বিনা ইনভেসমেন্ট ছাড়া টাকা ইনকামের ৮টি অ্যাপস
বিনা ইনভেসমেন্ট ছাড়া টাকা ইনকামের ব্যবস্থা করা বর্তমান যুগে এখন সম্ভব। আপনার কাছে টাকা নেই কিন্তু আয় করার কথা ভাবছেন, চিন্তা নেই বর্তমান যুগে আয় করার অনেক উপায় আছে বিনা ইনভেসমেন্ট ছাড়া।এখন ভাবছেন তাহলে কিভাবে করবেন, কি কাজ করবেন,কোথায় গেলে কাজ।
উৎসের ধরন কি। তাহলে আপনি এ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আপনি ঘরে বসে বিনা investment ছাড়া কিভাবে টাকা ইনকাম করবেন সে সম্পর্কে জানতে পারবেন।এই আর্টিকেলের মধ্যে ইনভেসমেন্ট ছাড়া আয়ের সেরা ৮ টি অ্যাপস সম্পর্কে নিচে আলোচনা করা হয়েছে।
পেজ সূচিপত্রঃ বিনা ইনভেসমেন্ট ছাড়া টাকা ইনকামের ৮টি অ্যাপস
- বিনা ইনভেসমেন্ট ছাড়া টাকা ইনকাম
- ইনভেসমেন্ট ছাড়া টাকা ইনকাম করার উপায়
- Task Mate by Google
- Meesho
- Seagbucks
- Roz Dhan
- Foap
- Streetbees
- ClipClaps
- CashKaro
- শেষ কথা বিনা ইনভেসমেন্ট ছাড়া টাকা ইনকামের ৮টি অ্যাপস
বিনা ইনভেসমেন্ট ছাড়া টাকা ইনকাম
সাধারণত অনলাইনে ডিপোজিট ছাড়া টাকা ইনকাম করার উপায় কে বিনা ইনভেসমেন্ট ছাড়া
টাকা ইনকাম বলা হয়ে থাকে। বিনা ইনভেসমেন্ট ছাড়া টাকা ইনকামের এখন বর্তমান যুগে
অনেক উপায় বা অ্যাপস রয়েছে। আপনি সেগুলো অ্যাপস এ কাজ করে টাকা ইনকাম করতে
পারবেন। শুধু আপনার হাতের মোবাইল ও ইন্টারনেটের সংযোগ থাকা লাগবে। তাহলে আপনি
বিনা ছাড়া টাকা আয় করতে পারবেন। তবে টাকা ইনকাম করা এত সহজ নয় তার
জন্য আপনাকে শ্রম ধৈর্য দিতে হবে সাথে কাজের দক্ষতা জ্ঞান স্কেল থাকা লাগবে।
ইনভেসমেন্ট ছাড়া টাকা ইনকাম করার উপায়
আপনি যদি বিনা ইনভারসমেন্ট ছাড়া টাকা ইনকাম করতে চান তাহলে বিভিন্ন অ্যাপস বা
উপায় আছে। আপনি যদি ইনভেসমেন্ট বা ডিপোজিট ছাড়া টাকা ইনকাম করতে চান তাহলে বলব
আপনি আর্টিকেলটি খুব মনোযোগ সহকারে পড়ুন। আর্টিকেলের মধ্যে কিভাবে বিনা
ইনভেসমেন্ট ছাড়া টাকা ইনকামের সাইটগুলোর কথা বলা হয়েছে।
বর্তমান যুগে অনেকগুলো ফ্রি সাইট আছে যেগুলোতে টাকা ছাড়াই আপনি আপনার হাতের মোবাইল ফোন এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে শুধু এটা করতে হবে অ্যাপস গুলো সম্পর্কে জানতে হবে।সে সাথে কাজের দক্ষতা বাড়াতে হবে, কাজ শিখতে হবে এবং তার সাথে সাথে আপনাকে ধৈর্য ,পরিশ্রম, শ্রম দিতে হবে। ধৈর্য পরিশ্রম ছাড়া কখনোই সফলতা আসে না তাই টাকা ইনকাম করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে।
Task Mate by Google
Task Mate হলGoogle এর একটি মোবাইল এপ্লিকেশন যার মাধ্যমে আপনি ছোট ছোট ট্রাকসম্পন্ন করে ইনকাম করতে পারেন। এটা মূলত গুগল এর ফিল্ড রিসার্চ বা ডেটা কালেকশনের একটা প্রজেক্ট। ব্যবহারকারীর এখানে নির্ধারিত কাজ করে গুগলকে তথ্য সংগ্রহের সাহায্য করে থাকে।
