এ আই কি?এ আই বলতে কি বোঝায় ২০২৫
এ আই কি এর মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। বর্তমানে বিশ্বে এআই শব্দটি একটি প্রচারিত শব্দ। দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। বর্তমান বিশ্বের প্রযুক্তিগত সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এআই। এটাই এমন একটা প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে। আমরা এখন
আর্টিকেলের মাধ্যমে জানব এআই আসলে কি এবং কেন, এ আই বলতে কি বুঝায় এর ভবিষ্যৎ সবচেয়ে বড় প্রযুক্তি হিসেবে কেন বিবেচিত হচ্ছে সেই সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
পেজ সূচিপত্রঃ এ আই কি? এআই বলতে কী বোঝায় ২০২৫
- এ আই কি(AI)?
- এ আই বলতে কী বোঝায়?
- কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে
- এ আই এর প্রকারভেদ
- এ আই এর ইতিহাস
- কিভাবে এ আই কাজ করে
- এআই এর ব্যবহার কোথায় হয়
- কেন এআই গুরুত্বপূর্ণ
- এ আই কি মানুষের জন্য হুমকি
- এ আই এর ভবিষ্যৎ সম্ভাবনা
- শেষ কথা এআই কি? এআই বলতে কী বোঝায় ২০২৫
এ আই কি
এ আই শব্দটি যতটা ছোট তার গভীরতা তার থেকেও বেশি।আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
(Artificial intelligence) যার সংক্ষিপ্ত রূপ হল এ আই (AI)।এমন একটা মেশিন বা
যন্ত্র বা কৌশল যার মাধ্যমে মানুষের মস্তিকের কর্মক্ষমতা বিভিন্নভাবে উপস্থাপনা
উন্নত থেকে উন্নত পরিসর নেওয়া যায়, তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
বা সংক্ষেপে এ আই বলে।
এ আই হলো এমন একটা প্রযুক্তি বা সিস্টেম যা মানুষের মতন চিন্তা করতে পারে
সিদ্ধান্ত নিতে পারে শেখার ক্ষমতা রাখে এবং মানুষের সমস্যার সমাধান করতে পারে
সহজভাবে বললে যন্ত্র বা কম্পিউটারকে এমনভাবে প্রোগ্রাম করা হয় যেন মানুষের মতন
আচরণ করতে পারে বুদ্ধি মাত্রার সঙ্গে সমস্যার সমাধান করতে পারে এ আই।
এ আই বলতে কী বোঝায়?
আর্টফিসিয়াল অর্থ হচ্ছে কৃত্রিম। ইন্টেলিজেন্স অর্থ হচ্ছে বুদ্ধিমত্তা।আর্টিফিশিয়াল ইনইন্টেলিজেন্স অর্থ হচ্ছে এক কথায় কৃত্রিম বুদ্ধিমত্তা। আর্টফেসিয়াল ইন্টেলিজেন্স মানে হলো কৃত্রিম ভাবে তৈরি এমন এক ধরনের বুদ্ধিমত্তা যা মানুষের মতো আচরণ করে এবং সমস্যা সমাধান করতে পারে। কম্পিউটার বা যন্ত্রকে এমনভাবে প্রোগ্রাম করা হয় যেন সেটা চিন্তা করতে পারে তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে এমন কি শেখাতেও পারে।
এ আই হল একজন দক্ষতার পরিচায়ক। আপনার যেকোনো সমস্যা আপনি এআই এর কাছে পেয়ে যাবেন
দ্রুত ফলাফল পাবেন আপনার সমস্যা তাড়াতাড়ি সমাধান করে দেবে আপনি যা প্রশ্ন করবেন
সাথে সাথে উত্তর পেয়ে যাবেন এআই এর কাছে। এ আই মানুষের থেকো বেশি অ্যাডভান্স
চিন্তা ভাবনা করে।
কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে
কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই মূলত ডাটা বিশ্লেষণ প্যাটার্ন সনাক্তকরণ এবং সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে মানুষের মতো বুদ্ধিমান আচরণ অনুকরণ করে কাজ করে এটি মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে বিশাল ডেটা সেট থেকে শিখে এবং সে অনুযায়ী কাজ সম্পাদন করে। বিভিন্ন ক্রিটিক্যাল চিন্তাভাবনা ও পরিকল্পনার মাধ্যমে ডাটা এনালাইসিস করে উন্নত অ্যালগরিদম ব্যবহার করে ডাটা প্রসেসিং করায় মূলত এ আই এর কাজ। নানা ধরনের প্যাটেন কাজ করতে পারে ।নিচে এর কয়েকটি উল্লেখ করা।
