কিভাবে ডিসকর্ড সার্ভার তৈরি করবেন এবং সেট আপের নিয়ম

কিভাবে ডিসকর্ড সার্ভার তৈরি করবেন এবং তার উপায় সম্পর্কে আমরা অনেকে জানিনা। কিন্তু আমরা গেম সম্পর্কে অনেকেই জানি। তেমনি একটা হচ্ছে ডিসকর্ড মাল্টিমিডিয়াম অনলাইন গেম। যে গেমটি বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

কিভাবে-ডিসকর্ড-সার্ভার-তৈরি-করবেন

ডিসকর্ড শুধু এটি গেম না এটি একটি যোগাযোগের মাধ্যমে। ডিসকর্ড কি, এর কাজ কি, কিভাবে করতে হয় এবং উপায় এগুলো নিয়ে ভাবছেন। আসুন এ আর্টিকেলের মাধ্যমে জানবো ডিসকর্ড সার্ভার তৈরি করা এবং সেটআপ এর নিয়ম। এবং বন্ধুদের কিভাবে আমন্ত্রণ পাঠানো যায়। চলুন নিচে বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নিন।

পেজ সূচিপত্রঃ কিভাবে ডিসকর্ড সার্ভার তৈরি করবেন এবং সেটা আপের নিয়ম

কিভাবে ডিসকর্ড সার্ভার তৈরি করবেন তার উপায় এবং নিয়ম

আজকাল অনলাইনে যোগাযোগের কমিনিউটি তৈরি বা বন্ধুদের সাথে নিজস্ব একটা আড্ডার জায়গা করে তুলেছে ডিসকড সার্ভার। বর্তমানে এটি একটি জনপ্রিয়তা লাভ করেছে। তুমি চাইলে খুব সহজে তোমার জন্য একে নিজস্ব সার্ভার তৈরি করতে পারো।যেখানে তুমি তোমার বন্ধু বান্ধবীদের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারব। চলুন তাহলে ধাপে ধাপে জেনে নিন কিভাবে ডিসকর্ড সার্ভার তৈরি করবেন তার উপায়।

