এড দেখে টাকা ইনকাম করে বিকাশ,নগদ ও রকেটে পেমেন্ট ২০২৫


এড দেখে টাকা ইনকাম করাটা সম্ভব। কারণ বর্তমান যুগে প্রযুক্তি উন্নতি হয়েছে। সেই সাথে বেড়েছে প্রযুক্তির ব্যবহার।অনেকে জানিনা কিভাবে অ্যাড দেখে টাকা ইনকাম করা যায়। আপনি যদি অ্যাড দেখে টাকা ইনকাম করে বিকাশ,নগদ ও রকেটে পেমেন্ট নিতে চান। তাহলে এই

এড-দেখে-টাকা- ইনকাম

 আর্টিকেলটা মনোযোগ সহকারে পড়ুন। এ আর্টিকেলের মধ্যে আপনি এড দেখে টাকা ইনকাম করে ২০২৫ সালের বিকাশ নগদ ও রকেটে পেমেন্ট কিভাবে পাবেন তার বিস্তারিত আলোচনা থাকবে।তাই আপনি আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। 

পেজ সূচিপত্রঃ এড দেখে টাকা ইনকাম করে বিকাশ,নগদ ও রকেটে পেমেন্ট ২০২৫

এড দেখে টাকা ইনকাম করা কি সম্ভব

এড দেখিয়ে টাকা ইনকাম করা এটা কি সম্ভব। আপনার কাছে তাই মনে  হচ্ছে। হ্যাঁ সম্ভব, অ্যাড দেখিয়ে টাকা ইনকাম করে বিকাশ নগদ ও রকেটে পেমেন্ট নেওয়া যায়। এ কাজকে বলা হয় পিটিসি জব। যার পুরো নাম হচ্ছে Paid To Clik।

আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেখান থেকেও  এড দেখে টাকা ইনকাম করতে পারবেন। আবার এ ধরনের অনেক অ্যাপ আর ওয়েবসাইট এখন ইন্টারনেটে পাওয়া যায় যেখানে আপনি ফ্রি একাউন্ট খুলে। তাতে কাজ করে অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন।

কোন কাজ শুরু করার আগে সে কাজের সম্পর্কে আগে ভালোভাবে জানা জরুরী। কোন কাজটা ঠিক আবার কোনটা ভুল। আবার এমনও কাজ আছে যেগুলো করে শুধু সময় নষ্ট হয়। তাই আপনি কাজ করার আগে ভাগ সবকিছু ভালোভাবে বুঝে তারপরে করবেন।

আরো পড়ুনঃ ফেসবুক দিয়ে কিভাবে ১২টি উপায়ে ইনকাম করা যায়

২০২৫ সালের ডিজিটাল মার্কেটিং সেক্টরের উন্নতির কারণে কোম্পানিগুলো প্রচারের জন্য সাধারণ মানুষের মোবাইল স্কিন ব্যবহার করছে। আপনি যত বেশি কাছে দক্ষ হবে বা সিস্টেম বুঝবেন তত বেশি ইনকামের সুযোগ পাবেন। তাই ঘরে বসে অল্প সময়ের মধ্যে  ভালো ইনকাম করা সম্ভব।

আপনাকে আগেই বলে রাখি এই কাজ টাকে আয়ের প্রধান উৎস হিসাবে নিবেন না। কারণ এ কাজটা আপনাকে বড় অংকের টাকা এনে দিবে না। তাই আপনি অবসর টাইমে এ কাজটা করতে পারেন। তবে হ্যাঁ ধৈর্য সহকারে কাজ করে আস্তে আস্তে এটাকে আপনি আয়ের একটি উৎস হিসাবে নিতে পারেন।

অ্যাড দেখিয়ে টাকা ইনকাম করে বিকাশ নগদ ও রকেটে পেমেন্ট

আগের দিনের মানুষ মাথার ঘাম পায়ে ঝরিয়ে টাকা ইনকাম করেছে। তাও তাদের পারিশ্রমিক টা ঠিক মতন পায়নি।টাকা নিতে গিয়ে অনেক সময় অনেক ঝামেলা হয়েছে। বর্তমানে এখন আর তা না। সবকিছু ইন্টারনেটের মাধ্যমে সহজ হয়ে গেছে। আপনার হাতে মোবাইল আর ইন্টারনেট থাকলে ঘরে বসে আপনি বিশ্বের সব কাজ করতে পারবেন।

অ্যাড দেখিয়ে টাকা ইনকাম করতে চাইলে আপনাকে অনলাইন প্লাটফর্ম যে কাজগুলো আছে বা কিছু নিয়ম মানতে হবে। আপনি যখন মোবাইল বা ল্যাপটপে একটি ভিডিও বা বিজ্ঞাপন  দেখেন তখন সে কোম্পানি আপনাকে কিছু টাকা কমিশন দিয়ে থাকে। বা আপনি কোন একটা লিংক রেফার করলেন সেখান থেকেও কমিশন পাবেন।

