মোবাইল আর চ্যাটজিপিটি সাহায্যে আয় করার ১০০% গাইড
বর্তমান যুগের প্রযুক্তি ছোয়াই আমাদের জীবন একবারে পাল্টে গেছে ।আপনি কি জানেন শুধু একটা স্মার্টফোন আর ইন্টারনেট সংযোগ থাকলে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন। তোমরা কি বাবা-মার টাকা ছাড়া নিজে খরচ নিজে চালাতে চাও, পকেট মানেই বাড়াতে চাও, অথবা
অনলাইন বা ফ্রিল্যান্সিং করার কথা ভাবছো কিন্তু শুরু করতে ভয় পাচ্ছ। চিন্তা নেই ২০২৫ সালে মোবাইল আর চ্যাট জিপিটি থাকলে আপনি অনলাইনে টাকা ইনকাম করতে পারবে।এমনকি দিনে ১০০ ডলার বা তারও বেশি। আজকে আর্টিকেলের মাধ্যমে মোবাইল আর চ্যাটজিপিটির মাধ্যমে ইনকাম করার উপায় গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
পেজ সূচিপত্রঃমোবাইল চ্যাটজিপিটি সাহায্যে আয় করা ১০০% গাইড
- মোবাইল ইনকাম কি
- চ্যাট জিপিটি কি
- সোশ্যাল মিডিয়াম মার্কেটিং
- কন্টেন্ট রাইটিং
- ভিডিও ক্রিয়েশন
- গ্রাফিক ডিজাইন
- অনলাইন কোচিং আর কনসাল্টিং
- ডিজিটাল প্রোডাক্ট বিক্রি
- ক্লাইন্ট কমিউনিকেশন
- এ আই টুলস দিয়ে ফটো এডিটিং
- অনলাইন সার্ভিস এবং ডাটা এন্ট্রি
- রিসেলিং অ্যাফিলিয়েট মার্কেটিং
- শেষ কথা মোবাইল চ্যাটজিপিটি সাহায্যে আয় করা ১০০% গাইড
মোবাইল ইনকাম কি
মোবাইল ইনকাম বলতে বোঝায় একটি স্মার্টফোন বা ইন্টারনেটের সংযোগ থাকলে আপনি
বিভিন্ন অনলাইনে এর মাধ্যমে মোবাইলে ইনকাম করতে পারবেন। মোবাইলে ইনকাম করার জন্য
আপনাকে অনলাইন সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে।যেমন ফ্রিল্যান্সিং, ডাটা
এন্ট্রি, কনটেন্ট তৈরি, ত এফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়াম ম্যানেজমেন্ট
ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন বা কাজের স্কিল থাকতে হবে। আপনি যদি ঘরে বসে ইনকাম
করতে চান মোবাইলের মাধ্যমে এসব বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে।
আপনি কি শুধু মোবাইল আর ল্যাপটপ ব্যবহার করে ঘরে বসে ইনকাম করতে চান। আপনার দক্ষতা বা বড় বিনিয়োগ ছাড়া এখন চ্যাট জিপিটি ব্যবহারকরে মোবাইল বা ল্যাপটপ এর মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব। তাই আর দেরি না করে এখন থেকেই শুরু করুন মোবাইল আর চ্যাটজিপিটির সাহায্যে আয় করা।
চ্যাট জিপিটি কি
চ্যাট জিপিটি হল একটি উন্নত মডেল ভাষা যা মানুষের মতো করে টেক্সট তৈরি করতে পারে।
চ্যাটজিপিটি আর্টিফেসিয়াল ইন্টারলিজেন্স এ আই ভিত্তিক একটি চ্যাট বট যা টেক্সট
ভিত্তিক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকে। চ্যাট জিপিটি তৈরি করা হয়েছে ওপেন ai
এর InstructGPT অপর ভিত্তি করে অর্থাৎ এই চ্যাট বোর্ড কাজ করে ইন্সট্রাকশন
পদ্ধতির মাধ্যমে.