  • ধাপ ১ঃ সার্ভার তৈরি করার জন্য প্রথমে আপনি মোবাইলের প্লে স্টোরে যাবেন। সেখানে গিয়ে অ্যাপসটিতে ডাউনলোড করবেন। অথবা পিসি বা ল্যাপটপ থেকে google ক্রোম বাজারে যাবেন ডিসকোড সার্ভার লিখে সার্চ করবেন। অথবা এই লিঙ্কে প্রবেশ করবেন। আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে একাউন্ট তৈরি করতে হবে না। আর যদি না থাকে তাহলে নতুন করে একাউন্ট তৈরি করে নিবেন।
  • ধাপ ২ঃ ডাউনলোড হয়ে গেলে ক্রিয়েট মাই ওয়ান বেছে নাও। একবার লগইন হয়ে গেলে বাম পাশে+ চিহ্ন দেখতে পাবেন। তারপরে ওটাতে ক্লিক করুন। এরপর নতুন পেজ আসবে যেখানে ক্রিয়েট মাই ওয়ান অফ সিলেক্ট করুন। এরপর জিজ্ঞাসা করবে তুমি নিজের জন্য বানাচ্ছ নাকি ক্লাব বা কমিনিউড এর জন্য। নিজের জন্য হলে ফর মি এন্ড মাই ফ্রেন্ড অপশন বেছে নাও।
  • ধাপ ৩ঃ সার্ভার টির একটি নাম দাও যেমন বন্ধুদের আড্ডা বা আমার গেমিং জন অথবা টিম এক্স ওয়ান জেড। এর নামগুলো আপনি ব্যবহার করতে পারেন যদি পছন্দ না হয় তাহলে আপনার পছন্দ অনুযায়ী নাম রাখতে পারবেন। আপনি চাইলে সার্ভারে আইকন অথবা ছবি দিতে পারেন। সব সেট হয়ে গেলে ক্রিয়াটে চাপ দিন।
  • ধাপ ৪ঃ আপনার সার্ভার টা তৈরি হয়ে গেলে তখন আপনি দেখতে পারবেন টেক্সট চ্যালেঞ্জ বা ভয়েস চ্যালেঞ্জ দুটি চলে এসেছে। টেক্সট চ্যানেল ইচ্ছা আপনি যাদের সাথে মেসেজে মাধ্যমে কথা আদান-প্রদান করতে পারবেন। আর ভয়েস চ্যালেন হচ্ছে বন্ধুদের সাথে কথা বলতে পারবেন। আবার আপনি চাইলে নতুন করে চ্যানেল যোগও করতে পারবেন। এজন্য আপনাকে (+) চিহ্নতে ক্লিক করতে হবে।
  • ধাপ ৫ঃ আপনি যদি মনে করেন আপনার সার্ভারের এডমিন বা মডারেটর আপনার ইচ্ছামতন তৈরি করতে পারবেন। সে জন্য আপনাকে করতে হবে সার্ভার সেটিং বা Roles ওখানে নতুন রোল তৈরি করে দিতে পারেন। যেমন Moderator,VIP,Gamer। আপনি চাইলে সেখানে প্রত্যেক রোল অনুযায়ী আলাদা আলাদা অনুমতি ঠিক করে দিতে পারবেন।
  • ধাপ ৬ঃ আপনার সার্ভারের চাইলে আপনি একটি বট যোগ করতে পারেন। এ বট গুলো স্বাগতম বার্তা দেবে অটো রোল দেবে, অটো মডারেশন করবে, অনেক কাজের এগুলো। সে সাথে আপনার মজার বট যোগ করতে পারবেন যেমন MEE6,Dyno,Carl-bot ইত্যাদি এড করে সার্ভার কে আরো স্মার্ট বানাতে পারেন। এতে করে আপনার সার্ভারটি আরো সুন্দর দেখাবে।
  • ধাপ ৭ঃ আপনি চাইলে আপনার চ্যানেলটা নিজের মতন তৈরি করতে পারবেন। এভাবে তৈরি করবেন সবাই দেখতে বা লিখতে না পারে। সেটার কন্ট্রোল শুধু আপনার কাছে থাকবে। প্রত্যেকটা চ্যালেঞ্জ সেটিং এ গিয়ে পারমিশন এবং কে কি কাজ করতে পারবে যেমন রুলস চ্যানেলের শুধু পড়া যাবে লিখা যাবে না। আবার Mod চ্যানেল শুধু এডমিন দেখতে পারবে।
  • ধাপ ৮ঃ ইভেন্ট বা এনাউন্সমেন্ট চ্যানেল তৈরি করে রাখুন। যেখানে থাকবেন নতুন কোন ইভেন্ট, মিটিং বা আপডেট দিলে সবাই যেন সেটা দেখতে পায়। যেখানে শুধু এডমিন বা মডারেটারা লেখার অনুমতি দিবেন। আর বাকি সবাই যেন শুধু দেখতে পারে কিন্তু লিখতে না পারে পারমিশন সেটিং এ গিয়ে ঠিক করে দিবেন। কে কোন কাজটা করতে পারবে।

বন্ধুদের আমন্ত্রণ পাঠানোর নিয়ম

ডিসকর্ড সার্ভার তৈরি করার পরে এখন ভাবছেন কিভাবে বন্ধুদের আমন্ত্রণ জানানো যায়। আপনি এই ডিসকার্ড সার্ভারের সাহায্যে আপনার বন্ধুদের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবেন। এজন্য আপনাকে কিছু নিয়ম মানতে হবে। সার্ভার তৈরি করার পরে এখন আপনি কিভাবে বন্ধুদের আড্ডায় যোগ করবেন এবং বন্ধুদের আমন্ত্রণ জানাবেন চলুন তা নিচে জেনে নিন।

