সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত ২০২৫
সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত অনেকের মনে প্রশ্ন থাকে। এখানে আর্টিকেলের মধ্যে সৌদি আরবের দাম ও ভিসার জন্য কি কি প্রসেসিং করা লাগে বা কত রকমের ভিসা পাওয়া যায় সেসব বিষয়ে জানাবো।প্রতিবছর হাজার হাজার বাংলাদেশ নাগরিক ফ্রি ভিসা সৌদি আরব যায়।
ভিসার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যেখানে ভিসার ধরন,এজেন্সি ফ্রি,বিমান ভাড়া আছে। আমরা আর্টিকেলের মাধ্যমে ফ্রি ভিসার দাম,কিভাবে পাব,ভিসার জন্য কি কি প্রসেসিং করতে হয় সে সব বিষয়ে বিস্তারিত নিচে দেওয়া হলো।
পেজ সূচিপত্র সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত ২০২৫
- সৌদি আরব ভিসার দাম কত
- ফ্রি ভিসার দাম কত সৌদি আরবে
- সৌদি আরবে ফ্রি ভিসা পেতে কি কি লাগে
- কত টাকা লাগে সৌদি আরব যেতে২০২৫
- সৌদি আরবের ফ্রি ভিসার প্রসেসিং খরচ কত
- ফ্রি ভিসা কাজের বেতন কত সৌদি আরবে
- সৌদি আরবে ভিসা কত প্রকার ২০২৫
- সৌদি আরবে ফ্রি ভিসার বেতন কত ২০২৫
- সৌদি আরবে ক্লিনার ভিসার বেতন কত
- শেষ কথা সৌদি আরব ফ্রি ভিসার দাম কত ২০২৫
সৌদি আরবে ভিসার দাম কত
সৌদি আরব যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসার রয়েছে আর ভিসার ক্যাটাগরি অনুযায়ী
দামের পার্থক্য আছে। প্রত্যেকটা ভিসার জন্য আলাদা আলাদা দাম আছে। আপনি কোন ভিসাতে
যেতে চান সৌদি আরব তার ওপর নির্ভর করে আপনার ভিসার দাম হবে। বর্তমানে বিভিন্ন
কাজে ভিসায় সৌদি যেতে ৪ লক্ষ থেকে ৪.৫ লক্ষ টাকা খরচ হয়। এবং বেসরকারিভাবে সৌদি
আরব ভিসার দাম অনেক বেশি যেমন এক একটা কাজের ভিসার দাম ৫ লক্ষ থেকে ৬ লক্ষ
টাকা সৌদি আরব যেতে সরকারিভাবে ভিসা তৈরি করা উচিত কারণ সরকারি ভাবে ভিসার
খরচ কম।
ধরুন আপনি কোম্পানির সাথে সৌদি আরব যেতে চাচ্ছেন সে ক্ষেত্রে সৌদি আরব কোম্পানির
আনুমানিক ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা হয়ে থাকে। সৌদি আরবের বিভিন্ন ভিসার
দাম নিচে আনুমানিক দেওয়া হল।
- হজ ওমরার ১.৫ লক্ষ টাকা
- কাজের ভিসার দাম ৪ থেকে ৫ লক্ষ টাকা
- ভ্রমণ ভিসার দাম ২ লক্ষ থেকে ২.৫ লক্ষ টাকা
- নির্মাণ শ্রমিক ও ড্রাইভিং ভিসার দাম ৪- ৫ লক্ষ টাকা
- রেস্টুরেন্ট কাজের ভিসার দাম ৪ থেকে ৪.৫ লাখ টাকা
- মাজরার ভিসার দাম আনুমানিক তিন থেকে চার লক্ষ টাকা
- আমলে আইদি ভিসার জন্য খরচ হবে আনুমানিক চেয়ার থেকে পাঁচ লক্ষ টাকা
- আমেল মঞ্জিল ভিসাতে সৌদি আরব যেতে চান তাহলে ভিসার খরচ হবে ৩-৪ লক্ষ টাকা