Chat Generative Pre-trained Transformer বাহ সংক্ষেপে ChatGPT একটি বিশাল ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাট বট বর্তমানে চ্যাট জিপিটির সংগ্রহ ৩ ৭০ জিবির থেকেও বেশি টেক্সট ডাটা আছে। ইন্টারনেটের পাওয়া যায় এমন লাখো লাখো আর্টিকেল e-booking ইত্যাদি থেকে ডাটা সংগ্রহ করে চ্যাট জিপিটিকে ট্রেন করা হয়েছে ওপেন এয়ার চ্যাট গিপিটি অ্যাপ্লিকেশন মানুষের মতো করে ভাষা বুঝতে পারে এবং লিখতে পারে।
২০১৫ সালে স্যাম অল্টম্যান নামক একজন প্রযুক্তিবিদ ইলন মার্কসের সাথে ওপেনএআই
নামক একটি প্রতিষ্ঠান শুরু করে। মাইক্রো সফটার বিশাল বিনিয়োগের ফলে ২০২২ সালে
২০নভেম্বর চ্যাট জিপিটি নামে তাদের একটি চ্যাট বটের বেটা ভার্সন রিলিজ
হয়।প্রতিমাসে ১০০ মিলিয়ন এর থেকে বেশি মানুষ চ্যাট জিপিটি ইউজ করে ২০২২ সালের
শেষের দিকে রিলিজ হওয়া কোন অ্যাপ্লিকেশন ১ বছরের মধ্যে সাফল্য অর্জন করেছে।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং
সোশ্যাল মিডিয়াম মার্কেটিং হলো ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন facebook,
instagram, youtube, tiktok, twitter ইত্যাদি প্রোডাক্ট বা সার্ভিস এর প্রচার
করা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোম্পানিগুলো তাদের বিক্রি বাড়ায়এবং ব্র্যান্ড
পরিচিতি তৈরি করে এবং গ্রাহক তৈরি করে । আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটার
হয়ে থাকেন তাহলে মোবাইলের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। মোবাইল আর
চ্যাটজিপিটির সাহায্যে আপনি প্রতিদিন ৫০ থেকে ২০০ ডলার ইনকাম করতে পারবেন। আপনাকে
এই কাজের জন্য চ্যাট জিপিটি সাহায্য করবে।
২০২৫ সালের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে হট জব। তুমি যদি ইনস্টাগ্রাম পোস্ট আইডিয়া ক্যাপশন বা টিক টক ভিডিও স্ক্রিপ্ট লিখতে পারো তাহলে তুমি একজন মার্কেটার। এবং ছোট ব্যবসায়ীদের লোকাল সোপ অনলাইন স্টোর টার্গেট কর তাদের ৫০০ থেকে ১০০০ টাকায় সাপ্তাহিক প্যাকেজ দিতে পারবে।চ্যাট জিপিটি কিভাবে সাহায্য করবে তা নিচে দেওয়া হলো।
- কাস্টমাইজ ফেসবুক পেস্ট পোস্ট
- ভাইরাল হওয়ার মতো instagram ক্যাপশন
- প্রফেশনাল ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট
- কনটেন্ট ক্যালেন্ডার
- হ্যাশট্রাগ আইডিয়া
- এডি কপি বিজ্ঞাপন লেখার জন্য
- মোবাইল আর চ্যাট gtp সাহায্যে কিভাবে আয় করবেন
কনটেন্ট রাইটিং
আগের সময় থেকে বর্তমান সময় ইনকামের পথ গুলো ভিন্ন ।এখন আপনি ঘরে বসে মোবাইল আর
ইন্টারনেটের সংযোগ থাকলে মাসে হাজার হাজার টাকা আয় করা আপনার জন্য সম্ভব। বিশেষ
করে কনটেন্ট রাইটিং এর মতন একটা চাহিদা সম্পন্ন স্কেল যদি আপনি শিখে থাকেন তাহলে
নিশ্চিত করতে পারবেন ইনকাম।