Task Mate গুগলের একটি অ্যাপ যেখানে আপনি ছোট ছোট কাজ সম্পূর্ণ পড়তে পারেন।যেমন প্রশ্নের উত্তর দেওয়া, দোকানে ছবি তুলে রাখা, সাইনবোর্ড পড়া,লোকাল ব্যবসা তথ্য যাচাই করা, রেস্টুরেন্ট বা দোকানের অবস্থান নিশ্চিত করা, রিভিউ লেখা, ভয়েস রেকর্ড বা শোনার মাধ্যমে নির্বাচন করা, অনুবাদ করা বাংলা ইংরেজি এসব কাজগুলো আপনি ডেটা কালেকশন করে গুগলকে দেয়া হচ্ছে আপনার কাজ। এই ছোট ছোট কাজগুলো করে আপনি বিনা ইনভেসমেন্ট ছাড়া টাকা ইনকামের ব্যবস্থা করতে পারবেন। এসব কাজ করতে আপনাকে কোন টাকা খরচ করা লাগবে না।
আপনার হাতের অ্যান্ডরোড ফোন থাকলে আপনি কাজগুলো করতে পারবেন। এ কাজগুলো করার জন্য
বেশি সময় লাগে না এক থেকে দুই মিনিট সময় লাগে। প্রতিটি কাজের জন্য আপনি৫ টাকা
থেকে ১০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। আপনার ইনকাম নির্ভর করে কাজের ধরন, কাজের
দক্ষতা, এলাকা ও কাজের জটিলতার উপরে।
Meesho
Meesho হল একটি ই-কমার্স রিসেলিং অ্যাপ যেখানে আপনি অন্যের কোম্পানির প্রোডাক্ট নিজের নামে বিক্রি করে কমিশন আয় করতে পারবেন। এটা মূলত ভারতের একটি অ্যাপ হল বাংলাদেশ থেকে vpn ও গ্লোবাল প্রেমেন্ট সিস্টেম ব্যবহার করে পরিচালনা করছেন অনেকে। এই অ্যাপস এর মাধ্যমে আপনি নিজের অনলাইন দোকান চালাতে পারেন এবং অন্যের প্রোডাক্ট নিজের নামে বিক্রি করে আয় করতে পারবেন।
Meesho তে ইনকামের পদ্ধতিটা খুব সহজ রিসেলিং মডেল মাধ্যমে। এই অ্যাপসে হাজার হাজার প্রোডাক্ট থাকে। যেমন জামা,কাপড়, জুতা, হোম ডেকর ,কিচেন আইটেম ইত্যাদি। আপনি এসব প্রোডাক্টগুলো facebook, whatsapp, instagram বা ইমেইলে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয়-স্বজন এর
কাছে বা কাস্টমার কাছে শেয়ার করতে পারবেন। আপনার শেয়ার করা বা লিংক অনুযায়ী কেউ যদি আপনার মাধ্যমে প্রোডাক্ট ক্রয় করে তাহলে আপনাকে ই-কমার্স কোম্পানিগুলো কিছু কমিশন দিয়ে থাকে।
কোন একজন ব্যক্তি আপনার লিঙ্ক অনুযায়ী বা আপনার শেয়ার করার মাধ্যমে অর্ডার করলে
আপনি এই অ্যাপস থেকে অর্ডার প্লাস করবেন সেখানে আপনার পছন্দমত একটি অ্যামাউন্ট
যোগ দিতে পারে।.Meesho নিজের প্রোডাক্ট প্যাকিং করে কাস্টমারের ঠিকানা ডেলিভারি
পাঠিয়ে দিবে। আপনার ঠিক করা মার্জিন বা কমিশন এই অ্যাপ কয়েকদিনের মধ্যেই আপনার
ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দিবে।প্রতিটা অর্ডারের আপনি ১৫% থেকে ৩০% পর্যন্ত
ইনকাম করতে পারবেন বিনা ইনভেসমেন্ট ছাড়া। প্রতিমাসে এই অ্যাপের মাধ্যমে অনেকে
৫০০০ থেকে ২০ হাজার পর্যন্ত টাকা ইনকাম করছে।
Swagbucks
Swagbucks হলো একটি জনপ্রিয় অনলাইন কি রিওয়ার্ড প্রোগ্রাম যার মাধ্যমে ছোট ছোট কাজ করে পয়েন্ট(SB Points) পেয়ে থাকে।পরে এ পয়েন্টগুলো রূপান্তরিত করা হয় ডলার গিফট কার্ড কিংবা PayPal ক্যাসে. এই অ্যাপসে কাজ করে অনেক ফ্রিল্যান্সার গৃহিণী ছাত্র-ছাত্রী এবং যারা মূল কাজের পাশাপাশি পার্ট টাইম ইনকাম খুঁজছেন তারা. এবং এই Swagbucks ব্যবহার করে আয় করছেন. ২০০৮ সালের প্রতিষ্ঠিত এ প্লাটফর্মটি Prodege,LLC দ্বারা পরিচালিত এবং এটি USA,UK,India সহ বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে.