যুক্তি সংগত চিন্তাঃ আপনি কোন সমস্যায় পড়েছেন সমাধানের উপায় খুঁজে পাচ্ছেন না, কোথায় যাবেন, কি করবেন এর সমস্যার সমাধান কোথায়, এসব চিন্তা করে শেষ করতে পারছেন না তার জন্য একটা সহজ উপায় হচ্ছে এ আই। সকল সমস্যা সমাধানের ক্ষেত্রে এনালাইসিস এর পাশাপাশি যুক্তিসংগত চিন্তা করাটা অনেকটা জরুরী আমাদের জন্য। তা না হলে এর সমাধান কখনোই খুঁজে পাওয়া যাবে না। আর এসব সমস্যার সমাধান খোঁজার জন্য এআই আমাদের সহজ উপায়। এ আই এমন একটা মেশিন যাকে আপনি নির্দেশনা দেওয়ার সাথে সাথে উক্ত বিষয়ে ব্যাখ্যা সহ কিভাবে সমাধান খুঁজে বের করা যায় তা সহজে বলে দিতে পারে।
সমস্যা সমাধানঃ আর্টফিসিয়াল ইন্টেলিজেন্স এ আই এর মাধ্যমে দুই ধরনের সমস্যা
সমাধান করা যায় একটা হল স্পেশাল পারপোজ আর একটি হল জেনারেল পারপোজ। আপনি একটা
কাজ করবেন কিন্তু কাজটা একটা সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করার জন্য আগে একটি
রোড অ্যাপ দিয়ে সামনে আগানোর উপায় খুঁজে বের করাই হলো স্পেশাল
পারপোজ। ধরেন আপনি কম্পিউটারে একটা কাজ করছেন আপনার সেটা সমস্যা হয়ে গেছে। সেই
সমস্যাটা আপনি ধীরে ধীরে সমাধান বের করবেন আর সেই কাজটাই হচ্ছে জেনারেল পারপোজ এর
কাজ ফলাফল বের করা বা সমস্যার সমাধান করা।
ভাষা বিশ্লেষণঃ ভাষা এনালাইসিস করে যে কোন ভাষা বুঝে নেয়া বা পরিবর্তন করা
আর্টফেসিয়াল ইন্টেলিজেন্স এর একটি গুণ। আপনি কোন ভাষার সম্পর্কে জানতে আগ্রহী বা
ভাষার ট্রান্সলেট করতে চান তা বলার সাথে সাথে আপনাকে জানিয়ে দিবে। মুখে উচ্চারণ
করে বা লিখে যে ভাষায় আপনার সমস্যার কথা বলেন না কেন আপনাকে সাথে সাথে
উত্তর দিয়ে দিবে এআই আপনার সব ভাষায় বুঝতে পারে।
উপলব্ধিঃ স্বাস্থ্য সেবা কৃষি পরিবহন এবং ব্যক্তিগত সহকারি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে এটি সপ প্রিয় গাড়ি ইমেজ রিকগনিশন এবং ভার্চুয়াল সহকারে মতো কাজ সম্পাদন করে থাকে। নিজস্ব বিচার বিশ্লেষণের মাধ্যমে যেকোনো ভাষাগুলো করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এ আই। পরিস্থিতি অনুযায়ী কাজের মুভমেন্ট এর উপর ভিত্তি করে সামনে এগিয়ে যাওয়া হয়েছে এ আই এর কাজ ।যেমন সেলফ ড্রাইভিং এ কার্ডটি তার নিজস্ব ক্যামেরা কে কাজে লেগে বিশেষ সেন্সর এর মধ্যে দিয়ে গাড়িটিকে নিয়ন্ত্রণ করে থাকে এ আই।
শেখাঃ মোবাইল ল্যাপটপ এবং কম্পিউটার এর যেমন একটা ক্ষমতা থাকে আপনার নির্দেশ অনুযায়ী কাজ করা এবং ঠিক আপনি কি বলছেন তার হুবহু নকল করা। তেমনি আট ফেসিয়াল ইন্টেলিজেন্স আপনার নকল করার পাশাপাশি আপনার কাজের পরিবর্তন ধাপটি কি হতে পারে বা এর সাজেশন কি দরকার বা সাথে সাথে আপনাকে সাজেস্ট করবে অর্থাৎ এ আই এর শিক্ষার ক্ষমতা মানুষের চেয়ে অনেক অ্যাডভান্স।
এ আই এর প্রকারভেদ
আর্টফেসিয়াল ইন্টেলিজেন্স বা এ আই এর ৩টি প্রকারভেদ রয়েছে এটা বিভিন্ন
ধরনের দক্ষতা দেখাতে পারে এর মধ্যে হল