কনটেন্ট রাইটিং হলো বিভিন্ন ওয়েবসাইট ,ব্লগ, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল প্রোডাক্ট বা সার্ভিস এর জন্য লেখালেখি করা। এই লেখাগুলোর মাধ্যমে পাঠকের কাছে তথ্য উৎসাহ ও ক্রয় করার মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে ডিজিটাল মার্কেটিং জগতে প্রতিদিন চাহিদা দিন দিন বেড়ে চলেছে।
কন্টেন রাইটিং লেখার জন্য বাংলা ইংরেজি টাইপ করা লাগে। তোমার মনে হবে আমি
তো আর্টিকেল লিখতে জানি না। তাহলে তুমি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারো। তোমার
হাতের মোবাইল ফোন এবং চ্যাট জিপিটি এর সাহায্যে তুমি প্রতিদিন ২০ থেকে ১০০ ডলার
ইনকাম করতে পারবা
চ্যাট জিপিটি কিভাবে সাহায্য করবেএকটি এআই চ্যাটবট যা তোমাকে লেখা তৈরি করতে
সাহায্য করবে। তুমি যদি নতুন হও তাহলে এটি তোমাকে শিখতে হবে অনুসরণ করতে হবে।
- চ্যাট জেপিকে বল ব্লগ পোস্টের খসড়া তৈরি করতে
- আর্টিকেলের আইডিয়া লিখে দিতে
- সোশ্যাল মিডিয়া ক্যাপশন তৈরি করে দিতে
- প্রোডাক্ট রিভিউ লেখা কিভাবে লিখতে হবে তার আইডি দিতে
- ইউটিউব স্ক্রিপ্ট তৈরি করে দিতে
- এসইও কিওয়ার্ড কন্টেন্ট প্লান তৈরি করতে
ভিডিও ক্রিয়েশন
বর্তমান যুগে ভিডিও কনটেন্ট তৈরি করে ইনকাম করা সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক
অনলাইন অনলাইন ক্যারিয়ার গুলোর মধ্যে অন্যতম আগে যেখানে ভিডিও বানাতে ক্যামেরা
লাইট বড় বাজেট প্রয়োজন হতো এখন সেখানে শুধুমাত্র একটি স্মার্টফোন আর চ্যাটের
মতন সম্ভব।
ভিডিও কনটেন্ট ইনকাম মানে হলো এমন ভিডিও তৈরি করা যায় youtube ,facebook
,instagram ,tiktok বা অন্য কোন প্ল্যাটফর্মের দশক পায় এবং সেই ভিডিওর মাধ্যমে
আপনি আয় করতে পারবেন। যেগুলোর মাধ্যমে আপনি ইনকাম করবেন যেমন You
Tube,Facebook,Instagram,Reels Bonus,Sponsorship,Affiliate
Marketing,Freelance ভিডিও কনটেন্ট ইত্যাদির মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে
পারবেন। প্রতি ভিডিওতে ৫০ থেকে ৫০০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন মোবাইলের
মাধ্যমে।
চ্যাট জিপিটি হলো একটি এআই চ্যাট বট যা দিয়ে আপনি ভিডিও তৈরির জন্য আইডিয়া,
স্ক্রিপ্ট, থাম্বনেইল টেক্সট, এমনকি ভিডিও টাইটেল ও হ্যাশট্যাগ তৈরি করতে পারেন
চ্যাট জিপিটির সাহায্যে।
গ্রাফিক্স ডিজাইন
বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং বা অনলাইন মার্কেটপ্লাইসে সবচেয়ে চাহিদা সম্পন্ন একটি কাজ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এ গ্রাফিক্স ডিজাইনের চাহিদা দিন দিন বেড়ে চলেছে।আপনি যদি ভালো মানের গ্রাফিক্স ডিজাইনের একটা স্কেল তৈরি করতে পারেন তাহলে সেখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন।
ডিজিটাল দুনিয়ায় সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন স্কেল এর মধ্যে একটি হলো
গ্রাফিক্স ডিজাইন আপনি যদি ভাবেন গ্রাফিক্স ডিজাইন করতে হলে ল্যাপটপ ফটোশপ বড়
প্রশিক্ষণের দরকার তাহলে আপনি ভুল ভাবছেন আপনার হাতের মোবাইল ফোন ও চ্যাটজিপিটি
