৩০ হাজার টাকার মধ্যে সেরা ল্যাপটপ ৭টি সম্পর্কে জানুন
৩০ হাজার টাকার মধ্যে সেরা ল্যাপটপ সম্পর্কে আজকে আমরা জানব। বর্তমান যুগের ল্যাপটপ শুধু বিলাসিতা নয়। বর্তমানের ল্যাপটপ এখন পড়াশোনা, ফ্রিল্যান্সিং, অফিসের কাজ এবং প্রতিনিয়ত ব্যবহার একটি অপরিহার্য ডিভাইস। তবে বাংলাদেশের ল্যাপটপ এর দাম ক্রমেই বাড়ছে।
হলে মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জন্য একটি ভালো ল্যাপটপ কিনা এখন অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেকে ৩০ হাজার টাকার মধ্যে ভাল ল্যাপটপ খুঁজছেন। আর্টিকেলে আমরা তুলে ধরব বর্তমান বাজারে ৩০ হাজার টাকার মধ্যে সেরা ৭টি ল্যাপটপ যেগুলো আপনি নিশ্চিন্তে কেনার জন্য বিবেচনা করতে পারেন।
পেজ সূচিপত্রঃ ৩০ হাজার টাকার মধ্যে সেরা ল্যাপটপ ৭ টি সম্পর্কে জানুন
- ৩০ হাজার টাকার মধ্যে সেরা ল্যাপটপ ৭টি
- কেন ৩০ হাজার টাকায় ল্যাপটপ কেনা কঠিন?
- ল্যাপটপ কেনার আগে যা যাচাই করবেন
- কোথায় থেকে ল্যাপটপ কিনবেন
- নতুন বনাম ব্যবহৃত ল্যাপটপ কোনটি বেছে নিবেন
- বাজেটের মধ্যে ল্যাপটপের জন্য প্রয়োজনীয় ফিচার
- কেনার পর সঠিক ব্যবহার ও যত্ন
- ল্যাপটপ ব্যবহারের সঠিক নিয়ম
- FAQ: প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- উপসংহার ৩০ হাজার টাকার মধ্যে সেরা ল্যাপটপ ৭ টি সম্পর্কে জানুন
৩০ হাজার টাকার মধ্যে সেরা ল্যাপটপ ৭ টি
ল্যাপটপ এখন আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ। আগে মানুষ ল্যাপটপ সম্পর্কে সেরকম
ধারণা ছিল না। আগের দিনের মানুষ ল্যাপটপ বা প্রযুক্তিগত ডিভাইস গুলোকে বিলাসিতা
মনে করত। কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির ডিভাইস গুলোর সাথে মানুষের জীবন
জড়িয়ে গেছে। প্রত্যেকটা ক্ষেত্রে এখন আমাদের প্রয়োজন পড়ছে। যেমন পড়াশোনা,
ফ্রিল্যান্সিং, অফিসের কাজ ইত্যাদি কাজে এখন ল্যাপটপের প্রয়োজন।
আরো পড়ুনঃ বাংলাদেশের সবচেয়ে দামি মোবাইল ফোন
কিন্তু বর্তমানে ইলেকট্রিক পণ্যগুলোর দাম আকাশ ছোঁয়া। যা মধ্যবিত্ত
ফ্যামিলিদের জন্য ক্রয় করা অসম্ভব। তাই আজকে আর্টিকেলের মাধ্যমে আমি
আপনাদের ৩০ হাজার টাকার মধ্যে সেরা ল্যাপটপ ৭টি ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত
আলোচনা করব। চলুন তাহলে ল্যাপটপগুলো সম্পর্কে জেনে নিন।
Asus BR1100CKA-GJ0746W: এই ল্যাপটপটি মূলত শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে। লাইক ওয়েট ও পোর্টেবল হয় এটির সহজে বহনযোগ্য। এর ব্যাটারি ব্যাকআপ দীর্ঘস্থায়ী এবং উইন্ডোজ ১১।
- পরিসরঃIntel Celeron N4500