অনলাইনে ইনকাম করা এখন অনেকটা সহজ উপায়। তার চেয়ে বড় কথা হচ্ছে এটা একটা স্মার্ট সলিউশন। এ কাজের জন্য আপনার শরীরের শক্তি থেকে আপনার ব্রেন বেশি কাজ করে। এছাড়া আরো অনেক কাজ আছে যেমন ইউটিউবে, ফেসবুকে, instagra, tiktok ভিডিও আপলোড করা। মোবাইলে বা ল্যাপটপ এর মাধ্যমে ঘরে বসে এসব কাজ করে বিকাশ নগদ ও রকেটে এবং মোবাইল ব্যাংকিং থেকে টাকা পেমেন্ট নিতে পারেন। কারণ ইন্টারনেট থাকায় আপনি খুব সহজে দ্রুত আপনার প্রয়োজনে টাকা উত্তোলন করতে পারবেন। কোন সমস্যা ছাড়াই।

এড দেখিয়ে  টাকা ইনকাম করা সেরা অ্যাপ ও ওয়েবসাইট ২০২৫

আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি এ কাজটি করতে পারবেন। ছাত্রছাত্রী, বেকার, গৃহিণী এবং যারা চাকরি খুজছেন তাদের জন্য এটি একটি টাকা ইনকামের সুবর্ণ সুযোগ। আপনার কাছে এড দেখে ইনকাম একদম শুরুতে কম মনে হল ধৈর্য সহকারে যদি কাজ করেন পরবর্তীতে ভালো আয়ের একটি উৎস হতে পারে।

আপনি যদি প্রতিদিন এক ঘন্টা করে সময় দেন তাহলে আপনার ইনকাম আসবে ৩০ - ১০০ টাকা। আবার আপনি তিন ঘন্টা সময় দিলে ইনকাম হবে ১০০-২৫০ টাকা। তাহলে সাতদিনে হবে ৭০০-১৫০০ টাকা। আপনি যত বেশি সময়, যত বেশি অ্যাপ ব্যবহার করবেন ইনকাম তত বাড়বে। এটি আপনার ধৈর্য ও কাজের ওপর নির্ভর করছে টাকার এমাউন্ট।

এ অ্যাপ গুলো সবচেয়ে ভালো দিকগুলো বেশি ভরসাযোগ্য। এ অ্যাপসগুলোতে পেমেন্ট নিতে কোন ঝামেলা হয় না। সহজে আপনি বিকাশ নগদ ও রকেটে সরাসরি পেমেন্ট নিতে পারবেন। আপনি যতটুকুন কাজ করবেন সে অনুযায়ী টাকা পাবেন। আপনার হাতে থাকা স্মার্টফোন টাকা ইনকামের একটি পথ  হতে পারে যদি আপনি ঠিক ভাবে এটাকে কাজে লাগাতে পারেন।

আমরা তো এতক্ষণ অ্যাড দেখে টাকা ইনকাম করে বিকাশ, নগদ রকেটে কিভাবে পেমেন্ট নিতে পারবো সে সম্পর্কে জানলাম। এড দেখে টাকা ইনকাম করার যে জনপ্রিয় অ্যাপস বা ওয়েবসাইট আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত নিচে জানবো।

Swagbucks দিয়ে অ্যাড দেখে টাকা ইনকাম

Swagbucks হল একটা আন্তর্জাতিক GPT (Get Paid To) ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন কাজ করে ইনকাম করতে পারবেন। যেমন বিজ্ঞাপন, ভিডিও, অ্যাপ ডাউনলোড করা, অনলাইন শপিং, গেম খেলা, ছোট ছোট সার্ভে ফিলআপ করা। এসব কাজ করে আপনি ইনকাম করেন SB (Swagbucks Points) আকারে পেতে পারেন। পরে আপনি ডলার বা গিফট কার্ড হিসেবে তুলতে পারেন। ডলার তুলতে পারবেন PayPal-এর মাধ্যমে তারপর সেটা বিকাশ, নগদ ও রকেটে নিতে পারবেন।

কিভাবে কাজ করবেনঃ প্রথমে https://www.swagbucks.com সাইটে যান। তারপরে ইমেইলে দিয়ে রেজিস্ট্রেশন করুন। অথবা ফেসবুক/গুগল একাউন্ট দিয়ে লগইন করুন।দেশ হিসেবে বাংলাদেশ সিলেক্ট করুন। VPN দিলে USA সিলেট করতে পারেন বেশি অফারের জন্য।

কাজ শুরু করুনঃSwagbucks-এ Watch নামে একটি বিভাগ আছে যেখানে আপনি ভিডিও এড দেখতে পারবেন কাজগুলো এমন হয় ভিডিও বিজ্ঞাপন দেখুন, Done বাটনে ক্লিক করুন। প্রতি ভিডিও দেখার জন্য ১-৫ SB পেতে পারেন। যা হিসাব করলে ১ SB=প্রায় ০.০১ USD (১ সেন্ট)

আপনি যেভাবে টাকা তুলতে পারবেনঃ৩০০ SB জমলে আপনি ৩ ডলার তুলতে পারবেন। টাকা উঠাতে পারবে সেটির পেমেন্ট অপশন হচ্ছে PayPal,Amazon Gift Card,Walmart Gift Card ইত্যাদি। বাংলাদেশ থেকে PayPal নিয়ে এক্সচেঞ্জার মাধ্যমে বিকাশ নগদ, রকেটে টাকা তুলতে পারবেন।