আরো পড়ুনঃ বাংলাদেশের ডুয়েল কারেন্সি কার্ড পাওয়ার নিয়ম ও উপায়

  • প্রথমে আপনি সার্ভারে ঢুকুন। আপনি যে নতুন করে ডিসকড সার্ভার তৈরি করলেন সেটা আগে খুঁজে বের করুন। তারপর ডিসকোড অ্যাপ লগইন করুন। বাম পাশে আপনার সার্ভারে আইকন দেখতে পাবেন এবং সেখানে সার্ভারে বন্ধুদের আমন্ত্রণ পাঠাবেন সে জায়গাটা আপনি ক্লিক করবেন।
  • সেখানে ক্লিক করার পর আপনি সার্ভারের বাম পাশে বা ওপরে ইনভাইট পিপল বাটন থাকে। সেই বাটনে ক্লিক করলে একটি ছোট উইন্ডো খুলবে বা একটি ইনভাইট লিংক দেখা যাবে। তবে এটা মনে রাখবেন সেই লিংকটি ডিফল্টভাবে ২৪ ঘন্টার জন্য বৈধ থাকবে।
  • উইন্ডোতে যখন ক্লিক করবেন তখন তার ওপরে একটি লিংক দেখতে পাবেন আর সেটাই হলো ইনভাইট লিংক। যদি আপনি চান তাহলে ইনভাইট লিংক এ ক্লিক করে কিছু সেটিং করতে পারেন যেমন এক থেকে সাত দিন অথবা শেষ তারিখ। আপনি লিঙ্গে কত দিন কাজ করবেন এজন্য একটি এক্সপাইড ডেট যোগ করে দিতে হবে। আপনি কতদিন ব্যবহার করবেন সেটাও যোগ করে দিতে পারবেন।
  • বন্ধুদের লিংক পাঠানোর জন্য লিংকটি আগে কপি করুন। তারপর হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমেইলের বা অন্য কোন মাধ্যমে বন্ধুদের পাঠান। বা ওদের সাথে অন্য কোন ভাবে যোগাযোগ ব্যবস্থা থাকলে সেভাবে আপনি লিংক পাঠাতে পারবেন। আপনার লিংক পাওয়ার পর তারা যদি সেখানে ক্লিক করে তাহলে সরাসরি আপনার সার্ভারের যোগ হতে পারবে।
  • আপনি যে লিংক এর মাধ্যমে শুধু ওনাকে ইনভাইট পাঠাতে পারবেন তাও না আপনি চাইলে সরাসরি ডিসকর্ড ইউজার নামে সাহায্যে বন্ধুদের আমন্ত্রণ পাঠাতে পারবেন। এর জন্য আপনাকে ইনভাইট পিপল windows এর নাম টাইপ করতে হবে। সঠিক নাম পেলে ফ্রেন্ড ইনভাইট বাটনে চাপ দিন।
  • ডিসকর্ড সার্ভারটি ব্যবহারের সময় অবশ্যই একটি নিরাপত্তা সাথে ব্যবহার করতে হবে। বেশি মানুষ ব্যবহার যেন না করে। সবাই নোটিফিকেশন পায় মাঝে মাঝে বিরক্ত হতে শুরু করে মানুষ। লিংক শুধুমাত্র আপনি সেই মানুষগুলোকে যোগ করবেন যেগুলো আপনার বিশ্বাসযোগ্য বন্ধু। যাতে করে আপনার ডিসকোড সার্ভারটি নিরাপদ থাকে। সেই সাথে আপনি আরো একটি কাজ করতে পারবেন আপনি লিংকটিকে প্রিন্ট করে রাখতে পারেন যাতে করে নতুনদের কাছে আমন্ত্রণ পাঠানোটা সহজ হয়।