- র্যামঃ ৮ GB
- স্টোরিজঃ ১২৮ GB SSD
- স্কিনঃ ১১.৬ ইঞ্চি HD
- দামঃ প্রায় ২৯,৫০০ টাকা
HP 15s (Ryzen 3 3250u): HP ব্যান্ড মানে নির্ভরযোগ্যতা। এ মডেলটি দিয়ে মাইক্রোসফট অফিস ইন্টারনেট ব্রাউজিং এবং হালকা গ্রাফিক্স কাজ করা যাবে। ফ্রিল্যান্সার স্টুডেন্ট অফিস ইউজার ব্যবহার করতে পারবে খুব সহজে।
- র্যামঃ ৮ GB
- স্টোরিজঃ ২৫৬ GB SSD
- ডিসপ্লেঃ ১৫.৬ ইঞ্চি
- দামঃ প্রি-অউনড ৩০ হাজার টাকার আছে আশেপাশে।
Lenovo IdeaPad S145: Lenovo এর এ মডেলটি শক্তিশালী ব্যাটারি বড় স্কিন এবং আরামদায়ক কিবোর্ড দিয়ে পরিচিতি। যারা দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা বা অফিসের কাজ করেন তাদের জন্য আদর্শ ল্যাপটপ।
- প্রসেসরঃ AMD A6 / Ryzen 3
- র্যামঃ 8 GB
- স্টোরিজঃ ১ TB HDD বা ২৫৬ GB SSD
- দামঃ প্রায় ২৮,০০০-৩০,০০০ টাকা
Dell Latitude 7490 (Used): Dell এর Latitude সিরিজ মলিত কর্পোরেট ইউজার জন্য। তাই বিন্ড কোয়ালিটি অনেক ভালো। দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য টেক্সয় কি বোর্ড আর স্কিন অনেক ভালো। অফিস ও দীর্ঘমেয়াদি ফ্রিল্যান্সিং কাজের জন্য উপযুক্ত ল্যাপটপ।
- প্রসেসরঃ Intel Core i5 (8th Gen)
- র্যামঃ ৮ GB
- স্টোরিজঃ ২৫৬ GB SSD
- ডিসপ্লেঃ ১৪ ইঞ্চি Full HD
- দামঃ ২৮,০০০-৩০,০০০ টাকা( Used /Refurbished)
Asus Chromebook CX1500 : গুগল একোসিস্টেমে যারা কাজ করেন যেমন Gmail,Docs,Meet তাদের জন্য এই ল্যাপটপ টা পারফেক্ট। হালকা ও ফাস্ট বুট টাইম এর কারণে ইউজার এক্সপেরিয়েন্স ভালো।
- প্রসেসরঃ Intel Celeron
- র্যামঃ ৪ GB
- স্টোরেজঃ ৬৪ GB eMMC
- OS: Chrome OS
- দামঃ ২৬,০০০ টাকার মধ্যে
Acer Aspire3( Used /New): এন্ট্রি লেভেলের ইউজারদের জন্য উপযুক্ত। অফিস অ্যাপ, মুভি দেখা হালকা সফটওয়্যার চালানোর জন্য উপযোগী ল্যাপটপ।
- প্রসেসরঃ Intel Celeron /Core i3
- র্যামঃ ৪ GB বা ৮ GB
- স্টোরিজ ঃ২৫৬ GB SSD
- ডিসপ্লেঃ ১৪ ইঞ্চি
- দামঃ প্রি-অউনড হিসাবে ৩০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।
Dell Latitude 5410 (Used) : শক্তিশালী কনফিগারেশন এবং উন্নত ব্যাটারির ব্যাকআপ। যারা এক্স এনসিভ টাইপিং বা ভারি ডাটা প্রসেসিং করেন তাদের জন্য এক কথায় অসাধারণ। অফিস, এক্সেল বড়, রিপোর্ট বা ডকুমেন্টেশন কাজের জন্য এ ল্যাপটপটি ভালো
- প্রসেসরঃ Core i5 ( 10th Gen)
- র্যামঃ ৮ GB
- স্টোরিজঃ ২৫৬ GB SSD
- ডিসপ্লেঃ ১৪ ইঞ্চি
- দামঃ প্রি-অউনড হিসাবে ৩০ হাজার টাকার মধ্যে পাওয়া যায়
কেন ৩০ হাজার টাকায় ল্যাপটপ কেনা কঠিন?