এই অ্যাপস এর মাধ্যমে কত টাকা ইনকাম করা যায়ঃ আপনি যদি প্রতিদিন ভিডিও দেখে বা এড দেখে তাহলে আপনার ইনকাম আসবে ৩০ মিনিটে ৩০-৫০ SB (প্রায় ০.৩-০.৫ ডলার) আবার ১ ঘন্টা করলে ৫০-১০০ SB প্রায় ১ ডলার।১ মাস কাজ করলে ২৫-৩০ ডলার প্রায় ২৫০০-৩৫০০ টাকা।

 এ টাকাটা আপনার কাছে কম মনে হল অবসর টাইম টাকে আপনি কাজে লাগাতে পারছেন। ধৈর্য সহকারে কাজ করলে একদিন ইনকামের একটি বড় উৎস হবে। আপনি যদি আরো বেশি ইনকাম করতে চান তাহলে সার্ভে, অ্যাপ ডাউনলোড, অফার কমপ্লিট ও রেফারাল ব্যবহার করতে পারেন।

Swagbucks কেন গুরুত্বপূর্ণ ঃ নতুন যারা একাউন্ট খুলে তাদের জন্য সাইন আপ বোনাসের সুযোগ থাকে। এটি একটি বিশ্বাসযোগ্য অ্যাপস। এটি ২০০৮ সালে থেকে চালু হয়েছে। এটাতে নানা রকমের ইনকামের সুযোগ আছে। ৭০০+ মিলিয়নের বেশি ডলার পেমেন্ট দিয়েছে। আপনি যদি কাউকে রেফার করেন তার ইনকামের ১০% আপনি পাবেন। এমন অ্যাপ গুলো অবসর টাইমে ইনকামের একটি ভালো পথ কিন্তু ইনকামের ভরসা হিসেবে ধরা উচিত নয়। আপনি যদি কাজ শুরু করতে চান তাহলে আরও বিস্তারিত জেনে নিবেন ওয়েবসাইটে গিয়ে। উপরে দেওয়া আছে লিংক।

ClipClaps দিয়ে অ্যাড দেখে টাকা ইনকাম

ClipClaps হলো একটি ভিডিও এবং এড ভিত্তিক অ্যাপ যেখানে আপনি ভিডিও দেখলে, এড দেখলে, গেম খেললে, রেফার করলে ও রিওয়ার্ড ঘুরালে এবং বিভিন্ন কুইজে অংশ নেয়ার মাধ্যমে ক্ল্যাপকইয়েন (Clapcoins) নামে এক ধরনের ভার্চুয়াল মুদ্রা অর্জনের সুযোগ দেয়। এটা একটি বর্তমানে জনপ্রিয় অ্যাড দেখে টাকা ইনকামের পথ। বিশ্বের লাখ মানুষ এই অ্যাড দেখে টাকা ইনকাম সুযোগ ব্যবহার করে।এবং PayPal এর মাধ্যমে পেমেন্ট দেয়। বাংলাদেশে এক্সচেঞ্জার দিয়ে বিকাশ, নগদ ও রকেটে  টাকা তুলতে পারবেন।

এই অ্যাপটি একটি বিনোদনমূলক অ্যাপ। যেখানে আপনি মজার ভিডিও, গেমস, এডস এবং রিওয়ার্ড মাধ্যমে ইনকাম করতে পারবেন। যারা এই অ্যাপটি ব্যবহার করে তারা ভিডিও দেখে কয়েন ও ডলার পায়। অ্যাপস টি দুই প্লাটফর্মে পাওয়া যায় যেমন Android,iOS।

ClipClaps কিভাবে কাজ করবেনঃ ভিডিও দেখা হল ClipClaps এর মূল আকর্ষণ। আপনি এই অ্যাপের মধ্যে বিভিন্ন মজার ও ভাইরাল ভিডিও দেখতে পাবেন। আপনি যত বেশি ভিডিও দেখবেন তত বেশি ক্ল্যাপকয়েন পাবেন। আপনাকে চেস্ট দেওয়া হবে যার মাধ্যমে থাকবে ক্ল্যাপকয়েন বা অন্যান্য পুরস্কার।

এছাড়াও আপনি গেম খেলে, স্পিন করা, রেফারেল প্রোগ্রাম, ভিডিও আপলোড করা, অন্যান্য অফার বা টাস্ক, এসব কমপ্লিট করে বা সঠিকভাবে করতে পারলে আপনি ক্ল্যাপকয়েন জিততে পারবেন। এর জন্য আপনাকে আপনার মেধা শক্তিকে কাজে লাগাতে হবে এবং ধৈর্য সহকারে করতে হবে।

আয় করা ক্ল্যাপকয়েন কিভাবে টাকা রূপান্তরণ করবেনঃক্ল্যাপকয়েন গুলোকে অ্যাপের ভিতরে ডলারের রূপান্তর করার অপশন থাকে। একটা নির্দিষ্ট সংখ্যা ক্ল্যাপকয়েন ১ ডলারের রূপান্তরিত হয়। যেমন ১ মিলিয়ন ক্ল্যাপকয়েন= ১০ ডলার। তবে এর পরিবর্তন হতে পারে।