এই অ্যাপস এর মাধ্যমে যে ট্যাক্সগুলো পূরণ করবেন তার মধ্যে বিভিন্ন ব্যান্ড বা
কোম্পানি গুলো আপনার মতামত চাইবে, বিভিন্ন মার্কেটপ্লেসে আপনার রেফারেন্স
অনুযায়ী কিছু বিক্রয় করতে পারলে সেখান থেকে আপনি১%- ১৫% পর্যন্ত ক্যাশ বা ফেরত
পাবেন। অনেক সময় সার্চ ইঞ্জিন ব্যবহার করল সেখান থেকে কিছু পয়েন্ট পাবেন। আপনার
রেফারেন্সে কেউ যদি সে কাজটা শুরু করে তাহলে আপনি সেখানে ১০% লাইফ টাইপ কমিশন
পাবেন। আর এভাবেই আপনি বিনা ইনভেসমেন্ট ছাড়া টাকা ইনকামের ব্যবস্থা করতে পারবেন। টাকা
ইনকাম নির্ভর করে আপনার ধৈর্য সময়ের উপরে। মাসে আপনি ১০-১৫ ডলার আয় করতে পারবেন
যদি আপনি প্রতিদিন কাজ করেন।
Roz Dhan
Roz Dhan(রোজ ধন) একটি ভারতীয় রিওয়ার্ড অ্যাপ যার মাধ্যমে মোবাইল ব্যবহার করে
আপনি খুব সহজে প্রতিদিন টাকা আয় করতে পারবেন বিনা ইনভেসমেন্ট ছাড়া। এটার কাজ
হচ্ছে মূলত নিউজ রিডিং, গেমিং ও রেফার ভিত্তিক ইনকাম প্লাটফর্ম।অ্যাপস টির নামের
অর্থ হল প্রতিদিনের টাকা। এই অ্যাপস এর কাজের ধরন হল আপনাকে নির্ধারিত যে কাজ
দেবে সে কাজটা আপনাকে সম্পূর্ণ করতে হবে। এ কাজের জন্য আপনাকে কোন টাকা খরচ করা
লাগবেনা আপনি বিনে ইনভেস্টমেন্ট ছাড়াও টাকা ইনকাম করতে পারবেন এই অ্যাপসের
মাধ্যমে।
Roz Dhan এ্যাপস এর আরো কাজ হল যেমন প্রতিদিন নিউজ পড়া, অ্যাপ লগইন করা, রেফারেল লিংক বা করা গেম শেয়ার করা, লুডু, ফ্লিপ কোড, কুইজ ,আর্টিকেল শেয়ার করার ,ভিডিও, লেখা, নতুন অ্যাপ ইন্সটল করা আপনি যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনি প্রতিদিন টাকা ইনকাম করতে পারবেন। প্রতিদিন কাজ করলে আপনি আনুমানিকপাবেন ১২- ৬০ টাকা। আপনার টাকা একাউন্টে পাঠিয়ে দিবে। টাকা উত্তোলনের সময় হচ্ছে ২৪- ৭২ ঘণ্টার।
Foap
Foap হল একটি অনলাইন মার্কেটপ্লেস যেখানে আপনার মোবাইলে তোলা ছবি বা ভিডিও বিক্রি করে ডলার ইনকাম করতে পারেন। ফটোগ্রাফ ও কনটেন্ট ক্রিয়েটদের জন্য তৈরি যারা মোবাইলে ছবি তুলতে পছন্দ করে এবং সেই ছবি বিভিন্ন কোম্পানি ব্র্যান্ড বা ব্যক্তির কাছে বিক্রি করতে চাই।
Foap অ্যাপটি iOS ও Android উভয় প্ল্যাটফর্মে পাওয়া যায় এবং এটি আন্তর্জাতিকভাবে ব্যবহার যোগ্য। আপনি যে কোন সুন্দর ক্রিয়েটিভ ইউনিট ছবি আপলোড করতে পারেন Foap মার্কেটপ্লেসে। আপনার ছবি আপলোড করার পরে কেউ যদি সেটা কিনে নেই আপনি পাবেন ৫ ডলার বা ৫০% কমিশন। সেই ছবি যদি বারবার বিক্রি হয় তো আপনি বারবার কমিশন পাবেন। এই অ্যাপসের মাধ্যমে আপনি কাজ করে বিনা ইনভেসমেন্ট ছাড়া টাকা ইনকামের ব্যবস্থা করতে পারবেন।
Foap এই অ্যাপসটি মাঝে মাঝে বড় বড় ব্র্যান্ডের জন্য মিশন বা কনটেস্ট চালাই। এর মিশন বা কনটেন্স বিষয়ে থিম ছবি আপলোড করতে হয়। আপলোড করার মাধ্যমে যারা বিজয় হয় তারা পায় ৫০ থেকে ৫০০ ডলার পর্যন্ত পুরস্কার।
Streetbees
