চেহেরা বা ত্বক উজ্জল করার জন্য থানকুনি পাতার ১৫টি উপায়
চেহেরা বা ত্বক উজ্জল করার জন্য বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট বাজার থেকে কিনে নিয়ে আসি। ত্বককে সুন্দর ও মসৃণ করতে। আমরা কমবেশি সকলেই ত্বকের যত্নের জন্য বিভিন্ন প্রোডাক্ট এর পাশাপাশি, প্রাকৃতিক উপাদান বা ভেষজ উপাদানের মাধ্যমে ত্বকের যত্ন নিয়ে থাকি।
বিভিন্ন ভেষজ উপাদান রয়েছে তার মধ্যে আমরা আজকে একটি ভেষজ উপাদানের সম্পর্কে জানবো। ভেষজ উপাদান টির নাম হচ্ছে থানকুনি পাতা। থানকুনি পাতা রোগ নিরাময় ওষুধি গাছ ও রূপচর্চার সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়। ত্বকের যত্নে বা চেহারা উজ্জ্বল করার জন্য নিচে থানকুনি পাতার১৫টি উপায় সম্পর্কে আলোচনা করা হলো।
পেজ সূচিপত্রঃ চেহারা বা ত্বক উজ্জল করার জন্য থানকুনি পাতার ১৫টি উপায়
- চেহেরা বা ত্বক উজ্জল করার জন্য থানকুনি পাতার কার্যকারিতা
- থানকুনি পাতা ফেসপ্যাক
- থানকুনি পাতা রসের মিশ্রণ
- থানকুনি পাতা ও মধুর মিশ্রণ
- থানকুনি পাতা ও মুলতান মাটির মিশ্রণ
- থানকুনি পাতা ও অ্যালোভেরা জেল
- থানকুনি পাতা ও গ্রিন টি প্যাক তৈরি
- থানকুনি পাতা ও চালের গুড়ার স্ক্রাব
- থানকুনিপাতা ও টক দই এর মিশ্রণ
- থানকুনি পাতা ও বেসনের প্যাক
- থানকুনি পাতা ও হলুদের প্যাক
- থানকুনি পাতা ও গোলাপজল মিশ্রণ
- থানকুনি পাতা ও নারকেল তেল মিশ্রণ
- থানকুনি পাতা ও ভিটামিন ই ক্যাপসুল
- থানকুনি পাতা ও বরফের কুচি মিশ্রণ
- থানকুনি পাতার চা
- উপসংহারঃ চেহেরা বা ত্বক উজ্জল করার জন্য ধানকুনি পাতা
চেহেরা বা ত্বক উজ্জল করার জন্য থানকুনি পাতার কার্যকারিতা
চেহেরা বা ত্বক উজ্জল এর বৃদ্ধি করার জন্য থানকুনি পাতার অনেক কার্যকারিতা রয়েছে। ইংরেজিতে বলা হয় (সেন্ট্রেলা এশিয়াটিক) এবং বাংলাতে বলা হয় থানকুনি পাতা। রোগ নিরাময়ের জন্য থানকুনি পাতা ওষুধি গুন সম্পন্ন হিসেবে ব্যবহার করা হয়। তেমনি রূপচর্চা জন্য থানকুনি পাতা ব্যবহার করা হয়
আমাদের মধ্যে অনেকের অল্প বয়সে চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। চেহারায় এক
ধরনের বয়স্ক ভাব চলে আসে, চেহেরা বা ত্বকের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট
হয়ে যায়। ত্বক বুড়িয়ে যায়। সূর্য রশির কারণে তোকে সৌন্দর্য নষ্ট হয়ে যায়।
এসব থেকে সমাধানের উপায় থানকুনি পাতার নির্যাস যাতে অ্যান্টি অক্সিডেন্ট
অ্যামাইনো এসিড রয়েছে যা ত্বকের জন্য অনেক উপকারী।
থানকুনি পাতার প্রচুর পরিমানে অ্যান্টি- অক্সিডেন্ট আর উচ্চমানের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। থানকুনি পাতার নির্যাস দিয়ে চেহেরার ক্লান্তি ভাব দূর এবং ত্বককে সতেজ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে। ব্যাকটেরিয়া আক্রমণের কারণে চেহারায় ব্রণ হয়। থানথুনের পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিইনফ্লামেটির উপাদান।
থানকুনি পাতা নির্যাস ব্রণের দাগ দূর করতে অনেকটা কার্যকরী । ত্বকের শুষ্কতা, রোদে পোড়া দাগ, জ্বালাপোড়া দাগ, ব্রনের দাগ, বিভিন্ন ক্ষতস্থানের দাগ এসব দূর করতে ধানকুনি পাতার নির্যাস অপরিহার্য।
থানকুনি পাতার ফেসপ্যাক