টাকা তোলার জন্য ClipClaps বিভিন্ন পেমেন্ট অপশন অফার করে। বাংলাদেশে সরাসরি বিকাশ নগদ বা রকেটে টাকা তোলার অপশন সাধারণত থাকে না। পেপ্যাল বিকাশ নগদ রকেট টাকা আসার পর আপনি বিভিন্ন থার্ড পার্টি এক্সচেঞ্জারের মাধ্যমে সে টাকা বিকাশ নগদ বা রকেট নিয়ে আসতে পারবেন। এই এক্সচেঞ্জার গুলো পেপ্যাল ডলার কিনে আর বিনিময়ে বাংলাদেশের টাকা আপনার মোবাইল ব্যাংকিং একাউন্টে পাঠিয়ে দেয়। এতে অবশ্যই কিছু চার্জ লাগে। তবে আপনাকে এটা মাথায় রাখতে হবে নির্ভরযোগ্য এক্সচেঞ্জার খুজে বের করা অনেক জরুরী।

আয় কি পরিমাণ হতে পারেঃ বাস্তবতা হলো ClipClaps থেকে আপনি যে পরিমাণে ইনকাম করতে চান সে পরিমান ইনকাম করা খুব কঠিন। এটি ব্যবহারকারীদের জন্য কেবল কিছু অতিরক্ত পকেট মানির উৎস হতে পারে। আয়ের পরিমাণ খুব কম। আপনি যত বেশি টাকা ইনকাম করতে চান তত বেশি সময় ব্যয় করতে হবে। একটা কথা সব সময় মনে রাখবেন সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে আপনি যদি ধৈর্য সহকারে কাজটা করতে পারেন পরবর্তীতে এটি আপনার জন্য ইনকামের প্রধান উৎস হতে পারে।

সুবিধাঃ এ কাজটি অনেক সুবিধা আছে। বিনোদনের সাথে ইনকাম। ভিডিও দেখা বা গেম খেলার মত মজার কাজের মাধ্যমে ইনকাম করার সুযোগ। এ কাজের জন্য দক্ষতার প্রয়োজন নেই। শুধুমাত্র একটি স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ থাকলে যথেষ্ট।

অসুবিধাঃ সময় ব্যয় করার তুলনায় ইনকামের পরিমাণ নগণ্য বা কম। সময় অনেক লাগে। প্রতারণা ঝুঁকি বেশি থাকে। অ্যাপের মধ্যে ঘনঘন বিজ্ঞাপন দেখানো হতে পারে যার বিরক্ত কর। বাংলাদেশ থেকে সরাসরি বিকাশ নগদ বা রকেটে পেমেন্ট নেওয়া যায় না। তৃতীয় ব্যক্তির কাছ থেকে আনতে হয় যা অনেক সময় ঝামেলা হয় আবার খরচও বেশি লাগে।

আপনাকে কিছু গুরুত্বপূর্ণ টিপসের কথা বলছি বাস্তববাদী হন। যে কাজ করেন সতর্ক থাকুন। সময় নষ্ট না করে এমন একটা কাজ বেছে নিন যেটা আপনার ইনকামের প্রধান উৎস হতে পারে। এটা আপনি অবসর টাইম এর জন্য রাখুন। আর বিকল্প একটি রাস্তা ভাবুন যেটাতে আপনি কাজ করলে আপনার স্বাভাবিক ইনকাম আসবে এবং জীবন যাত্রার মান উন্নতি হবে। আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে এখানে ক্লিক করুন।

Timebucks দিয়ে এড দেখে টাকা  ইনকাম

Timebucks একটি GPT (Get Paid To) প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন ছোট কাজ করে টাকা ইনকাম করতে পারে। এর মধ্যে হল জনপ্রিয় কাজ এড বা বিজ্ঞাপন দেখে ইনকাম করা। এছাড়াও রয়েছে রেফার, কনটেন্ট দেখা ও লাইক দেওয়া,সার্ভে ফিলআপ।

Timebucks রেফারেল সিস্টেম অনেক ভালো। আপনি চাইলে আপনার সাথে অন্যকে জয়েন করাতে পারবেন। আপনার রেফার লিংক কপি করুন। আপনি যাকে জয়েন করাবেন তার ইনকাম হলে ২৫% কমিশন আপনি পাবেন। এটাকে প্যাসিভ ইনকাম বলা যায়।

কিভাবে কাজ শুরু করবেনঃ প্রথমে এই ওয়েবসাইটে যান https://www.timebucks.com। তারপরে Sing Up বাটনে ক্লিক করুন। আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট খুলুন। ইমেইল ভেরিফিকেশন করুন। লগইন করলে Earnings Dashboard দেখতে পাবেন।