ডিসকর্ড সার্ভার কি

ওপরে আমরা কিভাবে ডিসকর্ড সার্ভার তৈরি করবেন তার  উপায় এবং বন্ধুদের আমন্ত্রণ পাঠানো নিয়ম সম্পর্কে নিয়ে আলোচনা করেছি। এগুলো তো জানলাম কিন্তু আমরা এতটা জানিনা আসলে ডিসকার্ট সার্ভার টা কি। আপনারা প্রত্যেকে কম বেশি ডিসকড এর নাম শুনেছেন নিশ্চয়ই। এটা মূলত একটি ফ্রি ভয়েস, ভিডিও, এবং টেক্সট চ্যাটিং প্ল্যাটফর্ম। যা প্রথমে এটি অনলাইনে গেমার দের জন্য তৈরি করা হয়েছে। তবে বর্তমানে dis cord শুধু গেমিং নয় বরং বিভিন্ন কমিউনিটি, শিক্ষামূলক গ্রুপ এবং কাজের পরিবেশ ও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ডিসকর্ড।

কেউ কেউ আবার whatsapp বা টেলিগ্রাম এর মত একটি অনলাইন কমিউনিকেশন প্লাটফর্ম হিসেবে ব্যবহার করছে। যেখানে আপনি সহজে বন্ধু, সহকর্মীদের সাথে চ্যাটিং, ভয়েস কল বা ভিডিও কল করতে পারেন এছাড়া বিভিন্ন ফাইল ছবি এবং ডকুমেন্ট শেয়ার করার সুযোগ রয়েছে। এক কথায় বলতে পারেন ডিসকড সার্ভার আপনার গেমের পাশাপাশি যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে।

ডিসকর্ড সার্ভার এত জনপ্রিয় কেন

আজকাল অনলাইনে কমিউনিকেশন ভার্চুয়াল যোগাযোগের জন্য অনেক অ্যাপস আছে বা মানুষ ব্যবহার করছে। যেমন whatsapp, messenger, টেলিগ্রাম, জুম ইত্যাদি। কিন্তু সব কিছুর মধ্যে । ডিসকর্ড আলাদা এবং অন্যান্য। বিশেষ করে যারা গেম খেলে অনলাইনে টিমে কাজ করে বা কোন ভার্চুয়াল কমিউনিটি চালায় তাদের জন্য ডিসকর্ড যেন একটি ডিজিটাল ঘরের মাধ্যম। চলুন এখন তাহলে জেনে নিন ডিসকড সার্ভার এত জনপ্রিয় কেন।

  • ডিসকর্ড বর্তমানে অনলাইনে যোগাযোগের জনপ্রিয় একটি মাধ্যম। শুরুতে এটি গেমারদের জন্য তৈরি হলো এখন শিক্ষার্থী, ইউটিউবার, ছোট ব্যবসার মালিক এবং ফ্রিল্যান্সার না এমনকি সাধারণ ব্যবহারকারীদের জন্য সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।
  • শুধু তাই নয় disc cud এর মিউজিক বট, স্বাগতম বট এবং সংক্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্তি করে সার্ভার কে আরো স্মার্ট করে তোলা যায়। এ ছাড়া ছোট দল বা বড় কমিউনিটি সবক্ষেত্রে ডিসকড একটি ভার্চুয়াল হোম এর মত কাজ করে। যেখানে সদস্যরা একসাথে আলোচনাতে কাজ করতে পারবে।
  • সব মিলিয়ে বলা যায় ডিসকর্ড এমন একটি প্ল্যাটফর্ম যা আপনাকে নিজের মতো করে সাজিয়ে নেয়ার সুযোগ দেই। এটা শুধু চ্যাটিং টুল নয় বরং একটি পরিপূর্ণ অনলাইন কমিউনিটি তৈরি শক্তিশালী মাধ্যম।। ব্যবহারে সহজ, ফিচার  বেশি, নিয়ন্ত্রণ আপনার হাতে সব কিছু মিলিয়েই ডিসকোড সার্ভার এত জনপ্রিয়।

ডিসকর্ড সার্ভার তৈরি করার জন্য যা জানা প্রয়োজন

উপরে আলোচনা থেকে জানলাম ডিসকড সার্ভার কেন এত জনপ্রিয় সম্পর্কে। অনেকেই মনে হচ্ছে আমার কাছে তো এত টাকা নাই তাহলে আমি কিভাবে ডিসকর্ড ব্যবহার করব। ডিসকড ব্যবহার করতে কি কি লাগে এরকম নানা প্রশ্ন। চলুন তাহলে আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই ডিসকার্ড ব্যবহার করতে যা যা লাগবে।