প্রথমে ধানকুনি পাতাগুলোকে পরিষ্কার করুন এবং পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। ব্লেন্ডারে ব্লেন্ড করুন বা সিল পাঠাতে বেটে নিন। ত্বককে ভালোভাবে ফেসওয়াশ করুন বা পরিষ্কার পানিতে ধুয়ে নিন। থানকুনি পাতা বাটার সাথে গোলাপজল বা মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং প্রতিদিন ত্বকে ব্যবহার করুন। ১৫ - ২০ মিনিট রাখুন তারপর পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। এটি ত্বকের সৌন্দর্য ও উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে ময়েশ্চারাইজ করে। এই থানকুনি পাতার বাটা টা চেহারা বা ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান করে থাকে।
থানকুনি পাতার রসের মিশ্রণ
থানকুনি পাতার রস খেলে শুধু পেটের সমস্যা নয়, আনসার এজমা হাঁপানি এবং নানা চর্মরোগ সেরে যায় থানকুনি পাতার মাধ্যমে। থানকুনি পাতার রসের সাহায্যে চেহারা বা ত্বকের সতেজতা বৃদ্ধি পায়। প্রথমে থানকুনি গাছ থেকে পাতা নিয়ে এসে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। তারপরে সিল পাঠাতে ভালোভাবে পিসে নিন। পরিষ্কার একটি কাপড়ের মাধ্যমে ছেকে নিন। চেহারা বা ত্বকে থানকুনি পাতার রসটা লাগিয়ে নিন সরাসরি। কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন। এতে করে আপনার ত্বকটি সতেজ ও নরম হবে এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করব।
থানকুনি পাতা ও মধুর মিশ্রণ
প্রথমে থানকুনি পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপরে পিসে নিন। থানকুনিপাতা বাটা ও মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। তারপরে চেহেরা বা ত্বকে ব্যবহার করুন মিশ্রণটি। ২০ থেকে ২৫ মিনিট রাখুন তারপর ধুয়ে ফেলুন। প্রতিদিন থানকুনি পাতা বা মধু প্যাকটি চেহেরা বা ত্বকে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং বিভিন্ন ব্রণ জনিত সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। চেহেরা বা ত্বক উজ্জল এর বৃদ্ধি বা ব্রণের দাগ,ব্রণের ক্ষত সমস্যা সমাধানের থানকুনি পাতার বেশ সুনাম রয়েছে।
থানকুনি পাতা ও মুলতান মাটির মিশ্রণ
রূপচর্চায় মুলতান মাটির ব্যবহার সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি। স্কিনের
ডেডসেলস দূর, ত্বকের মৃত কোষ, ত্বকে রক্ত প্রভাব, তৈলাক্ত ভাব দূর করে মুলতান
মাটি । এন্টিসেপটিক হিসাবে কাজ করে মুলতান মাটি। চেহেরা বা ত্বক উজ্জ্বল করার
জন্য থানকুনি পাতা ও মুল্তান মাটি মিশিয়ে একটি প্যাক তৈরি করুন।২৫-৩০ রেখে
তারপর পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। প্রতিদিন চেহারা বা ত্বকে মিশ্রণটি ব্যবহার
করুন। এতে চেহারা বা ত্বকের যে অতিরিক্ত তৈলাক্তর সমস্যা আছে তা সমাধান বা দূর
হয়ে যাবে।
থানকুনি পাতা ও অ্যালোভেরা জেল
থানকুনি পাতা ও অ্যালোভেরা জেল দিয়ে চেহারা বা ত্বকের সমস্যার সমাধান করা যায়। অ্যালোভেরা একটি ভেষজ উদ্ভিদ যা ত্বকের যত্নে ব্যবহার করা হয় এবং বিভিন্ন রোগের সমস্যার সমাধানও হয়। প্রথমে থানকুনি পাতার রস করুন। এক টুকরো এলোভেরা নিন এবং পাসের কাঁটা গুলো ছেঁটে ফেলন। তারপরে পাতা থেকে খানিকটা টাটকা থকথকে রস ছুরি দিয়ে ছেচে বের করে নিন এবং থানকুনি পাতার রস দিয়ে একটি জেল তৈরি করুন।
থানকুনি পাতার রস ও এলোভেরা জেল ভালোভাবে মিশিয়ে মুখে লাগিয়ে নিন।১৫-২০ মিনিটের মতন রাখুন তারপর পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। থানকুনি পাতার রস ও অ্যালোভেরা জেল ত্বকের রোদে পোড়া দাগ কমায়, নরম ও মসৃণ করে, ছোটখাটো কাটার ছেঁড়া বা পোড়া স্থানে আরাম দেয় এবং ত্বকের ময়েশ্চারাইজ করে। চেহেরা বা ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান হয়।