এড দেখে কিভাবে আয় করবেন এটা নিয়ে ভাবছেন চলো তাহলে আপনাকে বুঝিয়ে বলছি। প্রথমে Earn মেনুতে যান। তারপরে Content বা View content অথবা Engage সেকশন সিলেক্ট করুন। যেখানে আপনি বিভিন্ন ধরনের এড, ভিডিও, পেজ ভিজিট, সোশ্যাল কন্টেন পেয়ে যাবেন। একটি এড এ ক্লিক করুন তারপরে ১৫-৬০ সেকেন্ড দেখুন। তারপরে Verify  বাটনে ক্লিক করুন।

আপনি যদি প্রতিদিন নিয়মত প্রায় ২০-৩০ টি এড বা কনটেন্ট দেখে আয় করতে পারবেন। আপনি যদি কাজটা প্রতিনিয়ত করেন তাহলে $0.30-$1 ইনকাম সম্ভব। আর আপনি যদি রেফার বা সার্ভে করলে আরো বেশি ইনকামের সম্ভাবনা থাকে।

আরো পড়ুনঃ মোবাইল আর চ্যাটজিপিটি সাহায্যে আয় করার ১০০% গাইড

টাকা তুলবেন কিভাবেঃ Minimun payment $10 USD এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়াও আরো অনেক পদ্ধতি আছে যেমন Payeer,AirTM,Bitcoin, Skrill গুলোর মাধ্যমেও  টাকা উঠাতে পারবেন। আপনি আর একটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে PayPal দিয়ে বাংলাদেশের সাপোর্ট নয় সরাসরি টাকায় উত্তোলন করতে পারবে। আরো একটি সহজ পদ্ধতি হচ্ছে Payeer,AirTM দিয়ে টাকা নিয়ে তা বাংলাদেশের বিকাশ নগদ রকেট এ এক্সচেঞ্জ করে নিয়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা উত্তোলন করতে।

এটি একটি বিশ্বাসযোগ্য ওয়েবসাইট। যা চালু করা হয়েছে ২০১৪ সাল থেকে। আপনি চাইলে প্রতিদিন এটাকে লগইন করে বোনাস পেতে পারেন। এড এবং কনটেন্টগুলো সময় মতন দেখেন।VPN,Auto-viewer ব্যবহার করবেন না। সব থেকে এ apps এর মাধ্যমে বেশি ইনকাম হবে Task Completion ও রেফার ইনকাম।

OjoooWAD দিয়ে অ্যাড দেখে টাকা ইনকাম

OjoooWAD এড হলো একটি PTC (Paid To Click) ও GPT সাইট যেখানে ব্যবহারকারীরা প্রতিদিন বিভিন্ন বিজ্ঞাপন এড দেখে ছোট অংকে টাকা ইনকাম করতে পারে। যেখানে আপনি শুধু বিজ্ঞাপন দেখে ও রেফার করে আয় করতে পারে প্রতিদিন কাজ করলে প্রতি মাসে $5-$20 পর্যন্ত আয় করা সম্ভব আর রেফারেল থাকলে আয় আরো কয়েকগুণ বাড়ে।আপনার ইনকাম আপনি Payeer বা Bitcoin নিতে পারবেন এবং পরে সেটা এক্সচেঞ্জ করে বিকাশ, নগদ  আনতে পারবেন।

কিভাবে কাজ শুরু করবেনঃ প্রথমে ওয়েবসাইটে যান। Sign Up এ ক্লিক করে একটা ফ্রি একাউন্ট খুলুন। আপনার নাম ইমেইল পাসওয়ার্ড দিন ইমেইল ভেরিফিকেশন করে লগইন করুন।

সুবিধাঃ বিনা ইনভাইসমেন্টে কাজ শুরু করা যায়। দৈনিক নির্দিষ্ট ইনকাম সম্ভব।রেফারেল সিস্টেম ভালো। Payeer,Perfect Money এর মত সিস্টেমে পেমেন্ট পাওয়া যায।

অসুবিধাঃ ইনকাম তুলনামূলকভাবে কম। অনেক সময় অ্যাড দেখতে হয়। একসাথে বেশি অ্যাড সবসময় থাকে না। প্রথমে কাজ করলে ইনকাম বেশি হবে না। তবে ধীরে ধীরে ইনকাম বাড়বে যদি আপনি প্রতিনিয়ত কাজ করেন।

Daily Cash দিয়ে অ্যাড দেখে টাকা ইনকাম

Daily Cash একটি মোবাইল অ্যাপ অথবা ওয়েব ভিত্তিক পিটিসি সাইট। যেখানে ব্যবহার করেন নিচের কাজগুলো করে ইনকাম করতে পারবেন। যেমন ভিডিও বা বিজ্ঞাপন দেখা, অ্যাপ ডাউনলোড, গেম খেলা, রেফার করে বন্ধু যোগ করা এবং সার্ভে ফিলআপ।

এই অ্যাপের কাজের মাধ্যমে আপনি পয়েন্ট বা কয়েন ইনকাম করতে পারবেন। পড়ে যা টাকা ডলারে আকারে PayPal, এর মাধ্যমে বিকাশ নগদ রকেটে তোলা যায়। প্রথমে আপনি বিশ্বাসযোগ্য একটি সাইট নির্বাচন করুন তারপরে কোন অ্যাপটি ব্যবহার করছেন সেটা ভালোভাবে যাবেন।

