গৃহিণীদের ঘরে বসে আয়ের জন্য কি কি প্রয়োজন
গৃহিণীদের ঘরে বসে আয়ের জন্য কি কি প্রয়োজন তা আমরা আর্টিকেলের মধ্যেই জানব।প্রাচীন যুগ থেকে মেয়েরা অবহেলিত হয়ে আসছে। মেয়েদের পদে পদে অপমান অপদস্থ হতে হয়। বিশেষ করে গৃহিণীদের। মেয়েদের ঘরের বাইরে গেলে অনেক কথা শুনতে হয়।বর্তমান প্রযুক্তি
গৃহিণীদের জন্য ঘরে বসে আয় করা সুযোগ তৈরি হয়েছে ব্যাপকহারে।গৃহিনীরা চাইলে এখন সংসারের পাশাপাশি নিজের দক্ষতা কাজে লাগে বাড়তি আয় করতে পারেন। এখন এ আর্টিকেলের মধ্যে গৃহিনীদের ঘরে বসে আয়ের জন্য কি কি প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
পেজ সূচিপত্রঃ গৃহিণীদের ঘরে বসে আয়ের জন্য কি কি প্রয়োজন
- গৃহিনীদের ঘরে বসে আয়
- মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস
- কাজের প্রতি দক্ষতা ও আগ্রহ
- সঠিক সময় ব্যবস্থাপনা কাজের জন্য
- স্মার্টফোন বা ল্যাপটপ
- ইন্টারনেট সংযোগ
- নির্বাচন করুন নিজের দক্ষতার জায়গা
- প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কাজের ক্ষেত্রে
- একটি নির্দিষ্ট লক্ষণ নির্ধারণ করুন
- নিজস্ব তৈরি একটি ব্র্যান্ড বা পরিচিতি
- পরিবারের সমর্থন ও সহযোগিতা
- ধৈর্য ও সময়ের মূল্যায়ন ঠিক করা
- লেখকের মন্তব্য গৃহিনীদের ঘরে বসে আয়ের জন্য কি কি প্রয়োজন
গৃহিণীদের ঘরে বসে আয়
বর্তমান যুগে গৃহিণীদের ঘরে বসে আয় করা একটা সুবর্ণ সুযোগ। বিভিন্ন মার্কেটপ্লেস
থেকে গৃহিণীরা ঘরে বসে আয় করতে পারবেন। তারা না চাইলে ঘরের বাইরে যাওয়া
প্রয়োজন নাই ।ঘরে বস থেকেই হাতে স্মার্টফোন বা ল্যাপটপ থাকলেই ঘরে বসে আয়
করা সম্ভব। ঘরে বসে আয় করার জন্য তাদের কিছু নিয়ম, সময়, কাজের
দক্ষতা,ইন্টারনেটের ব্যবহার,স্মার্টফোন বা ল্যাপটপের ব্যবহার এসব সম্পর্কে জ্ঞান
অর্জন করতে হবে। সব থেকে বড় কথা কাজের আগ্রহ থাকতে হবে।
গৃহিণীদের ঘরে বসে আয়ের জন্য প্রয়োজন নির্দিষ্ট দক্ষতা ইন্টারনেট সংযোগ ও
প্রাথমিক বিনিয়োগ ফ্রিল্যান্সিং অনলাইনে টিউশনি হস্তশিল্প তৈরি ও বিক্রি
ভার্চুয়াল সহায়তা প্রদান করে তারা আয় করতে পারবে। শুধু গৃহিণীদের না যেকোনো
মেয়ে নিজেকে সাবলম্বন করার জন্য এসব কাজ করলে ঘরে বসে আয় করতে পারবে। ঘরে বসে
আয় এর জন্য কি কি প্রয়োজন তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস
কোন কাজ করার আগে প্রথমে মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস অনেক জরুরী। যে কাজটা করবেন তার জন্য আগে নিজেকে ভালোভাবে প্রস্তুত এবং নিজের প্রতি নিজে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। ভালোভাবে প্রস্তুতি বা আত্মবিশ্বাস ছাড়া কখনো কোন কাজে সফলতা পাওয়া যায় না। বর্তমান যুগের ঘরে বসে আয় করা এখন অনেকটাই সহজ। ঘরে বসে আয় করার জন্য প্রধান প্রয়োজন হল মানসিক প্রস্তুতি।
অনেক গৃহিণী মনে করেন সারাদিন সংসারের কাজ করে ব্যস্ত, আমার তো সময় নাই,
শক্তি নাই কিভাবে পারব। কিন্তু আপনি যদি সঠিকভাবে প্রস্তুতি নেন মন থেকে চান
