উপায় স্বাস্থ্য রক্ষা করা ইসলামের সুপারিশ করেছে। কালোজিরা মত প্রাকৃতিক ওষুধ ব্যবহার করা শরীর ও মন দুয়ের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়া এটি নষ্ট বা ক্ষতি কর রাসায়নিক থেকে মুক্তি হয় ইসলাম এ ধরনের প্রাকৃতিক চিকিৎসাকে সম্মান দেয়।

কালোজিরা খাওয়ার সঠিক নিয়ম

কালোজিরা একটি উপকারের ভেষজ বিভিন্নভাবে খাওয়া যেতে পারে। এটি সরাসরি চিবিয়ে গুড়ো করে তেলের সাথে মিশিয়ে বা গরম খাবারের সাথে খাওয়া যেতে পারে। সাধারণত প্রতিদিন ১-৩ গ্রাম কালোজিরা খাওয়া নিরাপদ। অতিরিক্ত গ্রহণ ক্ষতিকর হতে পারে। চলুন তাহলে কালোজিরা খাওয়ার সঠিক নিয়ম গুলো জেনে নিন।

  • কালোজিরা সরাসরি চিবিয়ে খাওয়া যায়
  • কালোজিরা গুঁড়ো করে মধুর সাথে মিশিয়ে অথবা গরম পানির সাথে খাওয়া যেতে পারে
  • কালোজিরা তেল হিসাব ব্যবহার করা যায় শুয়োর ও ত্বকের মালিশ করা অথবা সামান্য পরিমাণ তেলের সাথে মিশিয়ে খাওয়া যায়।
  • গরম ভাত রুটি বাজে কোন খাবারে সামান্য পরিমাণ কালো জিরা ছিটিয়ে খাওয়া যেতে পারে।
  • মধু রসুন পুদিনা পাতা বা কমলালেবুর রসের সাথে মিশিও কালোজিরা খাওয়া যায়।
  • সকালে খালি পেটে ৫-৭টি কালোজিরা খেলে হজম শক্তি বাড়ে এবং রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি পায়।
  • প্রতিদিন নিয়মিত খেলে ভালো ফল পাওয়া যায়
  • গর্ভবতী ও শিশুদের ক্ষেত্রে কালোজিরা খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নেয়া জরুরি।

কালোজিরার পুষ্টিগুণ

কালোজিরা হচ্ছে একটি প্রাকৃতিক উপাদান। বা সব রোগের ওষুধ। কালোজিরা খেলে শরীর ও স্বাস্থ্য ভালো থাকে। কালোজিরায় প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। যেমন প্রোটিন, ভিটামিন -এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই, ফ্যাট অ্যাসিড, এন্টি অক্সিডেন্ট রয়েছে যা মানব শরীরের ও স্বাস্থ্যের জন্য একটি প্রাকৃতিক উপাদান। প্রতিদিন নিয়মিত কালোজিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা আমাদের শরীরে জন্য অনেক কার্যকর।

কালোজিরা কি

কালোজিরা হলো এক ধরনের ছোট কালো বীজ। যার বৈজ্ঞানিক নাম Nigella sativa।এটি বর্ষীয়ান গাছের ফল থেকে সংগ্রহ করা হয় এবং প্রাচীনকাল থেকে বিভিন্ন সংস্কৃতিক ঔষধি ও মসলা হিসেবে ব্যবহৃত হচ্ছে। কালোজিরা দেখতে ছোট গোলাকৃতির, কালো রংয়ের ও সামান্য নরম বীজ। যার স্বাদ একটু তিতা ও মসলা জাতীয়। কালো জিরাই বিশেষ গুণাবলী যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, এন্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়া ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বৈশিষ্ট্যের জন্য এটি বিশ্বজুড়ে জনপ্রিয়  হয়েছে।

আরো পড়ুনঃ নিম পাতা খাওয়ার নিয়ম ও উপকারিতা এবং অপকারিতা

ইসলামিক সাহিত্যে কালোজিরার বিশেষ গুরুত্ব রয়েছে। নবী মোহাম্মদ (সাঃ) কালোজিরাকে প্রতিটি রোগের জন্য ঔষধি হিসেবে উল্লেখ্য করেছে। কালোজিরা সাধারণত রান্নায় মসলা হিসাবে অথবা সরাসরি চিবিয়ে খাওয়া হয় এবং কালোজিরার তেল বিভিন্ন স্বাস্থ্য সমস্যা জন্য ব্যবহৃত হয়।

সকালে খালি পেটে কালোজিরা খেলে কি হয়

সকালে খালি পেটে কালোজিরা চিবিয়ে খেলে শরীর ও স্বাস্থ্যের যে উপকার গুলো হয় তা অত্যন্ত জরুরী। সকালে খালি পেটে কালোজিরা চিবিয়ে খেলে আমাদের শরীরের যে উপকারগুলো আসবে তা নিচে আলোচনা করা হলো। সকালে খালি পেটে কালোজিরা খেলে কি হয় চলুন তা জেনে নিন।