আরো পড়ুনঃ অনলাইনে প্যাসিভ ইনকাম করার সেরা ১০ টি উপায়

Play Store থেকে  Daily Cash -Earn Money Online নামে অ্যাপটি ডাউনলোড করুন। ইন্সটল করে একাউন্ট খুলুন গুগলে বা ইমেইল দিয়ে।

এই অ্যাপস টি ব্যবহার করে বড় ইনকামের একটা উৎস হবে না। তবে অবসর টাইম টাকে কাজে লাগে ছোট একটা টাকায় অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। ছাত্র-ছাত্রী, গৃহিনী অনলাইনে নতুন তাদের জন্য এটা একটা ভালো কাজের শুরু হতে পারে।

অনলাইন ২০২৫ সালের জনপ্রিয় পিটিসি ওয়েবসাইট

  • NeoBux : সবচেয়ে পুরাতন এবং বিশ্বাসযোগ্য পিটিসি সাইট। এয়ার দেখে মিনি গেম খেলে অফার কমপ্লিট করে আয় করা যায়।Payeer,Skrill,Neteller ইত্যাদির মাধ্যমে আপনি টাকা তুলে নিতে পারবেন খুব সহজে।
  • Scarlet Clicks: ২০০৯ সাল থেকে চলছে। প্রতিদিন বিজ্ঞাপন দেখে ইনকাম করা যায়। আপনি যদি প্রতিনিয়ত কাজ করেন তাহলে আপনি  কয়েন পাবেন। টাকা উঠানোর জন্য Payeer,Skrill,BTC আপনাকে সাহায্য করে।
  • GPTPlanet: Scarlet Clicks এর সিস্টার সাইট। অ্যাড ভিউ রেফারেল ও অফার কমপ্লিট করে আয় করা যায় এই অ্যাপসের মাধ্যমে। আপনি চাইলে একটা লিংক কারো সাথে শেয়ার করো টাকা ইনকাম করতে পারবেন।
  • OjoooWAD: জনপ্রিয় এবং ইউজার ফ্রেন্ডলি।৫-৩০ সেকেন্ডের বিজ্ঞাপন দেখলে ইনকাম হবে। Payeer,PerfectMoney,Bitcoin টাকা উঠাতে সাপোর্ট করে।
  • Star-Clicks: বিশেষ করে যারা ওয়েবসাইট প্রমোশন করতে চান তাদের জন্য এটা অনেক ভালো। প্রতি ক্লিকে নির্দিষ্ট পরিমাণ ডলার দেওয়া হয়ে থাকে। PayPal,Bitcoin,Bank Transfer এর মাধ্যমে বিকাশ নগদ বা রকেটে নিতে পারেন আবার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি পেমেন্ট নিতে পারেন।
  • ySense: সাবেক Clix Sense এর মাধ্যমে শুধু  PTC না,সার্ভে ও অফার কমপ্লিট করে ও ইনকাম করা যায়।Payoneer,Skrill,PayPal সাপোর্ট করে টাকা উত্তোলনের জন্য। বাংলাদেশ থেকে চালাতে হলে vpn লাগাতে পারে।
  • কিছু পিটিসি সাইট একাউন্ট খুলে আয় করতে হলে আপনাকে রেগুলার লগইন করতে হবে।
  • অনেক সময় ফেক পিটিসি সাইডও দেখা যায় তাই গুগল রিভিউ বা ইউটিউব টিউটোরিয়াল দেখা শুরু করা বুদ্ধিমানের কাজ।
  • টাকা উঠাতে Payeer,Skrill,Crypot Wallet খুলে রাখতে পারেন যেখান থেকে আপনি বিকাশ নগদ বা রকেটে এক্সচেঞ্জ করতে পারবেন। এবং আপনি সরাসরি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা উঠাতে পারবেন।

কোন অ্যাপ বা সাইটগুলো নির্ভরযোগ্য

আপনি সময়, শ্রম, মেধা যাচাই করে কাজ করবেন। তার বিনিময়ে তো একটা পারিশ্রমিকের দরকার। সেই পারিশ্রমিকটা যদি আপনি সঠিকভাবে আয় করতে পারেন তাহলে তো অনেক খুশি। আপনি যদি ইনকাম করা টাকাটা সঠিকভাবে না পান বা প্রতারিত হন তাহলে কি ভালো লাগবে। সেই জন্য আপনাকে জানতে হবে কোন অ্যাপস গুলো নির্ভরযোগ্য বা বিশ্বাস করা যায়।

চলুন তাহলে ২০২৫ সালের যেগুলো বিশ্বাসযোগ্যতা অ্যাপস জনপ্রিয় বা বিশ্বে যে কোন জায়গা থেকে মানুষ সে অনলাইন প্লাটফর্ম গুলো থেকে অ্যাড দেখে টাকা ইনকাম করছে এবং খুব সহজেই টাকা বিকাশ নগদ বা রকেটে এক্সচেঞ্জ করে টাকা উত্তোলন করতে পারে।