  • ডিসকর্ড ব্যবহার করার জন্য খুব বেশি কিছু দরকার হয় না। আপনার যদি একটি বৈধ ইমেইল এড্রেস থাকে। সেটাই দিয়ে আপনি খুব সহজে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন।
  • ডিসকর্ড পুরোপুরি অনলাইন ভিত্তিক তাই আপনার কাজ করার সময় অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকা লাগবে।
  • আপনার যদি একটি স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ এবং ট্যাবলেট থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন।
  • আপনি যদি কারো সাথে কথা বলতে চান বা তার ভাষা স্পষ্টভাবে শুনতে চান তাহলে আপনাকে হেডফোন বা মাইক্রোফোন খুব দরকার। বিশেষ করে ভয়েস চ্যাটিংয়ের জন্য।
  • আপনি আপনার হাতের মোবাইলের ফোনের মাধ্যমে গুগল প্লে স্টোরে যাবেন বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি নামিয়ে নিতে পারেন। আবার কম্পিউটারে চাইলে ওয়েব সংরক্ষণ ব্যবহার করা যাবে।
  • ডিসকর্ড ব্যবহার করার জন্য কমপক্ষে ২ জিবি রেম ও কিছু ফ্রি স্টোরিস থাকা ভালো নয় তো ল্যাগ হতে পারে।
  • আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে প্রযুক্তিগত বেসিক ধারণা থাকতে হবে। যেমন চ্যালেন খোলা, মেসেজ লিখা, লিংক কপি করা এসবের জন্য সামান্য টেকনিক্যাল ধারণা থাকা দরকার।
  • আপনার অ্যাকাউন্টটি কি নিরাপদ রাখার জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
  • অবশ্যই এটি মাথায় খেয়াল রাখবেন কারো সাথে ভিডিও কলে কথা বলার জন্য আপনার ক্যামেরা লাগতে পারে।
  • এখানে অনেক অপশন বাংলায় এলো বেশিভাগ টার্ম ইংরেজিতে আছে। তাই আপনাকে অবশ্যই বেসিক ইংরেজি জানা থাকলে উপকার হবে।

যেভাবে ডিসকর্ড সার্ভারকে নিয়ন্ত্রণ করবেন

আপনি মনে করছেন ডিসকর্ড সার্ভার তৈরি করেছেন  তাহলে আপনার কাজ শেষ। কিন্তু না এটি আপনার ভুল ধারণা। সার্ভার তৈরি করার পরে আপনাকে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। এতে করে আপনার সার্ভারটি নিরাপদে থাকবে। এজন্য আপনাকে যে কাজগুলো করলে ডিসকর্ড সার্ভারকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি নিজেই থেকে। এজন্য সার্ভারটি ঠিকমতো নিয়ন্ত্রণ বা ম্যানেজ করা হলো আপনার মূল দায়িত্ব। আপনি যদি সঠিকভাবে সার্ভারটি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার সমস্যা হবে।

এখন আপনার মূল কাজ হচ্ছে সার্ভার নিয়ন্ত্রণ করতে কী বোঝায় সেটা হচ্ছে আপনি কিভাবে মেম্বারদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন বা দেখবেন। আপনি কে কি করতে পারবে তার ঠিক করবেন এবং সার্ভারের নিয়ম নীতি বজায় রাখতে হবে। এটি করতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে জানতে হবে এবং সঠিকভাবে পালন করতে হবে। আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার সার্ভারে এডমি, মেম্বার, মেডারেটর এমনকি গেস্টের নামে ভিন্ন ভিন্ন রোল তৈরি করতে পারবেন।