তাহলে অবশ্যই পারবেন। সেজন্য আপনাকে মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাসী হতে
হবে। যেমন নিজেকে ছোট ভাববেন না, ভুল থেকে শিখতে হবে, ধৈর্য ধরতে হবে এবং
পরিশ্রমী হতে হবে। একজন গৃহিনীর ঘরে বসে আয় করতে পারবে।
কাজের প্রতি দক্ষতা ও আগ্রহ
গৃহিণীদের ঘরে বসে আয়ের জন্য প্রয়োজন দক্ষতা ও আগ্রহ। আপনি যে কাজ পারেন সে
কাজ দিয়ে শুরু করেন আয়ের পথ। আবার আপনি যে কাজ পারেন বা শেখার আগ্রহ আছে
সেটা কি কেন্দ্র করে আপনি কাজ শুরু করতে পারেন। আপনি যদি চান সংসারের পাশাপাশি
জীবনে সাফল্য আনতে তাহলে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে পারেন। যেমন
লেখালেখি, ডিজাইন, অনুবাদ, রান্না, সেলাই, টিচিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি।
সংসারের পাশাপাশি আপনি যদি এসব বিষয়ে কাজ করতে চান তাহলে আপনার প্রয়োজন
দক্ষতা ও আগ্রহ। দক্ষতা আগ্রহ ছাড়া সফলতা কখনো সম্ভব না।
- রান্না জানেন রান্নার ভিডিও বানান এবং হোম কুকিং সার্ভিস দিন
- সেলাই জানেন কাস্টম জামা তৈরি করুন তার বিনিময়ে পারিশ্রমিক পাবেন
- লেখালেখিতে আগ্রহী আছে কনটেন রাইটিং করুন
- বাচ্চা পড়াতে পারেন অনলাইন টিউশন দিন
- নাচ পারেন নাচের ক্লাস করান
- রূপচর্চা পারেন রূপচর্চার ভিডিও বানান এবং youtube এ আপলোড দেন
সঠিক সময় ব্যবস্থাপনা কাজের জন্য
গৃহস্থলের কাজের পাশাপাশি আয়ের জন্য একটি নির্দিষ্ট কাজের সময়সূচি তৈরি করা এবং
সময়কে কার্যক্রম ভাবে ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ। কোন কাজ করার আগে সময়
মেনটেন করা জরুরী। কারণ সংসারে অনেক কাজ থাকে। এজন্য একটা সময় নির্ধারিত
করে নিতে হবে কখন কাজ করবেন বা কোন সময়। সকাল, দুপুর ও রাত প্রত্যেকটা
সময় গৃহিণীদের জন্য দায়িত্ব থাকে। এর মাঝে নিজের জন্য কিছু সময় বের করে
নিতে হবে যেটা আপনার আয়ের কাজের ব্যবহার করতে পারবেন।
- প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা নির্দিষ্ট সময় নির্ধারণ করুন কাজের জন্য
- প্রয়োজনে পরিবারের সহযোগিতা নিন
- শিশুরা ঘুমালে বা স্কুলে গেলে সময়টা কাজে লাগান
- বিভিন্ন আইডির সেক্টর বা ইউটিউব দেখে কাজের ধরন সম্পর্কে জানুন
- অনলাইন র্কোসের মাধ্যমে ক্লাস করতে পারেন
- আপনি চাইলে যারা অনলাইন মার্কেট সম্পর্কে জানে তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন।
স্মার্টফোন বা ল্যাপটপ
গৃহিণীদের ঘরে বসে আয়ের জন্য আরেকটি মাধ্যম হচ্ছে স্মার্টফোন বা ল্যাপটপ।আপনার কাছে যদি একটা স্মার্টফোন ও ল্যাপটপ থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন ঘরে বসে।প্রথমে আপনাকে জানতে হবে অনলাইন মার্কেটপ্লেস সম্পর্কে যেমন সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করা
ফ্রিল্যান্সিং সাইটের কাজ করা, ইউটিউব বা ব্লক শুরু করা। এসব কাজ শিখার জন্য আপনাকে আগে এসব কাজের ধরন সম্পর্কে জানতে হবে। আপনার যদি আর্থিক অবস্থার কারণে ল্যাপটপ নাও থাকে তাহলে হাতের স্মার্টফোন দিয়েও অনেক কিছু সম্ভব। কিন্তু তার আগে আপনার ইচ্ছা, ধৈর্য শক্তি, আগ্রহ থাকা লাগবে তাহলে আপনি ঘরে বসে আয় করতে পারবেন সংসারের পাশাপাশি।