সতর্কতা অবলম্বন করতে হবে

অ্যাড দেখে টাকা ইনকাম করার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ এই কাজে প্রতারণা এবং সময় নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ২০২৫ সালের সর্তকতা গুলো আমরা যারা এই সেক্টরে কাজ করব সবারই জানা প্রয়োজন। চলুন তাহলে সর্তকতা গুলো জেনে নিন।

  • অনলাইন প্লাটফর্ম গুলো ভালো করে যাচাই করুন।
  • অনলাইন রিভিউ ও রেটিং অভিজ্ঞতা দেখুন। নেতিবাচক রিভিউ বা ঘন ঘন স্ক্যাম অভিযোগ দেখলে সতর্ক হোন।
  • প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে তাদের যোগাযোগ তথ্য ঠিকানা এবং কোম্পানির বিস্তারিত তথ্য আছে কিনা দেখুন।
  • অনলাইন ফোরাম বা youtube এ প্লাটফর্মের নাম (payment proof) আছে কিনা লিখে সার্চ করুন।
  • প্ল্যাটফর্মটি কতদিন ধরে কাজ করছে তা দেখুন। প্ল্যাটফর্মেটি নতুন চেয়ে পুরো এবং প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম সাধারণত বেশি নির্ভরযোগ্য হয়।
  • কম আয় এর জন্য প্রস্তুত থাকুন। প্রতিটি বিজ্ঞাপনের জন্য আপনি কয়েক পয়সা বা কয়েক সেন্টার বেশি পাবেন না। দ্রুত বা বিশাল অংকের টাকা আয়ের আশা করবেন না তাড়াতাড়ি।
  • আপনার সময় ব্যয় এবং তার বিনিময়ে প্রাপ্ত ইনকামের অনুপাত মূল্যায়ন করুন। এই কাজের পাশাপাশি বিকল্প কোন কাজ  খোঁজা উচিত ইনকামের জন্য।
  • ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।
  • Auto Clicker  বা Bot ব্যবহার করবেন না।
  • ভিপিএন ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করুন।
  • পেমেন্ট নেয়ার সময় রোজ গুলো ভালোভাবে পড়ে নিন।
  • ডলার এক্সচেঞ্জে সতর্ক থাকবেন সবসময়।
  • ভুয়া রেফারেল বা ইনভেসমেন্ট লিংকে ক্লিক করবেন না কখনো।
  • অতিরক্ত আশা না বাস্তব চিন্তা করুন। একদিনে কখনো লাখপতি হওয়া যায় না। তার জন্য ধৈর্য ও শ্রম বা সময়ের প্রয়োজন। এটা সব সময় মনে রাখবেন সময়ের কাজ সময়ে করা ভালো।

কাদের জন্য উপার্জন উপযোগী

    এ কাজটা সকলে কম বেশি করতে পারবে। কিন্তু যারা সময় দিতে পারবেন না তাদের জন্য না করাই ভালো। তবে বিশেষ করে ছাত্রছাত্রী, গৃহিণী, চাকরি থেকে অবসরপ্রাপ্ত, যারা চাকরি খুঁজছেন, বেকার এবং অনলাইনে আয় শুরু করতে আগ্রহী নতুনদের জন্য তারা এ কাজগুলো করতে পারবে। কারণ এসব কাজ করতে সময় ধৈর্য পরিশ্রম লাগবে।