সাহায্যে খুব সহজে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করতে পারেন এমনকি তাও দিয়ে আপনি
ইনকাম করতে পারবেন। গ্রাফিক্স ডিজাইনের কাজ করে প্রতিদিন আপনি ১০ থেকে ৫০ ডলার
ইনকাম করতে পারবেন
গ্রাফিক্স ডিজাইন হল এমন একটা চিত্র বা অংকন যেটা আপনি আপনার মনের
ক্যানভা দিয়ে আঁকবেন। আর সেটাকে রং, টেক্সট, বিভিন্ন রকমের কমিউনিকেশন
দিয়ে সেটাকে নিজের মতন করে সাজাবেন। সাজানো হয়ে গেলে এটা আপনি সবার সামনে
উপস্থাপন করবেন। আর এ উপস্থাপনার জায়গা গুলোকে বলা হয় বিভিন্ন মার্কেটপ্লেস
যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট, youtube থাম্বনেইল, ব্যানার ডিজাইন, লোগো, ভিজিটিং
কার্ড ফেসবুক বিজ্ঞাপন ডিজাইন ইত্যাদি। এসব কাজগুলো আপনি আপনার হাতের রাখা ফোনের
মাধ্যমে করতে পারবেন চ্যাটজিপিটি সাহায্যে।
আপনাকে চ্যাটজিপিটি সাহায্য করবে ডিজাইনের আইডিয়া টেক্সট রংয়ের কমিউনিকেশন
কনসেপ্ট এমনকি ডিজাইন এর নাম ও থিম সাজিয়ে দিতে পারবে।
অনলাইন কোচিং আর কনসাল্টিং
বর্তমান সময়ে জ্ঞান ও দক্ষতা হলো আসল পুঁজি । আমরা যখন ছোট ছিলাম তখন আমরা
পড়াশোনার জন্য স্কুল বা কোচিংয়ে গেছি। কোচিং এ যে পড়াশোনা শিখেছি। আমরা সে
পড়াশোনার মাধ্যমে নিজেদের ভিতরে জ্ঞানের দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছি। আপনার
ভিতরে আপনি যদি কোন কিছু ভালভাবে জানেন যেমন ইংরেজি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স
ডিজাইন ফিটনেস ফেসবুক মার্কেটিং বা এমনটি পড়ানোর সিস্টেম তাহলে সেটাকে কাজে লাগে
আপনি ঘরে বসে অনলাইন কোচিং বা কনসাল্টিং সার্ভিস দিয়ে মাঠে হাজার হাজার টাকা
ইনকাম করতে পারেন।
আপনাকে তার জন্য বড় কোন টাকা ইনভার্সমেন্ট করতে হবে না। আপনার হাতে থাকা মোবাইল
ফোন চ্যাট জিপিটি সাহায্যে আপনি ইনকাম শুরু করতে পারবেন। অনলাইন কোচিং হলেও কাউকে
একটা নির্দিষ্ট স্কেল বা বিষয়ে শিখানো যেমন স্পোকেন ইংলিশ, ফ্রিল্যান্সিং,
ফিটনেস ,ফেসবুক পেজ গ্রোথ এর কোচ হিসাবে আপনি টাকা ইনকাম করতে পারেন। ঘন্টায়
প্রতি ২০ থেকে ১০০ ডলার ইনকাম করতে পারবেন।
অনলাইন কনসাল্টিং মানে হল কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তাদের সমস্যা হয়েছে সে
সমস্যার সমাধান , পরিকল্পনা বা গাইডলাইন দেওয়া। যেমন সোশ্যাল মিডিয়া,
বিজনেস, হেল্থ ইত্যাদি। চ্যাট যে পিটি হচ্ছে একটি শক্তিশালী টুল যে আপনাকে
বিভিন্ন দিক থেকে অনলাইন কোচিং ও কনসাল্টিং এর সাহায্য করতে পারে।
ডিজিটাল প্রোডাক্ট বিক্রি
মোবাইল আর চ্যাট জিপিটি সাহায্যে আপনি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে
পারেন।বর্তমানে অনলাইন জগতে সবচেয়ে স্মার্ট ইনকাম উপায় হল ডিজিটাল প্রোডাক্ট
বিক্রি করা। ডিজিটাল প্রোডাক্ট হলো এমন সব পণ্য যা আপনার একবার তৈরি করলে বারবার
তৈরি করতে হয় না ।সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন আবার বারবার বিক্রি করতে