সীমিত এ আই (Narrow Artificial Intelligence) ঃ এই সফটওয়্যার টির কাজ হল মুখে যে কথা বলবে সেটা শনাক্ত করা। এটা মুখ শনাক্তকরণ করা কাজের জন্য নির্দিষ্ট করে তৈরি করা হয়েছে। সবচেয়ে ছোট পরিসরে আর্টিফিয়াশাল ইন্টেলিজেন্স হচ্ছে সংক্রম কৃত্রিম বুদ্ধিমত্তা বা সীমিত এ আই। এর কাজ হচ্ছে একটা সীমিত সীমাবদ্ধর মধ্যে থাকায় এর বাইরে কোন কাজ করতে পারে না এর নির্দিষ্ট কিছু কাজের প্রসেসিং করা থাকে।
সাধারণ এ আই(General AI) ঃ সাধারণ এআই মেশিন হল এমন একটা মেশিন যা মানুষের মত ক্ষমতা বুদ্ধিমত্তা রাখে। যেকোন সমস্যার সমাধান খুব দ্রুত করে দিতে পারে সাধারণ এ আই। গবেষকরা এই ব্যবহার করে মেশিন তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই এআই মেশিনটা এখনো পুরোপুরি তৈরি হয়নি।
সুপার এ আই(Super AI) ঃ সুপার বলতে আমরা বুঝি এক্সট্রা অর্ডিনারি কিছু। ঠিক তেমনি সুপার আর্ট ফেসিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে ডিজিটাল যুগের সুপার এ আই হচ্ছে এমন একটি সফটওয়্যার মেশিন বা যন্ত্র যা মানুষের মতো বিচার বিবেচনা চিন্তা ভাবনা থেকে ভবিষ্যতে মানুষের চেয়েও বেশি বো অ্যাডভান্স হবে।
এ আই এর ইতিহাস
এ আই বর্তমান যুগের খুব প্রচলিত একটি বিষয় হল এর সূচনা অনেক আগে থেকেই বর্তমানে
এর জনপ্রিয়তা ব্যাপক। আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থি আর্টিফিশিয়াল
ইন্টেলিজেন্স (AI) এর জনক(Source From Wikipedia) এইজন্য তাকে ফাদার অফ এ আই
(AI)বলা হয়ে থাকে।
১৯৪০ এর দশকে এই শব্দটি প্রথম ব্যবহার করা হয় তারপর ধীরে ধীরে এর প্রচলন হতে
থাকে 1956 সালের একটি কর্মশালায় প্রথম প্রতিষ্ঠিত হয় তবে পরে এর গবেষণা
বন্ধ করে দেওয়া হয়েছিল ১৯৮০ এর দশক এর বাণিজ্যক ব্যবহার আবার পুনরায় শুরু করা
হয়।
১৯৯০ সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বিপ্লবের পর থেকে চাহিদা বাড়তে থাকে ২০১০ এর মাঝামাঝি সময়ে বিশ্বে মেসিন লার্নিং অ্যাপ্লিকেশন এর ব্যবহার শুরু হয় ।বর্তমান যুগে এটি ছাড়া সম্ভব নয় ধারণা করা যায় আগামীর ভবিষ্যতে এটা ছাড়া বিশ্বের আবহাওয়া পরিবর্তন করে দেবে(source from google)।
কিভাবে এআই কাজ করে
এ আই কি মূলত ডেটা বিশ্লেষণ এর মাধ্যমে কাজ করে এর কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করে রাখা
এবং কে কি বলছে তার প্রশ্ন শুনে সেটা বা ব্যাখ্যা করা বা প্রশ্নের সমস্যা সমাধান
করা। বিভিন্ন বিষয়ের তথ্য সংগ্রহ করে রাখে তারপর সে তথ্য বিশ্লেষণ করে এবং
সিদ্ধান্ত নেই এতে ব্যবহার হয়
Machine Learning(ML) মেশিন ল্যাঙ্গুয়েজ হলো কম্পিউটারের সবচেয়ে মৌলিক এবং নিম্ন স্থানে প্রোগ্রামিং ভাষা শুধুমাত্র বাইনারি সংখ্যা (০ এবং১) দ্বারা গঠিত এবং কম্পিউটার সরাসরি দিতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজ কে। কম্পিউটারে নিজস্ব বা মৌলিক ভাষা বলা যেতে পারে।
Deep Learning great learning মেশিন লার্নিং এর একটি শাখা নিউরাল নেটওয়ার্ক ব্যবহারের দ্বারা ডেটার গভীরে যে বৈশিষ্ট্য বের করতে এবং সমস্যা সমাধান করতে সক্ষম হয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার এ আই একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। যা সংপ্রিয়ভাবে স্বয়ংক্রিয় ভাবে ডেটা থেকে শিখে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়।