    অ্যাড দেখে টাকা ইনকাম করার গুরুত্বপূর্ণ টিপস

    • বিশ্বাসযোগ্য সাইট বা অ্যাপ বাছাই করুনঃ সবার আগে নিশ্চিত করুন যে আপনি যে পিটিসি সাইট বা অ্যাপটি ব্যবহার করছেন সেটি বিশ্বাসযোগ্য এবং পেমেন্ট দেয় ঠিক মত। অ্যাপসগুলো যাচাই করুন যেমন Google রিভিউ,Trustpilot রেটিং,You Tube ইউজার ফিডব্যাক,Facebook গ্রুপের অভিজ্ঞতা আছে কি না। যেগুলো বিশ্বজুড়ে মানুষ কাজ করছে বা বিশ্বাসযোগ্যতা সাইট যেমন Timebucks,Swagbucks,NeoBux,ClipClaps ইত্যাদি এ সাইট গুলো বিশ্বের যোগ্যতা বা নিরাপদ।
    • একাধিক অ্যাপে না ঝাপে নির্দিষ্ট কিছুতে কাজ করুনঃ একসাথে ১০টা সাইটে কাজ করলে আপনি ক্লান্ত হবেন এবং আয়  কম হবে। প্রথমে শুরুতে২-৩ টি ভালো পিটিসি বা এড ভিউ অ্যাপ বেছে নিন। ১ সপ্তাহ কাজ করে রেজাল্ট দেখুন। তারপর প্রয়োজন মত বাড়ান কাজ।
    • রেফারেল সিস্টেম কাজে লাগানঃ প্রায় সব অ্যাপে রেফারেল লিংক থাকে। আপনি কাউকে ইনভাইট করলেন তার ইনকামের একটা অংশ আপনি পাবেন। যেটাকে প্যাসিভ ইনকাম বলে। ফেসবুক হোয়াটসঅ্যাপ youtube এ লিংক শেয়ার করুন। ইনকামের স্ক্রিনশট দিন বিশ্বাসযোগ্যতা বাড়ান ক্লায়েন্টদের সাথে। তবে আপনি ক্লায়েন্টের  বিশ্বাস অর্জন করতে পারবেন।
    • প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজ করুনঃ সাধারণত এডগুলো প্রতি ২৪ ঘন্টা পর পর রিফেস হয়। তাই প্রতিদিন ৩০-৪৫ মিনিট সময় নির্ধারণ কাজ করুন। সকাল১০ টাই বা রাত ৮টায় এড চেক করুন।
    • পেমেন্ট পদ্ধতি আগে থেকে শিখে নিনঃ অনেক সাইটে ইনকাম তুলতে Skrill,Payeer,Uphold,paypal লাগে এই অ্যাকাউন্টগুলো আগে থেকে খুলে রাখুন। আপনি যদি বাংলাদেশে কাজ করেন তাহলে Payeer থেকে ExchangerBD বিকাশ বা নগদে পেমেন্ট তুলতে পারবেন। আবার Uphold থেকে লোকাল এক্সচেঞ্জ বিকাশ বা রকেটে পেমেন্ট তুলতে পারবেন।
    • কোন অ্যাপ ইনভেস্ট করতে বাধ্য করলে দূরে থাকুন। কিছু অ্যাপ বলে অ্যাড দেখতে হলে টাকা দিন এগুলো প্রতারণামূলক কথাবার্তা। টাকা চাই এমন অ্যাপ এড়িয়ে চলুন।Genuine অ্যাপে কোন ইনভেস্ট দরকার হয় না।
    • ইনকাম ট্র্যাক করুনঃ আপনি কত আয় করছেন কত সময় ব্যয় করছেন এগুলো হিসাব রাখলে ভবিষ্যতে বোঝা যাবে আপনি কোন অ্যাপ এ কত লাভ করছেন। প্রতি সপ্তাহে ইনকাম বিশ্লেষণ করুন। গুগল সিটে বা কাগজে লিখে রাখুন।
    • Vpn ব্যবহারের বিষয়ে সতর্ক থাকুন। কিছু এক নির্দিষ্ট দেশের জন্য কাজ করে। আপনি যদি vpn ব্যবহার করেন তখন একাউন্টটা ব্লক হতে পারে। প্রতিদিন vpn ব্যবহার না করলে সঠিক অ্যাপ নির্বাচন করুন। ভিপিএন লাগলে Trusted VPN  ব্যবহার করুন।
    • ফেক অ্যাড বা স্ক্যাম লিংকে ক্লিক করবেন না। কিছু অ্যাড লিংক আপনাকে ফেক ওয়েবসাইটে নিয়ে যেতে পারে এতে আপনার ফোনে ভাইরাস বা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। অ্যাপ এ থাকা অফিশিয়াল এড দেখুন। না বুঝে কোন Pop-up বা Redirect লিংকে ক্লিক করবেন না।
    • সঠিক উৎস থেকে গাইড নিন। ইউটিউব  অনেক মিথ্যা টিউটোরিয়াল আছে যাচাই করে গাইড নিন।Verified You tuber বা Blogger এর গাইড ফলো করুন। আবার ChatGPT থেকে আপনি টিপস ও গাইড নিতে পারেন।

    FAQ: অ্যাড দেখে টাকা ইনকাম করা সম্পর্কে প্রশ্ন ও উত্তর

    প্রশ্নঃ অ্যাড দেখে টাকা ইনকাম কি হালাল?

    উত্তরঃ বিজ্ঞাপন বা মনিটাইজেশন এমন কোন জিনিসের প্রচার করলে যা শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ নয় ইনকাম হালাল হবে।

    প্রশ্নঃ অ্যাড দেখে টাকা ইনকামের অ্যাপস?

    উত্তরঃ হ্যাঁ, কিছু অ্যাপস আছে যেগুলো বিজ্ঞাপন দেখার মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ দেয়।

    প্রশ্নঃ google এড দেখে ইনকাম করা যায় কি?

    উত্তরঃ হ্যাঁ, গুগল এড দেখে আয় করা সম্ভব।

    প্রশ্নঃ রেফার করে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে ২০২৫?

    উত্তরঃহ্যাঁ, রেফার করে বিকাশে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে।

    শেষ কথা এড দেখে টাকা ইনকাম করে বিকাশ নগদ ও রকেটে পেমেন্ট ২০২৫

    আমরা এতক্ষণ ধরে উপরে এড দেখে টাকা ইনকাম করে বিকাশ নগর ও রকেটে পেমেন্ট ২০২৫ কিভাবে নিতে হবে সব বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি আড দেখে টাকা ইনকাম করতে চান তাহলে আর্টিকেলটি মনোযোগ সহকারে আবার পড়ুন। আপনি যদি আড দেখে টাকা ইনকাম করতে চান তাহলে আপনি করতে পারেন।

    এই আর্টিকেল টা পড়ে আপনার উপকৃত হয় তাহলে আপনার মতামতটি কমেন্ট বক্সে এসে জানান। আপনার যদি আর কোন কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করুন ধন্যবাদ।



    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url