থানকুনি পাতা ও গ্রিন টির প্যাক তৈরি
এন্টি অক্সিডেন্ট ভরপুর গ্রীন টি ত্বকের পক্ষে অনেক উপকারী। গ্রিন টি ও
থানকুনি পাতার নির্যাস ত্বকের আদ্রতা পৌঁছাতে পারে। সূর্যের রশির কারণে আমাদের
ত্বকে অনেক পুড়ে যায়। প্রথমে থানকুনি পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে বেটে
নিন এবং গ্রিন টি ফুটিয়ে ঠান্ডা করে নিন। থানকুনি পাতা বাটা এবং গ্রিন টি দিয়ে
একটি প্যাক তৈরি করুন এবং মুখে লাগিয়ে নিন। ১৫-২০ এই প্যাকটি চেহারা বা ত্বকের
ভিতর পৌঁছায়ে ত্বকের আদ্রতা বজায় রাখে এবং ত্বক ভালো রাখে।
থানকুনি পাতা ও চালের গুড়ার স্ক্রাব
ত্বকের আদ্রতা ও কোমলতা ধরে রাখতে ব্যবহার করুন থানকুনি পাতা। ত্বকের জন্য
চালের গুড়া অনেক উপকারী। চালের গুঁড়ো প্রতিদিন ত্বকে ব্যবহার করলে ত্বকের
বলিরেখা, ফাইন লাইনেস, ডার্ক সার্কল, টানটান ভাব দূর করে। চালের গুঁড়ো ও
থানকুনি পাতার বাটা এবং মধু একসাথে মিশে একটি প্যাক তৈরি করুন। চেহেরা বা ত্বকে
এই মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে নিন এবং ১৫- ২০ মিনিট পর পরিষ্কার পানিতে ধুয়ে
ফেলুন। এটি ত্বককে এক্সফোলিয়েট করে এবং এখন চেহারা বা ত্বকের উজ্জ্বলতা
বৃদ্ধি করে।
থানকুনি পাতা ও টক দই এর প্যাক
টক দই এর রূপচর্চায় একটি দারুন উপাদান। চেহারা বা ত্বকের সান ট্যান দূর,আদ্রর্তা,ব্রণ কমাতে,তৈলাক্ত দূর টক দই এর মাধ্যমে। থানকুনি পাতার রস ও টক দই এবং মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।চেহেরা বা ত্বকে ভালোভাবে লাগিয়ে নিন।২০- ২৫ মিনিট রাখুন তারপর পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। এতে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে। টক দই সরাসরি মুখে লাগিও ব্যবহার করা যাই
থানকুনি পাতা ও বেসনের প্যাক
বেসন একটি প্রাকৃতিক উপাদান। বেসন ব্যবহারের মাধ্যমে ত্বকের মৃত কোষ, নরম ও মৃসন
করে। বেসন বিভিন্ন উপায় ব্যবহার করা যায় যেমন ফেসপ্যাক, স্ক্রাব বা ক্লিনজার
হিসাবে। থানকুনি পাতা বাটা বেসন ও সামান্য জল মিশিয়ে একটি প্যাক তৈরি করুন।
চেহেরা বা ত্বকে ভালো মতন লাগিয়ে নিন।১৫-২০ মিনিট রেখে যখন শুখিয়ে আসবে তখন
পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
থানকুনি পাতা ও হলুদের প্যাক
কাঁচা হলুদ ত্বকের জন্য অনেক উপকারী। কাঁচা হলুদ ব্যবহার করলে মুখের যে কালো কালো
দাগগুলো থাকে তা সহজে দূর হয়ে যায়। চেহেরা বা ত্বকের দাগ মুক্ত
করতে, থানকুনি পাতার বাটা ও কাঁচা হলুদ বাটা মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এবং
ভালোভাবে মুখে লাগিয়ে নিন।২০-২৫রাখার পরে মুখ শুকিয়ে গেলে পরিষ্কার পানিতে
ধুয়ে ফেলুন। থানকুনি পাতা ও হলুদের প্যাকের মিশ্রণটি ত্বকে উজ্জ্বল করতে সাহায্য
করে এবং ত্বকে দাগ কমায়।
থানকুনি পাতা ও গোলাপজল মিশ্রণ
গোলাপজল রূপচর্চা একটি জনপ্রিয় উপাদান।গোলাপ জলে অ্যান্টিসেপটিক
এবংঅ্যান্টিইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। গোলাপজল একটি প্রাকৃতিক টোনার হিসেবে
কাজ করে। থানকুনি পাতা রস ও গোলাপজল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এক
টুকরো তুলার সাহায্যে থানকুনি পাতা রস ও গোলাপজল মিশ্রণে জেলটি ভালোভাবে
মুখে লাগিয়ে নিন, ১৫ থেকে ২০ মিনিট পর পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। এতে চেহারা
বা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, মসৃণ কর, ব্রণের চিকিৎসা সমস্যা সমাধান হয় ও ত্বকে