আরো পড়ুনঃ মোবাইল দিয়ে বাংলা আর্টিকেল লেখার নিয়ম 

প্রত্যেকটি রোলের জন্য আলাদা পারমিশন বা অনুমতির নির্ধারণ করা যায়। যেমন উদাহরণ ধরেন কেউ মেসেজ ডিলিট করতে পারবে কেউ নতুন নাম্বারে ইনভাইট করতে পারবে কিংবা কেউ শুধু দেখবে কিন্তু লিখতে পারবেনা এতে করে আপনার সার্ভারের নিয়ম নীতি মানা হবে এবং বিশৃঙ্খলা কমবে এবং আপনি সহজে বুঝতে পারবেন। আপনি যদি এই নিয়ম নীতিগুলো সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনার সার্ভার টি নিরাপদে থাকবে এবং আপনাকে কোন বড় ধরনের সমস্যাতে পড়তে হবে না।

ডিসকর্ড সার্ভার এর ব্যবহারের সুবিধা

বর্তমানে ডিজিটাল যুগে যেখানে সবাই অনলাইন যুক্ত সেখানে ডিসকার্ট সার্ভার হয়ে উঠেছে একটি আধুনিক কার্যক্রম কমিউনিকেশন প্লাটফর্ম। এর মাধ্যমে আপনি বিভিন্ন দেশের সাথে বিভিন্ন মানুষের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারবেন এবং কাজ করতে পারবেন খুব দ্রুত। চলুন আর কি কি সুবিধা আছে তা জেনে নিন।

  • ডিসকর্ড সার্ভারের মাধ্যমে আপনি আপনার জন্য একটা আলাদা জগত তৈরি করতে পারবেন। যেমন বন্ধু, পরিবার, সহপাঠী, অফিস টিম বা ক্লায়েন্টদের একত্রে করে একসাথে কাজের আলোচনা বা বিনোদন চালিয়ে যেতে পারেন।
  • ডিসকর্ড সার্ভারের ব্যবহার সবচেয়ে মজার বিষয় হল এটি কাস্টমাইজেশন এর ক্ষমতা। আপনি চাইলে সার্ভারের প্রত্যেকটা অংশ নিজের মতো করে সাজাতে পারবেন যেমন চ্যালেন ভাগ করা, রোল তৈরি করা এবং পারমিশন নির্ধারণ করা ইত্যাদি।
  • এমন একটা পরিবেশ তৈরি করেন যেখানে আপনি সার্ভারের মালিক হিসেবে পুরো নিয়ন্ত্রণ রাখতে পারেন আপনার নিজের মত করে।
  • Dis cord সার্ভারের আরেকটি সুবিধা হচ্ছে দলগত কাজ করার অসাধারণ ব্যবস্থা।
  • সার্ভার ব্যবহার করলে আপনি পাবেন একটি স্বাধীন, নিরাপদ এবং পেশাদার যোগাযোগ ব্যবস্থা। এটি আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে অনেকটা সময় এবং পরিশ্রম বাঁচাবে।

লেখকের মন্তব্য কিভাবে ডিসকর্ড সার্ভার তৈরি করবেন এবং সেট আপের নিয়ম

ডিসকর্ড সার্ভার আজকের ডিজিটাল যুগে যোগাযোগ এবং অনলাইনের কমিউনিটি গঠনের জন্য একটি অত্যন্ত কার্য করে এবং আধুনিক মাধ্যম। সহজে সার্ভার তৈরি করা যায় বন্ধুদের আমন্ত্রণ পাঠানো যায় ও রোল ও পারমিশন সেটিং ব্যবহার করে আপনি নিজের মতন করে পরিবেশ তৈরি করে নিতে পারবেন। ডিসকড সার্ভারের মাধ্যমে আপনি শুধুমাত্র ব্যক্তিগত, শিক্ষামূলকভাবে কাজ ব্যবহার করে আপনি গড়ে তুলতে পারেন নিরাপদ ও নিয়ন্ত্রণ একটি অনলাইন কমিউনিটি।

কিভাবে ডিসকর্ড সার্ভার তৈরি করবেন এবং সেটাপের নিয়ম গুলো ওপরে ধাপে ধাপে আলোচনা করেছি। আপনার যদি আর্টিকেল পড়ে ডিসকর্ড সার্ভারের সম্পর্কে আর কিছু জানার থাকে তাহলে আপনার মতামতি কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url