Streetbees হল একটি রিচার্জ এবং জরিপ ভিত্তিক মোবাইল অ্যাপ যেখানে আপনি আপনার দৈনিন্দর জীবনের অভিজ্ঞতা বা মতামত শেয়ার করে বা প্রশ্নের উত্তর দিয়ে টাকা ইনকাম করতে পারেন বিনা ইনভেসমেন্ট ছাড়াই। এটি একটি কোম্পানি ব্র্যান্ড ও কোম্পানির জন্য মানুষের আচরণ পছন্দ অভ্যাস নিয়ে তথ্য সংগ্রহ করে থাকে।
অ্যাপটি সারা বিশ্বে ১৫০+ দেশের মানুষ ব্যবহার করছে এবং আপনি যদি মোবাইল ব্যবহার
করতে পারেন এবং আপনার ফোনে যদি ইন্টারনেট সংযোগ থাকে বা কিছু প্রশ্নের সঠিক উত্তর
দেওয়া আপনি আয় করতে পারবেন একদম বিনা ইনভেসমেন্ট ছাড়াই।
ClipClaps
ClipClaps হলো একটি বিনোদনমূলক রিওয়ার্ড অ্যাপ।যেখানে আপনি ভিডিও দেখে, গেম খেলে, রেফার করে এবং ছোট ছোট কাজ সম্পূর্ণ করে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন ।আপনি যত বেশি পয়েন্ট সংক্রমণ করবেন ততই আপনার ইনকাম বেশি হবে এজন্য আপনাকে কাজগুলো সম্পন্ন করতে হবে। পয়েন্টগুলো পড়ে ডলার হিসাবে পরিবর্তন করা যায়।
এটা মূলত একটি Video Entertainment Earning অ্যাপ। যেখানে ব্যবহারকারীরা নিয়মিত
কাজ করলে ইনকাম করতে পারবে বিনা ইনভেস্টমেন্ট ছাড়াই। এ কাজের জন্য আপনার ধৈর্য
পরিশ্রম সময় ইত্যাদি লাগবে। শুধু হাতে স্মার্টফোন থাকলেই হবে।
Cashkaro
Cashkaro হলো একটি ইন্ডিয়ান ক্যাশব্যাক ও কুপন সাইড এবং অ্যাপ ।যেখানে আপনি অনলাইন শপিং করে কমিশন ক্যাশব্যাক এবং রেফারেল ইনকাম করতে পারেন। এটি একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম যা ভারতের ১৫০০+ অনলাইন শপিং সাইটের সঙ্গে পার্টনারশিপ হিসাবে বিভিন্ন মার্কেটপ্লেস কাজ করে যাচ্ছে। নিচে কিছু মার্কেটপ্লেস গুলোর নাম উল্লেখ করা হলো
- Amazon
- Flipkart
- Myntra
- Ajio
- Mamaearth
- Nykaa
- এবং আরো অনেক আছে
আপনি যদি অন্যকে এই অ্যাপ রেফার করেন এবং সে যদি শপিং করে তাহলে আপনি লাইফটাইম
১০% কমিশন পাবেন তাদের ইনকামের ওপরে। আপনি এ কাজটি করতে পারবেন আপনার মোবাইলের
মাধ্যমে বিনা ইনভেসমেন্ট ছাড়াই।
শেষ কথা বিনা ইনভেসমেন্ট ছাড়া টাকা ইনকামের ৮টি অ্যাপস
এ আর্টিকেলটা পড়ে আপনি যদি বিনা ইনভেসমেন্ট ছাড়া কাজ করার আগ্রহ থাকে তাহলে
আপনি শুরু করতে পারেন। আপনার হাতের মোবাইল ফোন আর ইন্টারনেট সংযোগ থাকলে। তার আগে
আপনাকে কাজের দক্ষতা অভিজ্ঞতা স্কেল জ্ঞান অর্জন করা লাগবে ।সেই সাথে আপনার ধৈর্য
পরিশ্রম সময় দেওয়ার ক্ষমতা থাকতেহবে। তাহলে আপনি মোবাইলের মাধ্যমে বিনা
ইনভেসমেন্ট ছাড়াই এই ৮টি অ্যাপসের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। তাই আর দেরি
না করে আজই শুরু করুন।
এতক্ষণ ধরে এ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে
কমেন্ট বক্সে এসে আপনার মতামতটি জানান এবং আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার
করেন। ধন্যবাদ। নিচে কয়টি উপায় সম্পর্কে দেওয়া হল
সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url