পারবেন যেমন ই-বুক, ডিজাইন, টেমপ্লেট, পিডিএফ গাইড ইত্যাদি ।
বর্তমান যুগে আপনি এ কাজটি খুব সহজ করতে পারবেন মোবাইল আর চ্যাট জিপিটির
সাহায্যে। এতে থেকে আপনার প্যাসিভ ইনকাম হবে ৫০০ প্লাস ডলার। চ্যাট জিপিটি হল
একটি এআই লেখক ও আইডিয়া জেনারেট এটি দিয়ে আপনি ডিজিটাল প্রোডাক্ট তৈরির জন্য
প্রয়োজনীয় সবকিছু পাবেন।
ক্লায়েন্ট কমিউনিকেশন
বর্তমানে অনলাইন ফ্রিল্যান্সিং সেবা বিক্রি বা ডিজিটাল প্রোডাক্ট মার্কেটের
অন্যতম চাবিকাঠি হল ক্লায়েন্ট কমিউনিকেশন। আপনি যতই ভালো কাজ করেন না কেন। আপনি
যদি তাদের ভাষা বুঝতে না পারেন তাহলে ক্লায়েন্ট এর কাজ কিভাবে করে দিবেন। এজন্য
আপনাকে কাজে পাশাপাশি ক্লায়েন্টদের ভাষা বুঝার ক্ষমতা রাখতে হবে। অনেক
সময় ক্লায়েন্টদের ভাষা বুঝতে না পারার কারণে আপনার ইনকামের রাস্তা নষ্ট
হয়ে যাবে। এজন্য ক্লায়েন্ট কমিউনিকেশন অনেক জরুরী।
আজকের যুগে এসে আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। আপনার হাতে থাকা মোবাইল ফোন আর
চ্যাটজিপিটী সাহায্যে আপনি ভাষা দক্ষতা বাড়াতে পারবেন। আপনার সমস্যা থাকলে
তার সমস্যার সমাধান হয়ে যাবে। প্রতি ইমেইলের জন্য ৫ থেকে ২০ ডলার পর্যন্ত আপনি
মোবাইলের মাধ্যমে ইনকাম করতে পারবেন। চ্যাট জিপিটি আপনাকে সাহায্য করবে এমন ভাবে
মেসেজ লিখে যে যা প্রকাশনাল বিনিয়োগ ও ক্লাইন্টের মন জয় করতে সক্ষম হবে।
এ আই টুলস দিয়ে ফটো এডিটিং
বর্তমান যুগে এআই এমন একটা মাধ্যম যা আপনি মার্কেটপ্লেসে যে কাজ করেন না কেন এআই
টুলস গুলো আপনাকে সহযোগিতা করবে। আপনার যেকোনো সমস্যা সমাধান এ আই টুলস এর
মাধ্যমে করা সম্ভব। ভিডিও অডিও ভয়েস ওভার এসব কাজ আপনি জানেন না কিন্তু এ
আইএর মাধ্যমে সব সম্ভব। যদি আপনি এ আই টুলসব্যবহার সম্পর্কে জানেন।
আপনি ফটোশপের কাজ জানেন না তাহলে এ আই টুলস ব্যবহার করেন। যেমন
LeonardoAI,Midjpurney,Capcut,bing দিয়ে এ আই ইমেজ ভিডিও বানান। প্রতি প্রজেক্ট
এর জন্য ১০ থেকে ৫০ ডলার ইনকাম করতে পারবেন।
অনলাইন সার্ভিস এবং ডাটা এন্ট্রি
অনলাইন সার্ভিস এবং ডাটা এন্ট্রির কাজের জন্য আপনার ল্যাপটপ বা কম্পিউটারের
প্রয়োজন নাই। আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি এসব কাজ করতে পারবেন। বিভিন্ন
প্রতিষ্ঠান অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় এমন বিভিন্ন আইটি
সেন্টার এসব জায়গায় লেখা লিখে কাজের লোকের দরকার হয়।আপনি যদি সামান্য লেখা
লিখির কাজ করতে পারেন তাহলে সেখান থেকে আপনি মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করতে
পারবেন।
আপনার যদি নিজস্ব ব্লগ ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেখানে বাংলা ইংরেজি আর্টিকেল
লিখে পোস্ট করেও google এডসেন্স এর মাধ্যমে প্যাসিভ ইনকাম করতেও পারেন। আপনার যদি
লেখা লিখে কাজের দক্ষ থাকেন তাহলে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস সার্ভিস দিয়ে