বাংলাদেশের গত কয়েক বছরে ইলেকট্রিক পণ্যের দাম উল্লেখযোগ্য হাড়ে বেড়েই চলেছে।
এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বাজেট ক্যাটাগরি ল্যাপটপ গুলোর উপরে। 30 হাজার
টাকায় ল্যাপটপ খুঁজলে আপনাকে কিছু বিষয় বিবেচনা করতে হবে। যেমন
- নতুন ল্যাপটপ। না আগে ব্যবহার হয়েছে পুরনো ল্যাপটপ এ কথাটা আপনার মাথায় আনতে হবে। ল্যাপটপ কেনার সময়।
- প্রসেসর, র্যাম এবং স্টোরেজ কতটুকু দরকার সে বিষয়টা খেয়াল রাখতে হবে।
- ওয়ারেন্টি এবং বিক্রয়ের সেবা পাওয়া যাবে কিনা এটা আগে জানতে হবে।
- তবে চিন্তার কিছু নাই ওপরে এমন ৭টি ল্যাপটপের আলোচনা করেছি। আপনারা চাহিদা এবং টাকার বাজেট অনুযায়ী আপনি ল্যাপটপ নির্বাচন করতে পারবেন কেনার জন্য।
ল্যাপটপ কেনার আগে যা যাচাই করবেন
বর্তমান যুগে যেমন সবকিছু ভালো আছে তেমনই আর খারাপ দিকেও আছে। তাই ল্যাপটপ কেনার আগে আপনি সবকিছু ভালোভাবে বুঝে শুনে তারপরে কিনবেন। এজন্য ল্যাপটপ কেনার আগে যা যাচাই করে নিবেন তা নিচে দেওয়া হল।- প্রসেসর Intel Core i3 বা i5 অথবা AND Ryzen 3 হলে ভালো।
- র্যা্ম ৪ জিবি হল চেষ্টা করবেন ৮ জিবি নেওয়ার।
- স্টোরিজ SSD থাকলে বুট টাইম এবং কাজের গতি অনেক ভালো হবে।
- পুরনো ল্যাপটপ হলে ব্যাটারির ব্যাকআপ পরীক্ষা করুন।
- নতুন হলে স্টার্টিং ওয়ারেন্টি ব্যবহৃত হলে বিক্রেতার গ্যারান্টি।
- ল্যাপটপ কেনার সময় প্রশ্রয় আপনার যদি কোন পরিচিত বা বিশ্বস্ত যোগ্য দোকান থাকে তাহলে সেই দোকান থেকে ক্রয় করতে পারেন।
কোথায় থেকে ল্যাপটপ কিনবেন
৩০ হাজার টাকার মধ্যে ভাল ল্যাপটপ কিনতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো
বিশ্বাসযোগ্য জায়গা থেকে কেনা। বাংলাদেশের বাজারে দোকান অনলাইন সাইট আছে কিন্তু
সবগুলো নিরাপদ নয়। এজন্য কেনার আগে অবশ্যই যাচাই করে নিবেন।
অনলাইন শপিং সাইটঃ BDStall,Daraz, Pickaboo এর মতো বিশ্বস্ত সাইট থেকে কেনা
নিরাপদ। এখান থেকে আপনি নতুন ল্যাপটপের দাম ওয়ারেন্টি সব দেখতে দেখে সিদ্ধান্ত
নিতে পারবেন। অনলাইন রিভিউ দেখে বুঝে নিতে পারেন কোন মডেল ভালো। অবশ্যই এটা মনে
রাখবেন অর্ডার নেয়ার আগে সবকিছু ভালোভাবে পরীক্ষা করে অর্ডারের জন্য এপ্লাই
করবেন।
লোকাল মার্কেট বা দোকানঃ ঢাকায় Elephant Road,IDB ভবন চট্টগ্রাম
কম্পিউটার সিটি এর মত পরিচিত মার্কেট। এখানে গিয়ে ল্যাপটপ হাতে পরীক্ষা করতে