- আপনি যদি বেসরকারিভাবে ভিসা তৈরি করে থাকেন তাহলে সৌদি আরব যাওয়ার পূর্বে আপনার রিক রুটিং এজেন্সির কাছ থেকে বিস্তারিত পরামর্শ করুন এবং জেনে নিন ভিসা গুলো বৈধ নাকি অবৈধ।
ফ্রি ভিসার দাম কত সৌদি আরবে
সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কোন ভিসাই নেই। আপনাকে সৌদি আরব যেতে হলে যে কোন একটা
ভিসা নিয়ে যেতেই হবে। বাংলাদেশ থেকে যে সকল ব্যক্তি এজেন্সি ফ্রি ভিসা দিয়ে
থাকেন তারা প্রত্যেকে অবৈধ ও সৌদি সরকার অনুমোদিত নয় এমন ভিসা দিয়ে
থাকেথাকে। সৌদি আরব যেতে হলে আপনাকে অবশ্যই একটি ভিসা নিয়ে যেতে হবে আর এর
ভিসাটাকেই সৌদি আরব ফ্রি ভিসা বলা হয়ে থাকে।
আপনি বাইরে যেকোন দেশে যান না কেন, আপনাকে অবশ্যই কাজের দক্ষতা থাকা লাগবে। কাজ
শেখা না থাকলে কোথায় গিয়েও আপনি কাজ করতে পারবেন না। অনেকেই সৌদি আরব যেতে চাই
আর সৌদি আরব যাওয়ার জন্য ফ্রি ভিসায় আবেদন করে থাকে সৌদি আরবে ফ্রি ভিসায় যেতে
হলে আপনাকে কাজের দক্ষ ও অভিজ্ঞতা থাকা লাগবে।
আপনি যদি সৌদি আরবে যেতে চান অবশ্যই আপনাকে কাজ শিখে যাওয়া উচিত যেমন ইলেকট্রিক
কাজ, কন্ট্রাকশন কাজ,পাইপ লাইন কাজ ইত্যাদি। আপনার যদি কাজ শিখা থাকে তাহলে সৌদি
আরবে ফ্রি ভিসায় যে আপনি যে কোন কোম্পানিতে সহজে কাজ পেয়ে যাবেন।
সৌদি আরবে ফ্রি ভিসা যেয়ে আপনাকে প্রথমে একটা ইকামা করতে হবে।ইকামা খরচ প্রায় আনুমানিক ৮ হাজার রিয়াল থেকে ৯০০০ রিয়াল পর্যন্ত যার মেয়াদ এক বছর হতে পারে তিন মাসও হতে পারে। সৌদি আরবে ফ্রি ভিসার দাম আনুমানিক ৩ লক্ষ থেকে চার লক্ষ টাকা হয়ে থাকে তবে বিভিন্ন এজেন্সি মাধ্যমে গেলে এর খরচ বেড়ে যেতে পারে। আর আপনি যদি কোন দালালের চক্করে পড়ে যান তাহলে সৌদি আরব ফ্রি ভিসার জন্য আপনাকে ৭ থেকে ৮ লক্ষ টাকা লাগতে পারে।
সৌদি আরবের ফ্রি ভিসা পেতে কি কি লাগে
সৌদি আরবে কাজের উদ্দেশ্যে যেতে হল আপনাকে চৌধুরী কাজের ভিসা নিয়ে যেতে হবে
ভিসার ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনে ডকুমেন্টগুলো সংগ্রহ করতে হয় কাজের ভিসা
অনুযায়ী অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রয়োজন ডকুমেন্টগুলো কি কি লাগবে তা
নিচে দেওয়া হল
সবার আগে আপনার ভিসা নির্বাচন করতে হবে। হতে পারে ওয়ার্ক ভিসা ও হজ্জ ভিসা,
পর্যটন ভিসা।
- একটা বৈধ পাসপোর্ট থাকা লাগবে যার মেয়াদ সর্বনিম্ন এক বছর হতে হবে
- পুলিশ ক্লিয়ারলেন্স ভেরিফিকেশন সার্টিফিকেট
- ভোটের আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র
- ভিসার আবেদন ফরম
- কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট বা সনদপত্র
- মেডিকেল হেলথ সার্টিফিকেট
- করোনা ভ্যাকসিন সনদপত্র বা সার্টিফিকেট