Natural Language Processing মানুষের ভাষা বুঝে বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত প্রযুক্তি। একটি শাখা যা কম্পিউটারকে মানুষের ভাষা যেমন লিখা বা বলা বুঝতে বিশ্লেষণ করতে এবং তৈরি করতে সক্ষম হয়
এ আই এর ব্যবহার কোথায় হয়
বর্তমানে এ আই এর ব্যবহার হচ্ছে প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে। এটি কম্পিউটার মাঠে
বিভিন্ন কাজ করে থাকে যেখানে সাধারণ বুদ্ধি মাত্রার প্রয়োজন হয়। এআইয়ের উদাহরণ
হতে পারে ড্রাইভিং সিস্টেম চ্যাট বট ছবি চিনতে পারা সিস্টেম বা ভাষা অনুবাদ করা
সফটওয়্যার। বর্তমান যুগে এআইয়ের ব্যবহার প্রায় সব জায়গায় হচ্ছে।যেমন
- স্বাস্থ্যসেবা
- ব্যবসা-বাণিজ্য
- শিক্ষা
- পরিবহন
- বিনোদন
কেন এআই গুরুত্বপূর্ণ
বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে আমাদের দৈনন্দিন জীবনে
বিশাল একটা প্রভাব ফেলেছে। আমরা মানুষ আমাদের কাজ করতে অনেক সময় ভুল হয়ে যায়
সেই ভুল সংশোধন করার জন্য আমরা এ আই ব্যবহার করে থাকি। আমরা একটা কাজ করছি
কাজটা আমাদের ভুল হয়ে গেছে ভুল সংশোধন করতে আমাদের অনেক সময় লেগে যায়। যেমনি
এ আই শুধু প্রযুক্তি উন্নতি নয় এটা সময় খরচ ও শ্রম বাঁচাতে সাহায্য করে এটি
মানুষের ভুল কমায় দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়ক হয় এবং জটিল সমস্যার সমাধান
করে দেয়।এছাড়া এ আই মাধ্যমে নতুন চাকরির ক্ষেত্রে তৈরি হচ্ছে ডেটা
সায়েন্টিস্ট মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ইত্যাদি
এ আই কি মানুষের জন্য হুমকি
বর্তমানে এ আই এর চাহিদা বিশ্বে যেভাবে বাড়ছে মানুষ মনে করছে তাদের জন্য
হুমকি। ভবিষ্যৎ তাদের খারাপ। কিন্তু এরকম কিছু না। অনেকে মনে করেন হয়তো
ভবিষ্যতে মানুষের চাকরি কেড়ে নেবে বা যন্ত্র মেশিন মানুষের উপর নিয়ন্ত্রণ
প্রতিষ্ঠা করবে। এটা সত্যি যে কিছু সাধারণ কাজ অটোমেটিক করা যাবে ফলে নির্দিষ্ট
কিছু পেশার ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে নতুন প্রযুক্তির সাথে নতুন চাকরি উৎস
তৈরি হচ্ছে।
এ আই এর ভবিষ্যৎ সম্ভাবনা
এ আই ভবিষ্যতের প্রযুক্তি। চিকিৎসা শিক্ষা ব্যবস্থার কৃষি সব ক্ষেত্রে নতুন
মাত্রা যোগ করবে বাংলার মত উন্নয়নশীল দেশ ব্যবহার করে কিছুদের জন্য আবহাওয়ার
পূর্বভাস ফসলের রোগ সনাক্তকরণ কিবা স্বল্প খরচের স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার
সুযোগ তৈরি হচ্ছে। এ আই ভবিষ্যতে একটা বিশাল আকার ধারণ করবে বিশ্বের মাঝে। সকল
সমস্যার সমাধান হবে এবং এ আই ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত
লেখালেখির কাজ মার্কেটপ্লেস এর কাজ সব এআই সাহায্যে করা হবে।
শেষ কথা এ আই কি?এ আই বলতে কী বোঝায়২০২৫
২০২৫ সালে এআই ব্যবহার ব্যাপকহারে বেড়েছে। এ আই এর মাধ্যমে বিভিন্ন সেক্টরে কাজ হচ্ছে। এ আই আমাদের জীবনকে সহজ দ্রুত এবং আরও স্মার্ট করে তুলেছে ।আগামী দিনের বিশ্বে এগিয়ে থাকতে চাইলে কৃত্রিম বুদ্ধিমতার সঙ্গে তাল মিলিয়ে চলায় হবে বুদ্ধিমানের কাজ।
এ আই কি তা নিয়ে যত বলা যায় তত কম হয় প্রতিনিয়তের গবেষণা চলছে আর ফলাফল
আমরা ভবিষ্যৎ আরো দেখতে পাবো। এ আর্টিকেলটা পড়ে আপনি এআই সম্পর্কে জানলেন
এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে এসে জানান আর আপনার বন্ধুদের সাথে শেয়ার
করুন। ধন্যবাদ
সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url