পারবেন। ব্যবহারকারী ভাবে ব্যাটারি স্কিন এবং কিবোর্ড যাচাই করা সহজ।
ব্যবহৃত ল্যাপটপঃ Bikroy এর Verified Seller বা অন্যান্য বিশ্বস্ত দোকান
থেকে কেনা নিরাপদ। ব্যবহৃত ল্যাপটপ কম দামে ভালো পারফরম্যান্স দিতে পারে। কিন্তু
কেনার আগে অবশ্যই স্পেসিফিকেশন, ব্যাটারি স্বাস্থ্য ও ওয়ারেন্টি পরীক্ষা
করা জরুরী।
টিপসঃ যে কোন ল্যাপটপ কেনার আগে দোকান বা সাইডে রিভিউ দেখুন। দাম খুব কম হলে
সতর্ক থাকুন, ফ্রড বা নকল পণ্য এড়িয়ে চলুন। ওয়ারেন্টি থাকলে পরে কোন সমস্যা
হলে সহজে সার্ভিস নিতে পারবেন।
নতুন বনাম ব্যবহৃত ল্যাপটপ কোনটি বেছে নিবেন
আমরাই অনেকে যখন কোন একটা পণ্য কিনতে যাই তখন ওটা ভাবি নতুন নিব না পুরাতন। সেম
একইভাবে ল্যাপটপ কেনার সময় এটা মাথায় প্রশ্ন আছে নতুন না পুরাতন ল্যাপটপ।
চলুন আপনার এই প্রশ্নের আজ সমাধান দি।
নতুন ল্যাপটপঃ নতুন জিনিস মানেই ভালো। তাহলে নতুনটাই ভালো। মনের মধ্যে একটা
আলাদা আনন্দ আসে। মনটা অনেক খুশি হয়ে যায়। তেমনি ল্যাপটপ নিতে গেলে নতুন
ল্যাপটপের সুবিধা হচ্ছে পুরো নতুন। তাজা ব্যাটারি সর্বশেষ প্রযুক্তি ওয়ারেন্টি
পাওয়া যায়। কোন সমস্যা হলে সরাসরি কোম্পানি বা স্টোর থেকে সার্ভিস পাওয়া যায়।
দাম তুলনামূলক বেশি কিন্তু দীর্ঘ মেয়াদী বিনিয়োগ হিসেবে ভালো।
ব্যবহৃত ল্যাপটপঃ নতুন ল্যাপটপের তুলনায় কম দামে ভালো কনফিগারেশন পাওয়া
যায়। প্রিমিয়াম ব্যান্ডের ল্যাপটপে বাজেটে পাওয়া সম্ভব। ব্যাটারি হার্ডওয়ার
সমস্যা বা পূর্বে ব্যবহার করে ক্ষতি থাকতে পারে।
টিপসঃ যদি আপনি দৈনন্দন পড়াশোনা বা হালকা কাজ করতে চান তাহলে ব্যবহৃত ল্যাপটপ
ভালো হতে পারে। যদি আপনি দীর্ঘমেয়াদি বিনিয়োগ চান অফিস বা ফ্রিল্যান্সিং এর
জন্য নতুন ল্যাপটপ বেছে নেয়া বুদ্ধিমানের কাজ। ব্যবহৃত ল্যাপটপ নিলে অবশ্যই
বিশ্বাসযোগ্য বিক্রেতা থেকে কিনবেন এবং স্পেসিফিকেশন ব্যাটারির অবস্থান
পরীক্ষা করে নিবেন।
বাজেটের মধ্যে ল্যাপটপের জন্য প্রয়োজনীয় ফিচার
৩০ হাজার টাকার মধ্যে সেরা ল্যাপটপ কিনতে গেলে কিছু গুরুত্বপূর্ণ ফিচার যা যা করা
খুবই প্রয়োজন এগুলো ছাড়া ল্যাপটপ ব্যবহারের সমস্যা হতে পারে। প্রসেসর যত ভালো
ল্যাপটপ তত দ্রুত কাজ করবে। কমপক্ষে ৪ জিপি র্যাম থাকার জরুরী কিন্তু ৮