ময়েশ্চারাইজার করে। মেকআপ দীর্ঘস্থায়ী ও ময়েশ্চারাইজার করার জন্য
গোলাপজল মেকআপ সেটিং স্প্রে হিসেবে ব্যবহার করা হয়।
থানকুনি পাতা ও নারিকেল তেলর মিশ্রণ
নারিকেল তেল রূপচর্চার একটি গুরুত্বপূর্ণ উপাদান। নারিকেল তেল একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার,শুষ্ক ত্বক,বলিরেখা কমানো এবং মেকআপ রিমুভার হিসাবে ব্যবহার করা হয়। থানকুনি
পাতা বাটা ও নারকেল তেলের মিশ্রণে মাধ্যমে একটি প্যাক তৈরি করুন। চেহেরা বা ত্বকে ভালোভাবে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট পর পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। এতে চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং বিভিন্ন সমস্যার সমাধান হবে।
থানকুনি পাতা ও ভিটামিন ই ক্যাপসুল
চেহারা বা ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল অনেক কার্যকারিতা। থানকুনি পাতা বাটা
ও ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। প্যাকটি
ভালোভাবে চেহেরা বা ত্বকে লাগান। ১৫ - ২০ মিনিট রাখুন তারপর পরিষ্কার পানি
দিয়ে ধুয়ে ফেলুন। এই ব্যাগটি টপকে সূর্যের ক্ষতিকর রশি থেকে রক্ষা করে। ভিটামিন
এ ক্যাপসুল সরাসরি ব্যবহার না করে, ফেস মাস্ক বা তেলের সাথে মিশিয়ে ব্যবহার করা
ভালো।
থানকুনি পাতা ও বরফের কুচি মিশ্রণ
থানকুনি পাতায় কোলাজেন উপাদান বেশি আছে। রূপচর্চা করা একটি জনপ্রিয়
পদ্ধতি হচ্ছে বরফ। থানকুনি পাতার রস ও বরফ কুচি দিয়ে একটি মিশ্রণ তৈরি
করুন। এবং এই মিশ্রণটি মুখ মন্ডলে তুলোর সাহায্যে ভালোভাবে
লাগান।১৫-২৫ মিনিটের পরে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহার
করুন। এতে চেহারা বা ত্বকের রক্তনালী গুলোকে সংকুচিত করে, চোখে চারপাশে
কালচে ভাব কমায়, রক্ত সঞ্চালনে বৃদ্ধি পায় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। চেহেরা বা ত্বক উজ্জল করার জন্য বরফ সরাসরি না ঘুসা ভালো।
থানকুনি পাতার চা
থানকুনি পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে উজ্জ্বল করতে ব্রণ সমস্যা
সমাধান করে থাকে। থানকুনি পাতার চা খেলে বদহজম ক্ষমতাকে শক্তিশালী করে
বদহজম,গ্যাস, এসিডিটি ইত্যাদি রোগের সমস্যা সমাধান হয়। থানকুনি পাতার চা একটি
পরিচিত ভেষজ পানীয়। এটি থানকুনি পাতা থেকে তৈরি করা হয় এবং স্বাস্থ্য উপকারিতা
জন্য অনেক পরিচিত লাভ করেছে। সকালে খালি পেটে থানকুনি পাতা চা খেলে চেহারা বা ত্বক উজ্জল এই বৃদ্ধি পাবে।
উপসংহারঃ চেহেরা বা ত্বক উজ্জল করার জন্য থানকুনি পাতা
পাঠক বৃন্দ এই পোস্টটিতে থানকুনি পাতা মাধ্যমে চেহেরা বা ত্বক উজ্জল করার জন্য
থানকুনি পাতার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। থানকুনি পাতা কিভাবে
ব্যবহার করলে,এবং ত্বকের যত্ন নেয়ার যায় এমন ১৫টি উপায় সম্পর্ক জানানো হয়েছে।
থানকুনি পাতা রূপচর্চার ও রোগ নিরাময় এর জন্য একটি প্রাকৃতিক ভেষজ উপাদান।
অঞ্চল ভেদে এর বিভিন্ন নাম রয়েছে।যেমন-থানকুনি, টেয়া, মানামানি, আদামনি,
থুলকুড়ি,দোলামুনি। গ্রাম- অঞ্চলের বা শহরের মানুষ বিভিন্ন নামে এই ভেষজ উদ্ভিদ
টির সম্পর্কে জানে।
আশা করি পোস্টটি পড়ে আপনার উপকার হয়েছে। এরকম আরো তথ্য পেতে হলে আমাদের সাইটে
নিয়মিত ভিজিট করুন। আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধু-বান্ধব
দের কাছে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামতে জানান।
সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url