  • হজমের সাহায্য করে
  • পেটের সমস্যা সমাধান করে
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
  • মানসিক চাপ কমায়
  • শ্বাসকষ্ট কমায়
  • ত্বকের প্রদাহ কমায়
  • ওজন কমাতে সাহায্য করে কালোজিরা চিবিয়ে খেলে।

মধু ও কালোজিরা একসাথে খেলে কি হয়

মধু ও কালোজিরা এ দুটোই হচ্ছে প্রাকৃতিক উপাদান। যা আল্লাহর প্রদত্ত সৃষ্টি। এই দুটি উপাদানে বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে প্রাকৃতিক। তবে আপনি যদি মধু ও কাল যেটা একসাথে খেয়ে থাকেন তাহলে আপনার শরীরে ও স্বাস্থ্যের জন্য অনেক উপকার। যা আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মধু ও কালোজিরা একসাথে খেলে শরীরের যে উপকার গুলো হবে যেমন শ্বাসকষ্ট ও পফ দূর করে, সার্ভিস শক্তি এবং কালোজিরার তেতো ভাব দূর করে।

কালোজিরা খাওয়ার অপকারিতা

অতিরক্ত কোন কিছু ভালো না। তেমনি অতিরিক্ত কালোজিরা খাওয়াও ভালো না যা শরীরের অনেক সময় ক্ষতির কারণ হতে পারে। অতিরিক্ত কালোজিরা খেলে আপনার শরীরের বিভিন্ন রোগের সমস্যা দেখা দিতে পারে। চলুন তাহলে অতিরক্ত কালোজিরা খেলে আমাদের শরীরের স্বাস্থ্যের কি কি ক্ষতি হতে পারে তা জেনে নিন।

  • অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা হতে পারে।
  • শিশুদের ক্ষেত্রে পরিমাণ অল্প রাখতে হবে।
  • যাদের বিশেষ স্নায়ুরোগ আছে বা তার জন্য ওষুধ চলছে তাহলে অবশ্যই তাকে ডাক্তারের পরামর্শ নিয়ে কালোজিরা খেতে হবে।
  • গর্ভবতী মহিলারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না।
  • ডায়াবেটিস ওষুধ খেলে শর্করা অতিরিক্ত কমে যেতে পারে তাই পর্যবেক্ষণ জরুরি।
  • কিছু মানুষের ত্বকে এলার্জি হতে পারে তাই তারা সাবধানে কালোজিরা ব্যবহার করবেন বা খাবেন।
  • যাদের আলসার আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না কালোজিরা।

FAQ: কালোজিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা সম্পর্কে প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ কালোজিরা কাঁচা খেলে কি হয়?

উত্তরঃ কাঁচা কালোজিরা খেলে শরীরের বাতের ব্যথায় আরাম হয়।

প্রশ্নঃ কাঁচা রসুন ও কালোজিরা খেলে কি হয়?

উত্তরঃ কাঁচা রসুন ও কালোজিরা খেলে শরীরের যে উপকারিতা হয় তা হল কোলেস্টরল, হজম শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্য এবং যৌন স্বাস্থ্য ভালো রাখে।

প্রশ্নঃ ব্ল্যাক সিড অয়েল কি?

উত্তরঃ ব্ল্যাক সিড অয়েল যা কালোজিরা তেল নামে পরিচিতি কালোজিরার বীজ থেকে তৈরি একটি তেল।

শেষ কথা কালোজিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা-কালোজিরা খাওয়ার নিয়ম হাদিস

কালোজিরা খেলে আমাদের শরীর ও স্বাস্থ্য যে প্রাকৃতিক উপাদান পেয়ে শরীরের যে উপকার গুলো হয় তা আমরা বিস্তারিত জানলাম। কালোজিরা চিবিয়ে খাওয়ার একটি সহজ, এবং কার্য করার প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে ত্বক, চুল হৃদ যন্ত্র, মানসিক স্বাস্থ্যের জন্য উপকার। তবে মনে রাখতে হবে এটি কোন ম্যাজিক নয় বরণ একটি সহায়ক উপাদান যা সুস্থ জীবন যাপনের সঙ্গে মিলিয়ে ব্যবহার করলে সর্বোচ্চ উপকার পাওয়া যায়।

কালোজিরা একটি প্রাকৃতিক, সুলভ এবং কার্যকর ভেষজ সঠিক নিয়মে ব্যবহার করলে শরীরের নানা রোগ থেকে মুক্তি দেয় এবং শরীর সুস্থ ও বলবান রাখে। তবে যে কোন ভেষজ বা ওষুধের মত এর নির্দিষ্ট মাত্রা ও সতর্কতা বজায় রাখা উচিত। হাদিসে আলোকে কালোজিরা গুরুত্ব অনেক বেশি তাই আমাদের উচিত নিয়মিত ও সচেতন ভাবে কালোজিরা ব্যবহারের নিশ্চিত করা।

কালোজিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা এবং কালোজিরা খাওয়ার নিয়ম হাদিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি উপরে। আশা করে কালোজিরা খেয়ে আপনার শরীর ও স্বাস্থ্যের উপকারে আসবে এবং বিভিন্ন সমস্যার সমাধান হবে। এই আর্টিকেলটা পড়ে আপনার উপকার হবে। এবং বিস্তারিত জানা থাকলে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ।


   

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url