- অন্যান্য কাগজপত্র
- প্রয়োজনও আর কোন কাগজ পাতি লাগলে আপনি এজেন্সির মাধ্যমে জেনে নিতে পারবেন
কত টাকা লাগে সৌদি আরব যেতে ২০২৫
বর্তমানে সৌদি আরব ভিসার ফ্রি ও ইকামত ফ্রি বাড়িয়েছে বর্তমানে ভিসা ও ইকামার্ভে
বাড়িয়ে সর্বোচ্চ করা হয়েছে ১০৩ রিয়াল। যারা বসবাসের জন্য অনুমতি চাচ্ছেন
তাদের ফ্রি করার হয়েছে ৫১.৭৫ রিয়াল বহিরাগমনের ফ্রি ৭০ রিয়াল নির্ধারণ করা
হয়েছে। আগের তুলনায় বর্তমানে বাংলাদেশ টু সৌদি আরব বিমান ভাড়া প্রায় পাঁচ
থেকে দশ হাজার টাকা বিএ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সেই হিসেবে বর্তমানে যাবতীয় খরচ
সহ সৌদি আরব যেতে নূন্যতম চাল নক্ষত্র থেকে সাড়ে চার লক্ষ টাকা লাগে আর দালাল
অনুযায়ী সৌদি আরব যেতে সর্বোচ্চ ছয় থেকে সাত লক্ষ টাকা লাগে।
সৌদি আরবের ভিসা প্রসেসিং এর খরচ কত
সাধারণত ভিসার ক্যাটাগরি অনুযায়ী ভিসা প্রসেসিং খরচ নির্ধারিত হয়ে থাকে প্রসেসিং খরচ ৪০ হাজার থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে খরচ খুব কম যার কারণে বেশিরভাগ মানুষ সৌদি আরব যেতে চাই। ইতিমধ্যে আমরা উপরে সৌদি আরব ফ্রি ভিসার দাম কত তুলে ধরেছে
সৌদি ভিজিট ভিসা সৌদি টুরিস্ট ভিসা ও বিজনেস ভিসা সহ বিভিন্ন খরচ বেশি হয়ে থাকে তবে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং খরচ কম লাগে যার মূলত কাজের উদ্দেশ্যে সৌদি আরব যেতে চাচ্ছেন তারা ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারে ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিং চার্জ খুবই কম।
ফ্রি ভিসার কাজের বেতন কত সৌদি আরবে
সৌদি আরব ফ্রি ভিসায় গেলে এ কাজের কোন নিশ্চয়তা থাকে না আপনি যেরকম কাজ
করবেন সে কাগজের অনুযায়ী আপনার বেতন হবে। সৌদি আরবে ফ্রি ভিসায় যাওয়া মানে
স্বাধীনভাবে বা মুক্তভাবে কাজ করার একটা সুযোগ পাবেন আপনার কাজের দক্ষতা যদি বেশি
হয় বিভিন্ন কোম্পানি আপনাকে একটা কাজের সুযোগ দিবে আর আপনার কাজ অনুযায়ী আপনার
একটা নির্দিষ্ট বেতন হবে।
বর্তমানে সৌদি আরব ফ্রি বিচার বেতন প্রায় ১২০০ রিয়াল থেকে ২০০০ রিয়াল পর্যন্ত
হয়ে থাকে আপনার কাজের দক্ষতা অভিজ্ঞতা থাকলে কাজ খুঁজে পেতে পারেন নতুন অবস্থায়
এ ধরনের ভিসা নিয়ে গেলে বিভিন্ন ঝামেলা বা সমস্যার সম্মুখীন হতে হবে সহজে আপনি
কাজ খুঁজে পাবেন না আপনার থাকা সমস্যা হবে খাওয়ার সমস্যা হবে।
সৌদি আরবের ভিসা কত প্রকার ২০২৫
বর্তমানে সৌদি আরব দেশটিতে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা চালু হয়েছে। ভিসা
ক্যাটাগরি অনুযায়ী সাধারণত ভিসার দাম নির্ধারণ হয়ে থাকে। কাজের উদ্দেশ্যে যেতে