ইন্টারনেট সংযোগ
ইন্টারনেট সংযোগের মাধ্যমে গৃহিণীদের ঘরে বসে আয়ের জন্য একটি অন্যতম মাধ্যম। ইন্টারনেট সংযোগ না
থাকলে কোন কাজ সম্ভব না মার্কেটপ্লেসের। ঘরে বসে আয় করার জন্য ইন্টারনেট ছাড়া
কোন কাজ সম্ভব নয় তাই একটা ভালো মানের ইন্টারনেট সংযোগ থাকা অত্যন্ত জরুরি
।মোবাইলের ডাটা দিয়ে শুরু করা যায় কিন্তু এতে অনেক সময় লাগে অনেক সময় ঝামেলা
করে। ব্রেডব্যান্ড ইন্টারনেট থাকলে কাজ দ্রুত হয় এবং সময় কম লাগে।
নির্বাচন করুন নিজের দক্ষতার জায়গা
প্রত্যেক গৃহিনী এর কিছু না কিছু কাজের দক্ষতা আছে।কেউ রান্না ভালপারে। কেউ সেলাই এর কাজে। কেউ আবার লেখালেখিতে। কেউ আবার নাচ পারে ইত্যাদি। সে অনুযায়ী নিজেকে গড়ে তুলুন
কাজের জন্য। আপনি যে কাজটা পারবেন সে কাজটা আগে নির্বাচন করুন তারপরে সে কাজের
উপর দক্ষতা বাড়ান। সংসারের কাজের পাশাপাশি আপনি যে কাজের দক্ষ সে কাজ
অনুযায়ী বিভিন্ন মার্কেটপ্লেসের কাজ খুঁজুন। সে কাজটা আপনি বেছে নিন তাহলে আপনার
কাজ করতে সুবিধা হবে। বর্তমানে গৃহিণীরা ঘরে বসে মোবাইল বা ল্যাপটপ এর মাধ্যমে
লাখ লাখ টাকা ইনকাম করছে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে এবং তাদের
স্বপ্ন পূরণ করছে। কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইড হল
Fiverr,Upwork,Freelancer,PeoplePerHour
প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কাজের ক্ষেত্রে
গৃহিণীদের ঘরে বসে আয়ের জন্য প্রয়োজন প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন। শুধু কাজের
ইচ্ছা থাকলে হবে না তার জন্য দক্ষতা অর্জন করতে হবে। বিভিন্ন অনলাইন কোর্স করেও
আপনি দক্ষতা অর্জন করতে পারেন কাজের। আপনি যদি সংসারের কাজের চাপে বাইরে
যেয়েও কাজ শিখতে না পারেন তাহলে বিভিন্ন অনলাইন র্কোস আছে ওখান থেকে অর্জন করতে
পারেন কাজের দক্ষতা। যেগুলো আপনি ফ্রিতে করতে পারবেন যেমন
- YouTube (free)
- Google Digital Garage
- Facebook Meta Blueprint
- Coursera,Udemy(Something Free class)
- ICT Division এর(Learning and Earning) প্রকল্প
একটি নির্দিষ্ট লক্ষণ নির্ধারণ করুন
একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন কাজের জন্য।প্রত্যেকটা মানুষের জীবনে টাকার প্রয়োজন টাকা ছাড়া কখনো কোন কাজ সম্ভব না।জীবনে
চলার পথে টাকা থাকা অনেক গুরুত্বপূর্ণ। তাই টাকা ইনকাম করার জন্য আপনাকে
একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনি কেন আয় করতে চান পরিবারের পাশে দাঁড়াতে,
নিজের আত্মসম্মান বজায় রাখতে, সন্তানের ভালো ভবিষ্যতের জন্য, নিজের
স্বাবলম্বী হতে ইত্যাদি যে কাজ হোক না কেন আগে একটি লক্ষণ নির্ধারণ করুন। লক্ষ্য
ছাড়া কখনো কোন কাজ সফলতা হয় না। সেই সাথে আপনাকে হতে হবে পরিশ্রমী ধৈর্যশীল।
তাহলে আপনি ঘরে বসে আয় করতে পারবেন লাখ লাখ টাকা।
নিজস্ব তৈরি একটি ব্র্যান্ড বা পরিচিতি