জিবি থাকলে কাজের মধ্যে অনেক ভালো হয়। এস এস ডি ল্যাপটপ দ্রুত বুট হয় এবং
সফটওয়্যার দ্রুত চালায়।
আরো পড়ুনঃ
বাংলাদেশের রেলওয়ে অনলাইন টিকিট বুকিং টাইম
এইচডিডি থাকলে বেশি ডাটা সংরক্ষণ করা যায় কিন্তু গতি কম। স্কিনের আকার ১১-১৫
ইঞ্চি হলে পড়াশোনা ও অফিসের কাজে সহজ হয়। এইচ ডি বা ফুল এইচডি থাকলে চোখে চাপ
কম পড়ে। হালকা কাজের জন্য ৪-৬ ঘন্টা এবং দীর্ঘ কাজের জন্য ৬-৮ ঘন্টা ভালো
ব্যাটারির ব্যাকআপ।
কেনার পর সঠিক ব্যবহার ও যত্ন
ল্যাপটপ যত্ন সহকারে ব্যবহার করলে তা দীর্ঘদিন ভালো থাকে এবং সমস্যা কম হয়। বিশেষ করে বাজেটের ল্যাপটপ কিছু সাধারণ নিয়ম মানা জরুরি। চলুন তাহলে ল্যাপটপের ব্যবহার সঠিক ও যত্নগুলো জেনে নিন।
- নতুন ল্যাপটপ প্রথমে ২-৩ বার পুরো চার্জ দিয়ে ব্যবহার করা ভালো। চার্জিং একবার শেষ না হওয়া পর্যন্ত ব্যবহার করা বা চার্জে দীর্ঘ সময় রাখা ক্ষতি কারণ হতে পারে।
- দীর্ঘ সময় ব্যবহারের সময় ল্যাপটপের ভেন্টিলেশন বন্ধ করবেন না। গরম হলে ফ্যান বা কুলিং প্যাড ব্যবহার করা ভালো।
- অপারেটিং সিস্টেম এবং ড্রাইভার নিয়মিত আপডেটের আসুন ল্যাপটপ পারফরম্যান্সের ভালো থাকে।
- এন্টিভাইরাস ব্যবহার করলে ভাইরাস থেকে রক্ষা পাই।
- স্কিন কিবোর্ড ও বডি নিয়মিত মাইক্রো ফাইবার কাপড় পরিষ্কার করুন।
- খাবার বা পানির ল্যাপটপ এর কাছাকাছি রাখবেন না।
- বড় ফাইল ও বেকাপ নিয়মিত বাহ্যিক ড্রাইভে রাখুন। এসএসডি বা এইচ ডি ডি এর উপর অতিরিক্ত চাপ কম রাখুন।
- ল্যাপটপ ব্যবহার না করলে কেসে রেখে নিরাপদে স্থানে রাখুন।
- যাতায়াতের সময় রোধ পানি থেকে রক্ষা করুন।
- আপনি সঠিকভাবে ব্যবহার করলে বা যত্ন নিলে আপনার ল্যাপটপ ৩-৫ বছর ভালোভাবে ব্যবহার করা সম্ভব।
ল্যাপটপ ব্যবহারের সঠিক নিয়ম
ল্যাপটপ ব্যবহারের নিয়ম হল এটিকে সমতল স্থানে রেখে সঠিক ভঙ্গিতে ব্যবহার করা। নিয়মিত পরিষ্কার করা এবং অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করা। আমরা এখন কম বেশি অনেকে ল্যাপটপ ব্যবহার করি। কিন্তু ল্যাপটপের একটা সঠিক নিয়ম আছে যেটা আমরা সকলে পালন করি না বা জানিনা। চলুন তাহলে ল্যাপটপ ব্যাপারটা সঠিক নিয়মটা জেনে নিন।
- ল্যাপটপ একটি সমতল ও শক্তপৃষ্ঠ রেখে ব্যবহার করুন যা এর গুলোকে বায়ু চলাচল পথে খোলা রাখতে সাহায্য করে।
- একটি আরামদায়ক চেয়ারে বসুন এবং ল্যাপটপকে এমন উচ্চতায় রাখুন যাতে আপনার ঘাড় বাঁকাতে না হয় এবং কবজি স্বাভাবিক থাকে।