চাইলে ওয়ার্ক পারমিট ভিসা, ভ্রমণ করার জন্য যেতে চাইলে ভিজিট ভিসা। নিচে সৌদি
আরব ভিসা প্রকারভেদ গুলো দেওয়া হল
- হজ ভিসা
- উমরা ভিসা
- ট্রানজিট ভিসা
- চিকিৎসা ভিসা মেডিকেল ভিসা
- ভ্রমণ ভিসা
- ওয়ার্ক পারমিট ভিসা
- স্টুডেন্ট ভিসা
- ফ্যামিলি ভিসা
- পরিবহন কর্মী ভিসা
- এথলেট ভিসা প্রিন্সিপাল ভিসা
- সাংস্কৃতিক ভিসা
- নিবন্ধিত এজেন্ট ভিসা
সৌদি আরবের ফ্রি ভিসার বেতন কত ২০২৫
আপনি যদি সৌদি আরবে ফ্রি ভিসাতে যেতে চান তাহলে আপনি বিভিন্ন ধরনের কাজ
করার সুযোগ পাবেন।কাজের ক্যাটাগরি অনুযায়ী সৌদি আরবে ফ্রি ভিসার বেতন কম বেশি
হয়ে থাকে। আপনি বিভিন্ন কোম্পানির সাথে একটা চুক্তিবদ্ধ হতে পারেন। আপনাকে যদি
কোন কোম্পানি চাকরির অফার করে তাহলে আপনি সৌদি আরবের যেতে পারেন ইতিমধ্যে যারা
সৌদি আরবে ফ্রি ভিসার দাম কত জেনে গেছেন এখন শুধু ফ্রি ভিসার আবেদন করুন।
সৌদি আরবে ফ্রি ভিসাইজে কাজ পেতে অনেক কঠিন হয়ে যায় অনেক সময় কাজ পাওয়া যায় না তখন থাকা খাওয়ার সমস্যা হয় তবে আমার মতে আপনি যদি সৌদি যেতে চান তাহলে কোন কোম্পানির সাথে কাজের চুক্তি হয়ে যায়। ১০০০ রিয়াল থেকে ২০০০ রিয়াল পর্যন্ত হয়ে থাকে তবে আপনার কাজের চাহিদা ও দক্ষতা অনুযায়ী বেতন পরিবর্তন হতে পারে।
সৌদি আরবে ক্লিনার ভিসার বেতন কত
সৌদি আরব যেয়ে আপনি ক্লিনার হিসাবে কাজ করতে পারবেন। সৌদি আরবের ক্লিনার কাজ হিসেবে অফিস হসপিটাল আদালত বিমানবন্দর রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হয়। আপনি যদি বেশি বেতনের ক্লিনার কাজ করতে চান তাহলে সরকারি ক্লিনিং কাজগুলো করতে পারেন যেমন অফিস আদালতক্লিনিং কাজ করতে পারেন।এছাড়াও হসপিটাল কিনার কাজ করলে ভালো বেতন পাওয়া যায় সৌদি আরবে একজন ক্লিনারের বেতন আনুমানিক এক হাজার থেকে ১৫০০ রিয়াল হয়ে থাকে।
শেষ কথা সৌদি আরব ফ্রি ভিসার দাম কত ২০২৫
বর্তমানে সৌদি আরবে বিশ্বের অন্যতম উন্নয়নশীল দেশ যার কারণে প্রতি বছর বিভিন্ন
দেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক সৌদি আরবের কাজ করা উদ্দেশ্যে গিয়ে থাকে বেশিরভাগ
ক্ষেত্রে বাংলাদেশে অনেক অনেক ভাইরাস সৌদি আরবে কাজের উদ্দেশ্যে যাই। সৌদি আরব
যেতে চাইলে অবশ্যই অরজিনাল ভিসা করবেন এবং দালালের থেকে যত পারবেন দূরে
থাকবেন।
আর্টিকেলের মাধ্যমে আপনি অবশ্যই জানতে পেরেছেন সৌদি আরবের যাওয়ার পদ্ধতি
গুলো আপনি যদি সৌদি আরব ফ্রি ভিসাতে যেতে চান বা তার সম্পর্কে আর কিছু যদি জানতে
চান তাহলে কমেন্ট বক্সে এসে জানতে পারেন। ধন্যবাদ
সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url