গৃহিণীদের ঘরে বসে আয়ের জন্য আরেকটি সুযোগ হচ্ছে বা প্রয়োজন নিজের নামে একটি ব্র্যান্ড বা পরিচিতি লাভ করা। আপনার নামে হতে পারে একটা ছোট ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল বা অনলাইনে কোন দোকান আছে। এতে করে পরিচিত আপনার বাড়বে।
ক্রেতা বা
ক্লায়েন্ট সহজে আপনাকে খুজে পাবে। আপনার নামে একটা লোগো তৈরি করুন বা প্রোফাইলে
একটা নাম দিন সহজ ও মনে রাখার মতন। প্রোফাইল বা কভার ছবি দেন পেশাদার নামে।আপনার
একটা ব্লগ ওয়েবসাইট থাকলে প্রতিদিন কন্টেন্ট লিখুন।
পরিবারের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন
গৃহিণীদের ঘরে বসে কাজ করতে হলে পরিবারের সমর্থন ও সহযোগিতার প্রয়োজন।
গৃহিনী মানে পরিবারের ভরসা।তাই ঘরে বসে আয় করার জন্য পরিবারের সাহায্য ও সমর্থন
অনেক দরকার। স্বামী সন্তান ও অন্যান্য সদস্যরা যদি উৎসাহ দেয় তাহলে কাজ করা অনেক
সহজ হয়ে যাবে। ঘরে বসে আয় করার জন্য পরিবারের সদস্যদের সমর্থন অনেক দরকার।
পরিবারে সাপোর্ট ছাড়া একজন গৃহিণী পক্ষে কাজ করা সম্ভব না।
ধৈর্য ও সময়ের মূল্যায়ন ঠিক করা
প্রথমে কাজ করতে হলে অনেক কষ্টের সম্মুখ হতে হবে। এটা মনে করা যাবে না পারব না
হচ্ছে না আমার দ্বারা হবে না সংসারে অনেক চাপ এসব মনে করলে কখনো সফলতা আসবে না।
সফলতা নিতে হলে প্রথমে আপনাকে কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে ধীরে ধীরে
সফলতা আসবে। পরিশ্রম সকল সুখের চাবিকাঠি এটা মনে রাখতে হবে। এজন্য আপনারা কাজ
শুরু করার আগে ধৈর্য ও সময়ের মূল্যায়ন করতে হবে।
- প্রতিদিন একটু করে কাজ করলে বড় ফল পাওয়া সম্ভব
- ভুল হতে পারে সেটা থেকে শিখায় এড়াতে হবে সামনের দিকে
- নিজের সময়কে মূল্য দিন এটা আপনার কাজ আপনাকে করতে হবে
- কোন কাজ করলে আগে সফলতা আসবে সেটার প্রতি সময় দিন
- একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করুন
- অবসর সময় পেলে কাজে লাগান
- কোন কাজটা করলে আপনি সময় মতন করতে পারবেন সেটা আগে ঠিক করুন।
লেখক এর মন্তব্য গৃহিণীদের ঘরে বসে আয়ের জন্য কি কি প্রয়োজন
গৃহিনীদের জন্য ঘরে বসে আয় এখন আর কল্পনা নয় বাস্তব।সঠিক পরিকল্পনা ও ইচ্ছা
শক্তির মাধ্যমে তারা সংসারের পাশাপাশি নিজেদেরও আর্থিকভাবে স্বাবলম্বী করতে
পারে।আজ থেকে নিজের শক্তি ও সময়কে কাজে লাগে শুরু করুন নতুন এক জীবনের যাত্রা
।ঘরে বসে সফলতার গল্প লিখুন আপনি নিজের নামে। আপনি চাইলে সংসারের পাশাপাশি নিজের
যোগ্যতা ,দক্ষতা, ইচ্ছা শক্তি, পরিশ্রম, শ্রম কাজে লাগিয়ে ঘরে বসে ইনকাম করতে
পারবেন লাখ লাখ টাকা।
এ আর্টিকেলের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি একজন গৃহিনী কিভাবে সঠিক
পরিকল্পনার মাধ্যমে সংসার চালানোর পাশাপাশি ঘরে বসে আয় করতে পারবে তার বিস্তারিত
আলোচনা করেছি। এই আর্টিকেলটি পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার
মতামতটি কমেন্ট বক্সে এসে জানান। এরকম তথ্য পেতে ওয়েবসাইটে এসে প্রতিদিন ভিজিট
করুন ধন্যবাদ
সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url