- দীর্ঘ সময় ধরে ল্যাপটপের কিবোর্ড ও টাচপ্যাড ব্যবহার না করে একটু অতিরিক্ত কিবোর্ড ও মাউস ব্যবহার করুন ।
- প্রয়োজনের একটি বাহ্যিক ডিসপ্লে ব্যবহার করুন যা ল্যাপটপে একটি ডেস্কটপ এর মত সেটআপ ব্যবহার করতে সাহায্য করে।
- ল্যাপটপ ব্যবহারের আগে হাত পরিষ্কার করুন এবং নিয়মিত ল্যাপটপের স্ক্রিন অবতরণ অংশ পরিষ্কার করুন।
- বালিশ বিছানা বা কাপড়ের উপর ল্যাপটপ রেখে কাজ করা থেকে বিরত রাখুন কারণ এতে ল্যাপটপ অতিরক্ত গরম হতে পারে।
- ল্যাপটপ বহন করার সময় একটি শক্ত কভার ব্যবহার করুন যাতে হাত থেকে পড়ে গেল ডিভাইস সুরক্ষা থাকে।
- ল্যাপটপের সফটওয়্যার গুলো নিয়মিত আপডেট করুন।
FAQ: প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ কম দামে ভালো ল্যাপটপ কোনটি?
উত্তরঃ Lenovo IdeaPad3 (নতুন) এবং Dell Latitude 5410 (পুরানো) যেগুলো
বাজেট ও পারফরম্যান্স ভারসাম্য দেয়।
প্রশ্নঃ বাংলাদেশের তৈরি ল্যাপটপের নাম কি?
উত্তরঃ বাংলাদেশের তৈরি ল্যাপটপের নাম হল দোয়েল।
প্রশ্নঃ আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তরঃ আধুনিক ল্যাপটপের জনক হিসেবে বালিত কে বিবেচনা করা হয়। যিনি ১৯৮১ সালের
প্রথম বাণিজ্যিক ল্যাপটপ অসবর্ন ১-এর নির্মাতা ছিলেন।
উপসংহার ৩০ হাজার টাকার মধ্যে সেরা ল্যাপটপ ৭ টি সম্পর্কে জানুন
৩০ হাজার টাকা একটি ভালো ল্যাপটপ খুঁজে পাওয়া যতটা কঠিন মনে হয় ততটা না। আপনি যদি সঠিকভাবে খোঁজ করেন এবং কি প্রয়োজন তা আগে থেকে নির্ধারণ করে নিন। আর্টিকেলে আমরা ৭টি ল্যাপটপের তালিকা দিয়েছি। যার মধ্যে রয়েছে নতুন ও পুরাতন দুটোই। প্রত্যেক মডেলের বিশেষ বৈশিষ্ট্য ও উপযোগিতা তুলে ধরা হয়েছে যেন আপনি নিজের প্রয়োজন অনুযায়ী সহজে সিদ্ধান্ত নিতে পারেন। আর ৩০ হাজার টাকার মধ্যে সেরা ল্যাপটপ আপনার জন্য বেছে নিতে পারবেন।
চেষ্টা করুন আপনার বাজেটের মধ্যে সর্বোচ্চ ভ্যালু পাওয়া এবং বিশ্বস্ত বিক্রেতা
থেকে কেনে তাহলে আপনার প্রযুক্তিগত জীবন হবে আরো সহজ ও সাবলীল। এই আর্টিকেলটা
পড়ে আপনার যদি উপকার হয় তাহলে কমেন্ট বক্সে জানান। এরকম নতুন নতুন তথ্য পেতে
আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন ধন্যবাদ।
সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url