আপনি মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। প্রতি ঘন্টায় আপনি ৫ থেকে 10
ডলার ইনকাম করতে পারবেন। আপনি চ্যাটজিপিটি মাধ্যমস অনলাইন সার্ভিস জব এর লিস্ট
নিতে পারেন। আপনি যদি মোবাইলের মাধ্যমে ডাটা এন্ট্রি সার্ভিস কাজ করতে চান তাহলে
যত দ্রুত সম্ভব লেখালেখি কাজের দক্ষতা বা কাজের স্কেল তৈরি করেন।
রিসেলিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং
বেকার ঘরে বসে না থেকে আজ থেকে শুরু করেন মার্কেটিং। আপনি মনে করছেন পারবেন না কি
দিয়ে শুরু করবেন তাহলে আমি বলব আপনার হাতের মোবাইল দিয়ে শুরু করেন মার্কেটিং।
বর্তমান ডিজিটাল যুগের ঘরে বসে অনলাইনে আয় করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে
অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি যদি মোবাইলের ইন্টারনেট ব্যবহার করতে জানেন তাহলে
অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি টাকা ইনকাম করতে পারবেন মোবাইলের
মাধ্যমে তাও পণ্যের মালিক না হয়েও।
অ্যাফিলিয়েট মার্কেটিং হল এমন একটা ব্যবসা যেখানে আপনি অন্যের পণ্য বিক্রি করে
দিবেন সেখান থেকে আপনাকে ই-কমার্স কোম্পানির গুলো আপনাকে একটা কমিশন দিয়ে
থাকবে। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনি বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগ হতে
পারেন।যেমন Daraz,Amazon,ClickBank ইত্যাদি।
প্রোডাক্ট নেই কি বিক্রি করব এটাই ভাবছেন তো চিন্তার কিছু নেই আপনি অন্যের
প্রোডাক্ট কমেন্ট করেও টাকা ইনকাম করতে পারবেন এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে।
অন্যের প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে আপনাকে একটা কমিশন দেওয়া হবে।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে মাসে ১০০ থেকে ১০০০ ডলার পর্যন্ত আপনি ইনকাম করতে
পারবেন মোবাইলের মাধ্যমে। যদি আপনার কাজের দক্ষতা থাকে তাহলে।২০২৫ সালের বেস্ট
ড্রপ শিপিং।
শেষ কথা মোবাইল আর আয় করা ১০০% গাইড
মোবাইল আর চ্যাট জিপিটি মাধ্যমে আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। আমি পারবো না এই ভয়টা ছেড়ে দাও আজ থেকে শুরু করো মোবাইল এর মাধ্যমে টাকা ইনকাম করার রাস্তা। কাজ শুরু করার আগে আপনি বিভিন্ন মার্কেটপ্লেস সম্পর্কে কিছু ধারনা নিন। তারপর মোবাইল ইন্টারনেট সংযোগ করে চ্যাটজিপিটি সাহায্যে কাজের স্কিল শিখে আজ থেকে ইনকাম করার জন্য পথ শুরু করুন।
এই আর্টিকেলটা পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধু বান্ধব ও
আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন এবং তাদেরও জানার সুযোগ করে দিন। মোবাইল আর
চ্যাট জিপিটির আয় করার উপায় আর কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে এসে
জানান। নতুন নতুন আপডেট পেতে ওয়েবসাইটটি ভিজিট করুন ধন্যবাদ।
সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url